Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

হনুমান চালিশা রোজ পাঠেই দূর হবে সব কষ্ট, নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে রক্ষাকর্তা হয়ে উঠবেন সঙ্কটমোচন

সৌভাগ্যের স্পর্শ কাঙ্খিত প্রত্যেকেরই। রোজ হনুমান চালিশা পাঠ করলেই জীবন হবে সুখকর। হনুমানকে অমরত্বের বর দিয়েছিলেন মা সীতা। বজরংবলীর কৃপা পেতে গেলে রাম-সীতার নামও জপ করতে হবে। রোজ পড়তে হবে হনুমান চালিশা। মন শুদ্ধ হয়। আত্মা হয় পবিত্র। সমস্ত ‘নেগেটিভ এনার্জি’ দূর। মনের গভীরে শান্তি বিরাজ করে। পাশাপাশি নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে আপনার রক্ষাকর্তা হয়ে উঠবেন সঙ্কটমোচন। মুক্তি মিলবে শনির সাড়ে সাতি দশার থেকেও।

হনুমান শক্তি ও সাহসের প্রতীক। হনুমান চালিশা নিয়মিত পড়লে সেই শক্তি ও সাহস মনের ভিতরে স্থায়ী বাসা তৈরী করে। যে কোনও বাধাবিপত্তির মোকাবিলা করার প্রেরণা জোগায়। সুর করে ছন্দ পাঠ করলে ক্লান্তি-অবসাদ দূর করে। মনকে করে আলোময়। মনঃসংযোগের ক্ষমতা বাড়ায়। ব্যক্তিগত সমস্যার সমাধান খুঁজে পায় মানুষ। দূর হয় সব বাধা। কেবল মানসিক স্বাস্থ্যই নয়, শারীরিক স্বাস্থ্যও ভালো থাকে। দৈনিক হনুমান চালিশা পাঠের যদি সময় না পেলেও, প্রতি শনি-মঙ্গলবার অবশ্যই তা করলেই উপকার।

মোট ৪০টি চৌপাই রয়েছে হনুমান চালিশায়। এর মধ্যে ৫ মন্ত্র পাঠ করলে সব বিপদ দূরে থাকে। ১) ‘রামদূত অতলিত বলধামা৷ অঞ্জনিপুত্র পবনসুত নামা৷’ ২) ‘মহাবীর বিক্রম বজরঙ্গী৷ কুমতি নিবার সুমতি কে সঙ্গী৷’ ৩) ‘বিধবান গুণী অতি চাতুর৷ রামকাজ করিবে কো আতুর৷’ ৪) ‘ভীম রূপ ধরি অসুর সংহারে৷ রামচন্দ্র কে কাজ সংবারে৷’ ৫) ‘লায়ে সঞ্জীবন লক্ষ্মণ জিয়ায়ে৷ শ্রী রঘুবীর হরষি ওর লায়ে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles