Friday, May 23, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আইপিএলের ধাঁচে বাংলার কুড়ি-বিশ ক্রিকেট ম্যাসকট ‘বাঁটুল দি গ্রেট! ’বেঙ্গল প্রো টি টোয়েন্টি ক্রিকেট লিগের ‘‌ড্র’‌, কোন দলে কোন ক্রিকেটার?‌

আইপিএল চলছে সাড়ম্বরে। এরই মধ্যে বেজে গেল বেঙ্গল প্রো টি ২০ লিগের দামামা। বাংলার বুকে সাড়া জাগানো টুর্নামেন্ট। ক্রিকেট প্রতিভা তুলে আনার অন্যতম বড় প্ল্যাটফর্ম। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টায় গত বছর থেকে শুভ সূচনা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের। বাংলার এই সর্ববৃহৎ আইপিএল ধাঁচের লিগ। গত বারের মতোই পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতা হবে আইপিএলের ধাঁচে এই টি ২০ লিগ। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ম্যাসকট হল বাংলা সাহিত্যের অন্যতম কমিক ‘বাঁটুল দি গ্রেট’। নায়ারণ দেবনাথের সৃষ্ট চরিত্রকে সামনে রেখে বাংলার ২০ ওভারের লিগকে জনপ্রিয় করতে উদ্যোগী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি। দ্বিতীয় বছরের প্রতিযোগিতার ড্রাফটে ছিল ৮০২ জন ক্রিকেটারের মধ্যে থেকে পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছে দলগুলি। উল্লেখযোগ্যদের মনোজ তিওয়ারি, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারেরা।

গত বারের মতো এ বারও আটটি দল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে খেলবে। লাক্স শ্যাম স্টিল কলকাতা টাইগার্স, হারবার ডায়মন্ডস, রেশমি মেদিনীপুর উইজার্ডস, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, শ্রাচী রাঢ় টাইগার্স বর্ধমান, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্স এবং সোবিস্কো স্ম্যাশার্স মালদা। প্রতিটি দলের পুরুষ ও মহিলাদের দল অংশ নেবে প্রতিযোগিতায়। শহরের এক হোটেলে এক জমকালো অনুষ্ঠানে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণে পুরুষদের ৮০২ জন ক্রিকেটারের থেকে বেছে ড্রাফট করা হয়। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির উপস্থিতিতে হয় এই ড্র। সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, যুগ্ম সম্পাদক দেবব্রত দাস, সিএবি ট্যুর, ফিক্সচার এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস সহ বিভিন্ন সিএবি কমিটির চেয়ারপার্সন, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় এবং সিএবির বর্তমান ও প্রাক্তন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভারতের ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি, মহিলা ক্রিকেট আইকন ঝুলন গোস্বামী সহ বিভিন্ন সিএবি কমিটির চেয়ারপারসন, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ কমিটির সদস্য দীপ চ্যাটার্জি, শুভ্রদীপ গাঙ্গুলি, লোপামুদ্রা ব্যানার্জী, কেয়া রায়, সুরজিৎ লাহিড়ী, অম্বরীশ মিত্র, সৌমেন্দু চ্যাটার্জি, জয়দীপ মুখার্জি সহ অন্যান্যরা। দীপ প্রকাশনের কর্ণধার শঙ্কর মণ্ডল, দীপ্তাংশু মণ্ডল প্রমুখ।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, ‘‌‘ড্রাফটের জন্য সকল প্রাক্তন কর্মকর্তা, আন্তর্জাতিক খেলোয়াড়, সিএবি সদস্য, সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে উষ্ণ অভ্যর্থনা। গত বিসিসিআই ঘরোয়া মরশুমের ফলাফল থেকে স্পষ্ট যে, বেঙ্গল প্রো টি ২০ লিগটি অবশ্যই খেলার মান উন্নত করতে সাহায্য করেছে, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। আশা করি এবার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের মরশুম আরও সফল হবে। আমি নিশ্চিত যে এবার আমরা আরও সফলভাবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের মরসুম এগিয়ে নিয়ে যেতে পারবো।” বেঙ্গল প্রো টি ২০ টুর্নামেন্টের মোট ৮টি ফ্রাঞ্চাইজি দল অংশ নেবে। পুরুষদের টুর্নামেন্টে বাংলা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার উদ্যোগ হিসেবেই ক্রিকেটের এই আসর।‌ রাঢ় টাইগার্সের হয়ে খেলতে দেখা যাবে শাহবাজ়, প্রদীপ্ত প্রামাণিককে। শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে খেলবেন আকাশ, সুরজ সিন্ধু জয়সওয়াল। মেদিনীপুর উইজ়ার্ডের হয়ে খেলবেন সুদীপ চট্টোপাধ্যায়, বিবেক সিংহ। হাওড়া ওয়ারিয়র্সে রয়েছেন আমির গনি। কলকাতা রয়্যাল টাইগার্সের হয়ে খেলবেন অভিষেক, করণ লাল। মনোজকে নিয়েছে হারবার ডায়মন্ডস। সুদীপ ঘরামি খেলবেন মুর্শিদাবাদ কিংসের হয়ে। মুকেশ, ঋত্বিক চট্টোপাধ্যায় রয়েছেন স্ম্যাশার্স মালদহে। প্রত্যেক দলের ক্রিকেটাররা হলেন —

শ্রাচি রাঢ় টাইগার্স : শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, সুমন্ত গুপ্ত, আশুতোষ কুমার, রবি কুমার, সায়ন শেখর মণ্ডল, কাজী জুনেইদ সাইফি, প্রীতম চক্রবর্তী, গৌরব সিং চৌহান, অভিষেক দাস, সিদ্ধার্থ পতিদার, অভিজিৎ ভগৎ, মহম্মদ সামি, সৈকত দাস, অয়ন ভট্টাচার্য্য, অভিরূপ গুপ্তা, মায়াঙ্ক ঝা।

সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস : আকাশ দীপ, সুরজ সিংহু জয়সওয়াল, বিকাশ সিং, তরুণ গোদারা, অঙ্কুর পল, শুভম চ্যাটার্জি, নুরুদ্দিন মণ্ডল, ইরশাদ আলম, অঙ্কুশ ত্যাগী, সৌরভ পল, মিথিলেশ দাস, রাজু হালদার, পবন, লোকেশ, আদিত্য সিং, শিবম ভারতী, শচিন যাদব।

রশ্মি মেদিনীপুর উইজার্ডস : সুদীপ চ্যাটার্জি, বিবেক সিং, প্রিয়াংশু শ্রীবাস্তব, বৈভব যাদব, ঋত্বিক রায় চৌধুরী, রঞ্জোত সিং খয়রা, রাজকুমার পাল, সৌম্যদীপ মণ্ডল, সন্দীপন দাস জুনিয়র, সৌরভ হালদার, রাহুল কুন্ডু, আকাশ ঘটক, রাহুল গুপ্তা, পঙ্কজ সাউ, ঐশিক প্যাটেল, আয়ুশ ঘোষ, জগমোহন প্রসাদ গুপ্ত

অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স : আমির গনি, কনিষ্ক শেঠ, শাকির হাবিব গান্ধী, প্রমোদ চান্দিলা, সুজিত কুমার যাদব, সাক্ষম শর্মা, যুবরাজ দীপক কেশওয়ানি, শ্রেয়ান চক্রবর্তী, শশাঙ্ক সিং, দীপক কুমার, দেবাংশু পাখিরা, জয়বীর সিং, রোহিত, শচীন চৌধুরী, অরিন্দম ঘোষ, অগ্নিশ্বর দাস, অগ্যস্থ শুক্লা

লাক্স-শ্যাম কলকাতা রয়্যাল টাইগার্স : অভিষেক পোড়েল, করণ লাল, সায়ান ঘোষ, আকাশ পান্ডে, সন্দীপ কুমার তোমর, আয়ুষ কুমার সিং, অনুরাগ তিওয়ারি, মহম্মদ কাইফ, সন্দীপন দাস, দেবপ্রতিম হালদার, রনিত ঘোষ, বিপিন চন্দ্র, হর্ষবর্ধন জাজোড়িয়া, অর্জুন কুমার, সঞ্জীব গোস্বামী, ভৈরব দে সরকার, দ্রোন চ্যাটার্জি

হারবার ডায়মন্ডস : প্রয়াস রায় বর্মন, মনোজ তিওয়ারি, বাদল সিং বালিয়ান, সুভম সরকার, চন্দ্রহাস দাশ, বিশাল ভাটি, কৌশিক মাইতি, গীত পুরী, প্রদীপ কুমার, প্রিয়াঙ্ক প্যাটেল, অভিষেক রমন, রাহুল প্রসাদ, অভিমন্যু ঈশ্বরন, বাল্কেশ যাদব, প্রকাশ কুমার রায়, কৌশিক গিরি, অঙ্কিত চ্যাটাজ্জী, বিজয় শ্রীবাস্তব

মুর্শিদাবাদ কিংস : সুদীপ কুমার ঘরামি, অগ্নিভ পান, সুখমিত সিং, বিকাশ সিং, তৌফিকউদ্দিন মণ্ডল, সাক্ষম চৌধুরী, ঋষভ চৌধুরী, দিলশাদ খান, সৌরভ কুমার সিং, অনিকেত সিং, তন্ময় প্রামাণিক, সৈঈদ ইরফান আফতাব, প্রিয়ম সরকার, কোশিক ঘোষ, নিখিল সিং, অঙ্কিত চ্যাটার্জ্জী, সায়ন পাল

সোবিস্কো স্ম্যাশার্স মালদা : মুকেশ কুমার, হৃত্বিক চ্যাটার্জী, কাইফ আহমেদ, রমেশ প্রসাদ, অখিল, শুভম দে সিনিয়র, গীতিময় বসু, ব্রিজেশ শর্মা, অর্জুন ভরদ্বাজ, অ্যাভিলিন ঘোষ, সুমিত মোহন্ত, বিরাজ কৃষ্ণ, হরসিমার সিং পাতেজা, ভিঙ্কট রাজ, এস কে জানিসার আখতার নিশার, অর্জুন সিং, আদিত্য রায়

বেঙ্গল প্রো টি ২০ টুর্নামেন্টের মোট ৮টি ফ্রাঞ্চাইজি দলের মহিলাদের টুর্নামেন্টের প্রত্যেক দলের ক্রিকেটাররা হলেন —

শ্রাচী রাঢ় টাইগার্স: পিয়ালী ঘোষ (মার্কি প্লেয়ার), সংস্থা বিশ্বাস, বৃস্টি মাজি, প্রীতি মন্ডল, একতা রায় চৌধুরী, পায়েল ভাখারিয়া, শ্রেয়া রায়, পরমা মন্ডল, পম্পা সরকার, শ্রেয়া করার, দিশা গুপ্তা, বিদিশা দে, অদ্রিজা সরকার, সন্দীপ্তা পাত্র, অর্পিতা ভৌমিক, সুস্মিতা মন্ডল।

সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস: প্রিয়াঙ্কা বালা (মার্কি প্লেয়ার), স্নেহা গুপ্তা, তিথি দাস, ঝুম্পা রায়, রত্না বর্মন, অনন্যা হালদার, মৌলি মণ্ডল, অনিন্দিতা নাথ, স্বস্তিকা কুণ্ডু, পূজা অধিকারী, সুমনা মণ্ডল, সুপ্রীতা সরকার, স্নিগ্ধা বাগ, নাফিসা ইয়াসমিন, রিতু গায়েন, সৌমি রায়।

রেশমি মেদিনীপুর উইজার্ডস: রিচা ঘোষ (মার্কি প্লেয়ার), সস্তি মণ্ডল, চন্দ্রিমা বিশ্বাস, মামনি রায়, ইপ্সিতা মণ্ডল, অর্পিতা যাদব, শিবংশী তিওয়ারি, প্রেয়শী পান্ডে, শ্রীলেখা রায়, অন্বেষা সাহা, বিশাখা দাস, নীলাঞ্জনা খাটো বারিক, রোশনি খাতুন, তোরিয়া সিংহ রায়, প্রত্যুষা দে, তিতলি মণ্ডল।

অ্যাডামস হাওড়া ওয়ারিয়র্স: ধারা গুজ্জর (মার্কি প্লেয়ার), দ্যুতি পল, অঙ্কিতা চক্রবর্তী, শ্রেয়োশি আইচ, আরাধ্য কে তিওয়ারি, সঞ্জনা কুমারী দাস, তপতী পল, প্রিয়াঙ্কা প্রসাদ, রিয়া গোস্বামী, অদ্রিতা দাস, সোনালী দাস, মধুরিমা প্রসাদ, রেমন্ডিনা খাতুন, অস্মিতা দাস, দেবস্মিতা খালসা, পাপ্রিয়া দাস।

হারবার ডায়মন্ড: সাইকা ইসহাক (মার্কি প্লেয়ার), অঙ্কিতা বর্মণ, কাশিশ আগরওয়াল, প্রিয়াঙ্কা সরকার, দীপা দাস, যোগিতা রাওয়াত, বিপাশা ঘোষ, রূপাল তিওয়ারি, সৌম্যশ্রী ভৌমিক, রাসমনি দাস, অম্বিকা গুহ, সঞ্জুক্তা সরকার, তনুশ্রী অধিকারী, স্মৃতি বর, অরিক্ত মান্না, শায়লা সেনাপতি।

মুর্শিদাবাদ কুইন্স: তনুশ্রী সরকার (মার্কি প্লেয়ার), প্রতিভা রানা, সাময়িতা অধিকারী, সুস্মিতা গাঙ্গুলী, দিয়া নন্দী, স্নিগ্ধা পল, শ্বেতা সামন্ত, মেহেক হুসেন, মর্জিনা খাতুন, লিজা রায়, রূপাল পাত্র, দীপিতা ঘোষ, জাহ্নবী রাজ পাসওয়ান, তৃষিতা সরকার, অনন্যা বোস, প্রতিষ্ঠা দত্ত।

সোবিস্কো স্ম্যাশার্স মালদা: হৃষিতা বসু (মার্কি প্লেয়ার), ঝুমিয়া খাতুন, মমতা কিস্কু, শ্রাবণী পাল, সুস্মিতা পল, রূপা দত্ত, অরুণা বর্মণ, নেহা শাউ, সুকন্যা পারিদা, জেনি পারউইন, সঞ্চিতা অধিকারী, রোশনি তিওয়ারি, রিয়া কে মাহাতো, নন্দিনী বিশ্বাস, রাধিকা কুমারী, স্নেহা মাহাত।

সিএবি’র জুনিয়র অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মোহনবাগান
অলরাউন্ড পারফরম্যান্সে ক্রিকেটেও শিরোপা জয় মোহনবাগানের। সিএবি’র জুনিয়র অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সবুজ-মেরুন ব্রিগেড। মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমিকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জয়ী গোষ্ঠ পাল সরণির ক্লাব। দ্বিতীয় দিন মোহনবাগানের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৭৯ রান। সল্টলেকের জেইউ ক্যাম্পাস গ্রাউন্ডে সেই লক্ষ্য ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪.৩ ওভারেই অর্জন করে নিল সবুজ-মেরুন। দিতিরাজ নাথ ৪০ বলে ৪২ রানের ম্যাচজয়ী ইনিংস উপহার দেয়। সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির হয়ে ত্রিপর্ণা সামন্ত, শ্রেয়ান চৌধুরী, শচীন একটি করে উইকেট দখল করে। এর আগে প্রথম দিনে ৪৫ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায় সম্বরণ অ্যাকাডেমি। চিরন্তন সাউ ১৮, সৌজন্য রায় ১৫* ছাড়া আর কোনও ব্যাটারের রান বলার মতো ছিল না। মোহনবাগানের হয়ে, মহম্মদ জিশান খান নেন ৩৩ রানে ৩ উইকেট। জিশানকে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে। অরিত্র দেবনাথের শিকার ২০ রানে ২ উইকেট। বৃষ্টির কারণে খেলাটি ৬৫ ওভারে হয়েছে। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য কর্তারাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles