Saturday, May 24, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ভারতীয় ক্রিকেটের ‘‌বস’‌ কোচ গম্ভীর!‌ হেড স্যর গৌতির সম্ভাব্য টিম ইন্ডিয়া দলে থাকতে পারেন সামি?‌

বিশ্ব ফুটবলের কোচই ‘‌বস্‌’ মন্ত্র এবার ক্রিকেটেও। ক্রিকেটে দাপট ছিল ক্রিকেটারদের। অথবা কর্তাদেরও। ধারার বদল। কোচই এখন নতুন ‘বস্‌’ হিসাবে শেষ কথা বলছেন। গৌতম গম্ভীরকে দেখলে ভারতীয় দলের ক্রিকেটারদের প্রাণ ওষ্ঠাগত হতেই পারে। উদাহরণ রোহিত শর্মা এবং বিরাট কোহলির তড়িঘড়ি টেস্ট থেকে সরে যাওয়া। গুরুগম্ভীর বসের আগমনে ভারতের সর্বকালের অন্যতম সেরা দুই ব্যাটার অবসরে। গম্ভীরের মতো একই কোচ দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড্ নাভিশ্বাস শক্তিশালী আইপিএলেরও! ফুটবল বিশ্বে অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গার, পেপ গুয়ারদিওলা, যুরগেন ক্লপদের মতো ক্রিকেটবিশ্বে দাপট আবির্ভাব গ্রেগ চ্যাপেল, অনিল কুম্বলে থেকে গম্ভীর। ক্রিকেটেও কোচরা বস‌্ হয়ে ক্রিকেটারদের সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন। গম্ভীর ক্রিকেটবিশ্বে আলোড়ন সৃষ্টিকারী নাম আড়াইশো আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলা। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের বেশি রান। দু’টি বিশ্বজয়ী দলের সদস্য। অধিনায়ক হিসাবে আইপিএল জয়ী। মেন্টর হিসাবেও জিতেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন ভারতের দাপট। একটা সময় পর্যন্ত এই আধিপত্য ছিল ইংল্যান্ডের। পরে সেখানে ভাগ বসায় অস্ট্রেলিয়া। এখন এই দু’দেশকে সরিয়ে ভারতই ক্রিকেটের প্রথম বিশ্ব। ভারতে ক্রিকেটের সফল বিপণন বদলে দিয়েছে সমীকরণ। বিসিসিআই হয়ে উঠেছে ক্রিকেটের মহাশক্তি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ডের ক্রিকেট কর্তারাও বিসিসিআইকে সমঝে চলেন। ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষও আইপিএল বন্ধ করতে পারেনি। নিরাপত্তার স্বার্থে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিল মাত্র। ১৭ মে থেকে শুরু হবে খেলা। নতুন করে তৈরি সূচি। আইপিএল চলবে ৩ জুন পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার কোচ বলেন, দলের ক্রিকেটারদের ২৫ মে-র পর আর আইপিএল খেলতে দেবেন না। কারণ, ১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি দল। শেষ পর্যন্ত ভারতের কাছে নতিস্বীকার করে দক্ষিণ আফ্রিকা বোর্ড তাদের প্রস্তুতি শিবির পিছিয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধে মুখ খুলতে বিশ্বের তাবড় ক্রিকেট কর্তারাও ভাবেন।

বিসিসিআইয়ের কাছে গম্ভীর নাকি জাতীয় দলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা চেয়ে নিয়েছেন। দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর। গম্ভীরের কড়া মনোভাব দেখা গিয়েছে গত কয়েক মাসে। অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর বিরাট কোহলি, রোহিত শর্মাদের রঞ্জি ট্রফি খেলতে বাধ্য করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের আগে রোহিতের বদলে নিজে সাংবাদিক বৈঠক করেন। ফর্মে না থাকা অধিনায়ক রোহিতকে অস্ট্রেলিয়ায় শেষ টেস্টে প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলেছেন। গম্ভীরের কঠোর মনোভাবে টেস্টজীবন সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন কোহলি, রোহিত। অস্ট্রেলিয়া সফরের মাঝেই অবসর নিতে হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে! গম্ভীর যে বিসিসিআই কর্তাদের কাছ থেকে ‘স্বায়ত্তশাসন’ এর অধিকারী। তাঁর ইচ্ছামতোই তিন ধরনের ক্রিকেটে তৈরি হবে ভারতীয় দল। শেষ কথা বলবেন তিনিই। টিম ইন্ডিয়ার ‘বস্‌’ গম্ভীর। গম্ভীর আধুনিক কোচিংয়ের ফার্গুসন।

গম্ভীরকেও ভারতের কোচ হিসাবে কড়া হাতে দলের রাশ নিয়েছেন। ফার্গুসনের মতোই তিনিও দলের খেলোয়াড়দের অনুশাসন, শৃঙ্খলা এবং দলীয় সংস্কৃতি মেনে চলার দিকে জোর দেন। গম্ভীরের এই আগ্রাসন কোনও কোনও ক্ষেত্রে বাড়াবাড়ির পর্যায়ে। ভবিষ্যতে ক্রিকেটারদের বিদ্রোহের সম্ভাবনা। কুম্বলেকে সরে যেতে হয়েছিল কোহলিদের বিদ্রোহের আঁচে। গ্রেগ শুরুতে নিজের কার্যসিদ্ধিতে সফল হয়ে অধিনায়কত্ব গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শেষে অবশ্য গ্রেগকেও ছাঁটাই হতে হয়। গম্ভীরের ভবিষ্যতে সময় বলবে। কোচই এখন নতুন ‘বস্‌’। নিজের ক্রিকেট দলের স্বার্থে কড়া মন্তব্য করতে বা পদক্ষেপ করতে দ্বিধা করেন না। তাতে কাদের কী হল, তার তোয়াক্কা করেন না। নিজেদের পরিকল্পনার সঙ্গে আপস করেন না। কোনও চাপের মুখে পিছিয়ে যান না। তাঁদের সামনে তাই চুপসে যান তাবড় ক্রিকেটারেরা। এখন ক্রিকেটের ফার্গুসন, ওয়েঙ্গার। গম্ভীরেই শুরু নতুন সমীকরণ।

দু’দফায় ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল, কোচ গম্ভীরের সঙ্গে যাবেন কারা? আইপিএলের লিগ পর্ব শেষ হবে ২৭ মে। প্লে-অফে উঠবে চারটি দল। বাকি ছ’টি দল থেকে যে ভারতীয় ক্রিকেটারেরা ইংল্যান্ড সফরের দলে জায়গা পাবেন, তাঁদের নিয়েই গম্ভীর রওনা দেবেন। ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা হয়নি। কিন্তু ভারতীয় দল এবং কোচ গৌতম গম্ভীরেরা কবে ইংল্যান্ড যাবেন তা ঠিক হয়ে গিয়েছে। ৩ জুন আইপিএলের ফাইনাল। ভারতীয় দল ইংল্যান্ড রওনা দেবে ৬ জুন। পুরো দল একসঙ্গে রওনা হবে না বলেই জানা গিয়েছে। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে কোচ গম্ভীর পুজো দিয়েছেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। প্লে-অফে খেলা ভারতীয় ক্রিকেটারেরা পরে যাবেন। বোর্ডের এক কর্তা এমনটাই জানিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হেরে গিয়েছিল ভারত। কোচ গম্ভীর চাইবেন ইংল্যান্ডে দলকে লাল বলের ক্রিকেটে আবার ফর্মে ফেরাতে। যদিও রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনকে পাবে না দল। তিন জনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতীয় দলের সাপোর্ট স্টাফেদের মধ্যে অনেকেই দেশে নেই। তাঁরা সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। ভারতীয় দল ইংল্যান্ড যাওয়ার আগে সে দেশে যাবে ভারত এ দল। ২৫ মে সেই দল ইংল্যান্ড রওনা দেবে। পরে সেই দলের কিছু ক্রিকেটার মূল দলে যোগ দিতে পারেন। এই সপ্তাহেই ভারত এ দল ঘোষণা হতে পারে।

অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বৃহস্পতিবারই ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ২টি ম্যাচের জন্য ভারতের ‘এ’ টিম ঘোষণা করার কথা ছিল বলে জানা গিয়েছিল। বিসিসিআইয়ের সর্বশেষ পদক্ষেপের কারণে ঘোষণা বিলম্বিত হয়েছে। ভারতীয় বোর্ডের ঘোষণা, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত সপ্তাহে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২৫ মরশুম ১৭ মে পুনরায় শুরু হবে, ফাইনাল ৩ জুন পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় ‘এ’ দলের নির্বাচন নিয়ে নির্বাচকেরা বিভ্রান্তিতে। ইংল্যান্ড সফরে ইন্ডিয়া ‘এ’ মোট তিনটি ট্যুর ম্যাচ খেলবে- ৩০ মে থেকে ৯ জুনের মধ্যে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি এবং ১৩ জুন সিনিয়র ভারতীয় দলের বিরুদ্ধে একটি। আইপিএলের সঙ্গে তারিখগুলোর সংঘাত হওয়ায়, ইন্ডিয়া ‘এ’ সিরিজের জন্য খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে নির্বাচকেরা চাপে। ভারতীয় ‘এ’ দলের ক্ষেত্রে সিরিজের শুরুর দিকটায়, অথবা পুরো সিরিজ থেকে বাদ পড়তে পারেন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন করুণ নায়ার, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। দিল্লি যদি প্লে-অফে ওঠে এবং ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে, তাহলে করুণ নায়ার সম্ভবত ভারতীয় ‘এ’ দলের হয়ে সব খেলাই মিস করতে পারেন। সমস্যা হলো, ভারতীয় এ দলের সফরের জন্য যাদের বাছাই করা হবে, তাদের বেশ কয়েক জন খেলোয়াড় তাদের ফ্র্যাঞ্চাইজিদের জন্য ব্যস্ত থাকবে, কারণ আইপিএলের প্লেঅফ ২৯ মে থেকে শুরু হবে। যে সব খেলোয়াড়দের দল প্লেঅফে উঠবে, তারা সম্ভবত ইংল্যান্ড সফরের ভারতীয় এ দলের হয়ে প্রথম দিকের খেলা মিস করবে। এই মুহূর্তে, কোন দল প্লে-অফে যাবে বা যাবে না, সেই সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা নেই। উদাহরণস্বরূপ, নির্বাচকরা কি করুণ নায়ারকে বেছে নিতে পারেন, যার দল দিল্লি ক্যাপিটালস প্লে-অফের দৌড়ে। খেলোয়াড়দের প্রাপ্যতা সম্পর্কে আরও স্পষ্টতার জন্য কয়েক দিন অপেক্ষা। ভারতীয় ‘এ’ দলের সিরিজটি করুণ নায়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় এক দশক পর সিনিয়র দলে জায়গা করে নিতে চাইবেন, বিশেষ রঞ্জি ট্রফিতে দুর্দান্ত এক মরশুমে ৫৩.৯৩ গড়ে ৮৬৩ রানের মধ্যে চারটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতরান ছিল। যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল ভারতীয় ‘এ’ দলের হয়ে সিরিজ খেলবেন। রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। জয়সওয়াল এবং জুরেলের ভারতীয় এ দলের হয়ে সব ম্যাচ খেলার সম্ভাবনা বেশি।

ভারতীয় পুরুষ ক্রিকেট টিম ঘোষণার জন্য অপেক্ষায়। টিম ইন্ডিয়া জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে, যেখানে তারা পাঁচ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক এবং পুরো দলের জন্য সকলের আগ্রহ একেবারে তুঙ্গে। শুধু পুরুষ দলই নয়, ভারতীয় মহিলা ক্রিকেট টিমও আগামী মাসে ইংল্যান্ড সফর করবে এবং এর জন্য মেয়েদের টিম ঘোষণা করে দিয়েছেন নির্বাচকেরা। বৃহস্পতিবার ১৫ মে, বিসিসিআই-এর সিনিয়র মহিলা নির্বাচন কমিটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা। দলে ২৭ মাস পর একজন তারকা অলরাউন্ডার ফিরে এসেছেন।

টি-টোয়েন্টি দলে ফিরেছেন স্নেহ রানা এবং শেফালি বর্মা
আগামী মাসের শেষের দিকে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। এই সিরিজের জন্য ৪০ দিনেরও বেশি সময় বাকি। ভারতীয় বোর্ড অনেক আগেই দল ঘোষণা করে দিয়েছে। এই দলে তারকা স্পিনিং অলরাউন্ডার স্নেহ রানাকে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাঁকে ২৭ মাস পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলতে দেখা যাবে। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিংয়ের জন্য সম্প্রতি পুরস্কৃত হয়েছেন স্নেহ রানা। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে টিম ইন্ডিয়ার হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট জিতেছে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টের পর, ভারতীয় দল এখন সরাসরি ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই সিরিজটি ২৮ জুন থেকে শুরু হবে, যখন দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১২ জুলাই পর্যন্ত চলবে। এর পর, ১৬ জুলাই থেকে ওডিআই সিরিজ শুরু হবে, যেখানে ৩টি ওডিআই ম্যাচ খেলা হবে। এই ওয়ানডে সিরিজটি গুরুত্বপূর্ণ, কারণ সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে হরমনদের জন্য এটি বড় প্রস্তুতির মঞ্চ।

ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড-
ওডিআই টিম: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা, প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা, স্নেহ রানা, শ্রী চরণি, শুচি উপাধ্যায়, অমনজোৎ কৌর, অরুন্ধতি রেড্ডি, ক্রান্তি গাউড, সায়ালি সাতঘরে।

টি-টোয়েন্টি স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, হারলিন দেওল, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, স্নেহ রানা, শ্রী চরণি, শুচি উপাধ্যায়, অমনজ্যোৎ কৌর, অরুন্ধতি রেড্ডি, ক্রান্তি গাউড, সায়ালি সাতঘরে।

এদিকে কোচ গৌতম গম্ভীরের সিনিয়র পুরুষ ভারতীয় দলে মহম্মদ শামির ফিটনেস নিয়েও বিস্তর প্রশ্ন। অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে এই প্রজন্মের তারকা শুভমান গিলকে। তরুণ অধিনায়ক। কোচ গম্ভীরও চাইছেন এবার তারুণ্যে জোর দিতে। স্বাভাবিকভাবেই ইংল্যান্ড সফরে একঝাঁক তরুণ ক্রিকেটারকে সুযোগ দিতে পারে বিসিসিআই। ইংল্যান্ড সফরের সম্ভাব্য ভারতীয় দল।

শুভমান গিল: রোহিত পরবর্তী জমানায় তিনিই সম্ভাব্য অধিনায়ক। ইংল্যান্ড সফরে অনভিজ্ঞ দলের নেতৃত্বে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে ৩ বা ৪ নম্বরে খেলতে পারেন।

যশস্বী জয়সওয়াল: ওপেনার হিসাবে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা। গিলের পাশে যাকে আগামী দিনের মহাতারকা জয়সওয়াল।

কেএল রাহুল: বিরাট-রোহিতহীন ব্যাটিং বিভাগের সবচেয়ে অভিজ্ঞ এবং নির্ভরশীল মুখ। অতীতে ইংল্যান্ডে সফল। ওপেনার হিসাবে অথবা চার নম্বরে ব্যাট করানো বতে পারে।

সাই সুদর্শন/করুণ নায়ার: দুজনেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে। টেকনিকের দিক থেকে দুজনেই প্রথম সারির। ইংল্যান্ডের বিমানে দুজনেরই ওঠার সম্ভাবনা। অন্তত যে কোনও একজন সুযোগ পাবেন। করুণ নায়ারের পক্ষে ফ্যাক্টর অভিজ্ঞতা। সাই সুদর্শনের পক্ষে অধিনায়ক গিলের ভোট।

শ্রেয়স আইয়ার: বেশ কিছুদিন টেস্ট দলের বাইরে থাকলেও জাতীয় দলের জার্সিতে রেকর্ড ভালো ও সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। বিরাটের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা।

ঋষভ পন্থ: ভারতীয় টেস্ট দলের অন্যতম সেরা তারকা। পাঁচ বা ছ’নম্বরে খেলবেন। ইদানিং ফর্ম ভালো নেই ঋষভের। ইংল্যান্ডে তাঁকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।

ধ্রুব জুরেল: পন্থের বিকল্প উইকেটরক্ষক হিসাবে অন্যদের থেকে এগিয়ে ধ্রুব জুরেলই।

রবীন্দ্র জাদেজা: গিলের তরুণ দলে সবচেয়ে প্রবীণ সদস্য। ইংল্যান্ডে একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে খেলার সম্ভাবনা বেশি। লড়তে হবে অক্ষর প্যাটেলের সঙ্গে।

অক্ষর প্যাটেল: দুর্দান্ত ফর্মে। অশ্বিনের অবসরের পর টেস্ট দলে ঢোকার সম্ভাবনা বেশি। প্রথম একাদশে ঢুকতে তাঁকে লড়তে হবে জাদেজার বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles