টেনিস তারকা লিয়েন্ডার পেজ। ভুষিত হলেন পি সি চন্দ্র পুরস্কারে। ২০২৫ পি সি চন্দ্র পুরস্কারে সম্মানিত করা হল কিংবদন্তি টেনিস তারকাকে। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে খ্যাতনামা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে ৩২ তম পি সি চন্দ্র পুরস্কার ২০২৫ দিয়ে সম্মানিত করা হল। পি সি চন্দ্র গ্রুপ-এর উদ্যোগে প্রবর্তিত সম্মাননা বিভিন্ন ক্ষেত্রের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি। প্রতিষ্ঠাতা পূর্ণ চন্দ্র চন্দ্রের দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে সম্মান। পুরস্কারের সঙ্গে ২০ লক্ষ টাকার করমুক্ত সম্মান প্রদান। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠাতার জন্মদিনে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। ১৯৯৩ সালে সূচিত হওয়ার পর থেকে পি সি চন্দ্র পুরস্কারে পুরস্কারে ভূষিত হয়েছেন বহু ব্যক্তিত্ব। গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী, প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে, ডাঃ দেবী শেঠি, বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব, উস্তাদ আমজাদ আলি খান, মেরি কম, বিজ্ঞানী সোমনাথ এস প্রমুখ।চলতি বছরে পুরস্কারপ্রাপ্ত লিয়েন্ডার পেজ আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় টেনিসের উজ্জ্বল নক্ষত্র। লিয়েন্ডারের ঝুলিতে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ও একটি অলিম্পিকে ব্রোঞ্জ পদক। ক্রীড়াক্ষেত্রে নিরবচ্ছিন্ন উৎকর্ষ সাধন এই পুরস্কারের মূল ভাবনা প্রতিফলিত করে।

অনুষ্ঠানে পি সি চন্দ্র জুয়েলার্স-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী উদয় কুমার চন্দ্র বলেন, খেলাধুলায় লিয়েন্ডার পেজের তুলনাহীন অবদানের জন্য তাঁকে সম্মান করতে পারা আমাদের কাছে গর্বের বিষয়। পি সি চন্দ্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী সুবীরানন্দজি, পি সি চন্দ্র গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার চন্দ্র, ম্যানেজিং ডিরেক্টর উদয় কুমার চন্দ্র, এবং চন্দ্র’স গ্রিন প্রোজেক্টস লিমিটেড-এর ডিরেক্টর শ্রী অভিজিৎ লাহা সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বলিউডের বাদশা গায়ক অভিজিৎ ভট্টাচার্য্য ও ছেলে জয়ের সঙ্গীতানুষ্ঠান।