মজার মানুষ মাহি। মজা করতেই পছন্দ করেন। আচমকা ধোনির প্রশ্ন, ‘কোনও ম্যাচ বাদ যায়নি তো?’ সিএবি-র বিশেষ উপহার পেয়ে ইডেনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন মহেন্দ্র সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শেষে ধোনির জন্য বিশেষ একটি উপহারের ব্যবস্থা করেছিল সিএবি। ম্যাচ শেষে মাঠের ধারে ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা সহ অনেক সিএবি কর্তারা। সিএবি প্রেসিডেন্ট হাতে একটি উপহারের বাক্স। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরই মহেন্দ্র সিংহ ধোনির হাতে স্নেহাশিস তুলে দিলেন স্মারক। কৌতূহলী ধোনি সেটি খুলে দেখেই বেশ আপ্লুত। সিএবি কর্তাদের সঙ্গে কথাও বললেন উপহার প্রসঙ্গে।

অভিনব উপহার পেয়ে দারুন খুশি ধোনি মজা করে প্রশ্নও করে বসেন। কলকাতার সঙ্গে এমনকি বাংলার সঙ্গে ধোনির সম্পর্ক দীর্ঘ দিনের। একদা ভারতীয় রেলে চাকরির সূত্রে অনেক বছর কাটিয়েছেন খড়্গপুরে। ইডেনে খেলেছেন অসংখ্য ম্যাচ। ময়দানের অন্যান্য মাঠেও অঙ্গাঙ্গিভাবে ক্রিকেটের সঙ্গে মেতে ছিলেন। সিএবি আয়োজিত পি সেন ট্রফি খেলেছেন শ্যামবাজার ক্লাবের হয়ে। ধোনি নিজেও জানান কলকাতা কানেকশনের কথা। ধোনি বলেন, ‘আমি শুধু ইডেনেই যে অনেক ম্যাচ খেলেছি তা নয়, কলকাতার অন্যান্য মাঠেও খেলেছি। এই শহরে এত ভালাবাসা পাই, এত সমর্থন দেখে ভাল লাগে।’

আইপিএলের ম্যাচ খেলতে কলকাতায় উপস্থিত ধোনি। সিএবির দেওয়া বিশেষ উপহার। ব্যবস্থা করেছিল ধোনিকে দেওয়া হল একটি স্মারক। কাঠের বাক্সের মধ্যে ইডেনে হওয়া সব আন্তর্জাতিক ম্যাচের তথ্য। ১৯৩৪ সাল থেকে শুরু করে ইডেনে অনুষ্ঠিত হওয়া সবকটি ম্যাচের নথি রয়েছে। দেখে ধোনিও বেশ চমৎকৃত ও আপ্লুত। শিশুসুলভ সারল্যে জিজ্ঞেস করেন, ‘কোনও ম্যাচ বাদ যায়নি তো?’ কিংবদন্তি ধোনি কলকাতার জামাইও। ধোনির স্ত্রী সাক্ষী সিংহ রাজপুতের বাপের বাড়ি কলকাতার নিউ আলিপুরে। ধোনির একাধিক বং কানেকশন কলকাতা শহরেই বুধবার শেষ ওভারে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন। ধোনি জোরাল ধাক্কা দিয়েছেন কেকেআরের প্লে অফে ওঠার স্বপ্নকে। চেন্নাই সুপার কিংসের কাছে হারে কেকেআর। অজিঙ্ক রাহানেদের প্লে অফে ওঠার স্বপ্ন জটিল অঙ্কের সমীকরণের জটাজালে।

২০২৫ আইপিএলই ধোনির শেষ আইপিএল? কেকেআরের বিরুদ্ধে ম্যাচ জেতার পর ধোনি বলেন, ‘আমার বয়স এখন ৪৩ এবং আমি বহুদিন ধরে ক্রিকেট খেলছি। দর্শকরা তো সব জায়গায়ই আমায় ভালবাসা দেন, সমর্থন করেন। ওঁরা জানেন না যে, এটাই আমার শেষ বছর হতে চলেছে কি না। আমি তো বছরে দু’মাস খেলি, সেটা অস্বীকার করার জায়গা নেই। আইপিএল শেষ হওয়ার পর আমায় পরবর্তী ছয় থেকে আট মাস কসরত করতে হবে। দেখতে হবে যে, আমার শরীর এই ধকল নিতে পারছে কি না। এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’

ইডেন গার্ডেন্সে বিশেষ স্মারক দিয়ে এমএস ধোনিকে সম্মান সিএবির। ক্রিকেটে অসাধারণ কৃতিত্ব এবং অগাধ অবদানের জন্য ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে বিশেষভাবে সম্মান জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ সিএবি। ধোনির কেরিয়ার ও ইডেন গার্ডেন্সের ঐতিহাসিক গুরুত্বকে একত্রে স্মরণ করার একটি দুর্লভ নিদর্শন হিসাবে বিশেষ স্মারক উপহার দিল বঙ্গ ক্রিকেট সংস্থা।