আশঙ্কায় সাফ অ্যাথলেটিক্স। ভিসা পাবেন না পাক অ্যাথলিটরা? আবার পিছিয়ে গেল সাফ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আয়োজিত হওয়ার কথা রাঁচির বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে। দ্বিতীয়বার প্রতিযোগিতা পিছিয়ে গেল। ৩-৫ মে সাফ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটানের পাশাপাশি পাকিস্তানের অ্যাথলিটদের অংশগ্রহনের কথা। পাকিস্তানের তরফে ৪৩ জন ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছিল। প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী আর্শাদ নাদিমের নামও ছিল। পাক অ্যাথলিটদের কাউকেই ভিসা দেয়নি নয়াদিল্লি। পহেলগাঁও হামলার পর আদৌ পাকিস্তানি অ্যাথলিটরা ভিসা পাবেন কিনা সেটা নিয়ে বড়সড় সংশয়। যে ভিসায় ক্রীড়াবিদেরা ভারতে এসে খেলার সুযোগ পাওয়ার কথা ‘এসভিইএস’ ভিসা বুধবারই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাক অ্যাথলিটদের ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। বাধ্য হয়েই আয়োজকরা সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের কোনও নাগরিককে কোনওরকম ভিসাই দেবে না নয়াদিল্লি। পরিস্থিতিতে টুর্নামেন্টের ভবিষ্যৎই প্রশ্নের মুখে।
জেএসডব্লিউ স্পোর্টসের সহযোগিতায় ২৪ মে শুরু নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য নীরজ আমন্ত্রণ জানিয়েছিলেন প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে। পহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাসী হামলার পরিস্থিতিতে নীরজকে ভারতে আসার ব্যাপারে সরাসরি ‘না’ বলেছেন নাদিম। পহেলগাঁওকাণ্ডের জেরেই ভারতে আসার ব্যাপারে পিছপা নাদিম। নাদিম কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন, তাঁর ব্যস্ত সময়সূচিকে। যা আগে থেকেই নির্ধারিত থাকায় ভারতে আসতে পারবেন না। আমন্ত্রণ জানানোর জন্য নীরজকে ধন্যবাদও জানিয়েছেন। নাদিম বলছেন, “২৪ মে শুরু হবে নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্ট। ২২ মে আমি কোরিয়া যাব, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে।” দক্ষিণ কোরিয়ার গুমিতে ২৭-৩১ মে আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ। পহেলগাঁওয়ে জঙ্গিহানার পরেই সন্ত্রাসী হামলার কারণে পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত সরকার। ইচ্ছা থাকলেও ভারতে আসতে পারবেন না।
বেঙ্গালুরুতে শুরু হতে চলা নীরজ চোপড়া ক্লাসিকে গ্রানাডার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সও থাকতে পারেন। অলিম্পিকে ব্রোঞ্জ পদকও রয়েছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নের নামে। অংশ নিতে পারেন রোহিত যাদবের মতো জ্যাভলারও। প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন থমাস রোহলারও এই ইভেন্টে অংশ নেবেন। থাকবেন অলিম্পিক পদকজয়ী, প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইউলিয়াস ইয়েগোও, আমেরিকান জ্যাভলার কার্টিস থম্পসনও।
পহেলগাঁও হামলার জেহাদি কার্যকলাপের আশঙ্কার নিশানায় টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার হেড কোচকে খুনের হুমকি ‘আইসিস কাশ্মীর’ নামের সংগঠনের। দিল্লি পুলিশের দ্বারস্থ গম্ভীর।
টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনারের দাবি, আইসিস কাশ্মীর নামের এক সংগঠনের তরফে ইমেল পাঠিয়ে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ২২ এপ্রিল দুটি ইমেলেই লেখা ‘আই কিল ইউ।’ অর্থাৎ আমি তোমাকে হত্যা করব। ইমেলের কপি দিল্লি পুলিশের কাছে জমা দিয়েছেন গম্ভীর। পুলিশের কাছে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভারতীয় দলের হেডকোচ। দিল্লি পুলিশ এই হুমকি মেলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশ মনে করছে, ভারতীয় দলের হেডকোচ হওয়ার পাশাপাশি গম্ভীর প্রাক্তন বিজেপি সাংসদ এবং বর্তমানে বিজেপির সদস্য। ফলে সন্ত্রাসবাদীদের ‘হিটলিস্টে’ তাঁর নাম থাকা অস্বাভাবিক নয়। আগেও বার কয়েক খুনের হুমকি পেয়েছেন। প্রতিবারই হুমকি মেইল এসেছে এই সংগঠনের তরফে। ২০২১ সাল থেকে এই নিয়ে পাঁচবার হুমকি মেল পেলেন। জেহাদি সংগঠনের তরফে প্রথমবার হুমকি পাওয়ার পরই দিল্লির পুলিশের দ্বারস্থ। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের ইসলামিক স্টেটের একটি শাখা সংগঠন আইএস কাশ্মীর৷ জম্মু ও কাশ্মীর, কেরল, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে সক্রিয় ইসলামিক স্টেট।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আক্রমণ সে দেশেরই প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। দাবি, শরিফের জন্যই পাকিস্তানে এত বাড়াবাড়ি হয়েছে জঙ্গিদের। পাকিস্তানের প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া সরব সন্ত্রাসবাদের বিরুদ্ধে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও একহাত নিয়েছেন দানিশ। মোদির মন্তব্যের ভিডিও পোস্ট করে লেখেন, ‘ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন মোদি। এরজন্য কৃতজ্ঞতা। ভাষাটা ইংরেজি হওয়ায় গোটা বিশ্বের কাছে তাঁর বার্তা স্পষ্টভাবে পৌঁছবে। গাজার মতো দক্ষিণ এশিয়াতেও যেন সন্ত্রাসবাদ নির্মূল হয়। এটাই হয়তো তাঁর শুরুয়াত।’ দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদ নির্মূল হবে নরেন্দ্র মোদির হাত ধরে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একহাত নিয়ে দানিশ লেখেন, ‘পহেলগাঁওয়ের ঘটনার পর দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে? কারণটা তোমরা জানো। জঙ্গিদের তোমরা আশ্রয় দাও। তোমাদের জন্য লজ্জা হয়। পহেলগাঁওয়ের ঘটনায় কোনও ভূমিকা না থাকলে কেন শোকপ্রকাশ করছে না পাক সরকার ও পাক প্রধানমন্ত্রী? পহেলগাঁওয়ে ফের বর্বর হামলা। বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক কিংবা কাশ্মীর। একই মানসিকতা নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। কিন্তু যাঁরা ধর্মনিরপেক্ষ এবং বিচারব্যবস্থায় আস্থা রাখেন, কাপুরুষ হামলাকারীদের নিপীড়িত সংখ্যালঘু বলে মনে করেন। যাঁদের পরিবার এই হামলায় ক্ষতিগ্রস্ত, তাঁরা যেন ন্যায়বিচার পায়।” বিহারের মধুবনি থেকে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস যারা দেখিয়েছে, তারা ছাড় পাবে না। পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাক, তাদের খুঁজে বের করে মারবে ভারত।” সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতাদের অস্তিত্ব গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর কথায়, “এই হামলা শুধু ওই পর্যটকদের উপর হামলা নয়। ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস দেখিয়েছে জঙ্গিরা। এমন শাস্তি দেব যে ওরা কল্পনাও করতে পারবে না।” অনিল দলপতের পরে কানোরিয়া পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটার। ৬১টি টেস্ট খেলা এই ক্রিকেটার আগেও পাকিস্তানের ক্রিকেট নিয়ে অভিযোগ “পাকিস্তানে আমাদের আলাদা চোখে দেখা হত। আমার কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছিল। কখনও আমাকে সম্মান দেওয়া হয়নি। আলাদা ভাবে দেখা হত বলেই এখন আমি আমেরিকায় থাকি। পাকিস্তান বরাবর সন্ত্রাসের শিকার। পাকিস্তানের এমন নেতা দরকার, যিনি শান্তির দূত হতে পারেন। জঙ্গিদের আশ্রয় দেওয়া কোনও নেতা তিনি চান না।”
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক চাপ ক্রীড়াক্ষেত্রে। পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দিল ভারতের জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। এখন থেকে ভারতে আর দেখা যাবে না পাকিস্তান সুপার লিগ। ফ্যানকোড ইতিমধ্যেই অ্যাপ এবং ওয়েবসাইট থেকে পিএসএলের সমস্ত লাইভ ম্যাচ, হাইলাইটস ও সমস্ত ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলেছে। পিএসএলের হাইলাইটস বা ভিডিও কনটেন্ট দেখতে গেলে ‘403 Forbidden’ বার্তা দেখাচ্ছে ফ্যানকোডে। ফ্যানকোড বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই সিদ্ধান্ত ভারতের নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। অন্যদিকে, পহেলগাঁওয়ের ঘটনার পর আইপিএল ম্যাচে ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলায় অংশ নেন। ম্যাচ শুরুর আগে দু’দলের ক্রিকেটাররা এক মিনিটের নীরবতা পালন করেন। পহেলগাঁও হামলায় নিহতদের স্মরণেই বিশেষ উদ্যোগ নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে।
এশিয়া কাপেও বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ? আইসিসির প্রতিযোগিতা নয়, এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ স্টেজে খেলতে চায় না ভারত। বিসিসিআইয়ের তরফে ঘটনার নিন্দা। সিদ্ধান্ত নেওয়া হয় আইসিসির কোনও প্রতিযোগিতায় আর পাকিস্তানের সঙ্গে গ্রুপ স্টেজে খেলার। বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসির কাছে জানানো হবে যাতে আইসিসি প্রতিযোগিতাতেও আর পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে ভারতকে রাখা না হয়। দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তান উত্তপ্ত সম্পর্কের জেরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। আইসিসির প্রতিযোগিতায় গ্রুপ স্টেজেই দুই দলকে রাখা হয়, সম্প্রচারকারী সংস্থার ব্যবসায়ে কিছুটা উন্নতির জন্য। কিন্তু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিদের নৃশংস হত্যালিলা চালানোর পর আর আইসিসি বা এসিসির প্রতিযোগিতাতেও পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ স্টেজে খেলতে চাইছে না ভারত।
সেপ্টেম্বরে ভারতে মহিলা একদিনের বিশ্বকাপের আসর। পাকিস্তানও আটটি দলের মধ্যে কোয়ালিফাই করেছে। ভারত-পাক ম্যাচ নিউট্রাল ভেনুতে হওয়ার কথা থাকলেও বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসির কাছে অনুরোধ করা হবে যাবে দুই দেশকে একই গ্রুপে না রাখা হয়। ভারত-পাকিস্তান ছাড়া ৬ দল একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন ফরম্যাটে মহিলা বিশ্বকাপের ম্যাচ খেলবে। এশিয়া কাপে গ্রুপ স্টেজে ভারত এবং পাকিস্তানকে একসঙ্গে না রেখে এশিয়া কাপ নিয়েও বিসিসিআই চিঠি দেবে এসিসিকে? ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপের আসর। সেপ্টেম্বরেই এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা ভারতের তরফে। শ্রীলঙ্কা বা দুবাইতে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যেতে পারে ভারত। ওয়েবসাইটে দাবি করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের মিডিয়া রাইটস অর্থাৎ সম্প্রচার সত্ত্ব ১৭০ মিলিয়ন ডলারের বিনিময় চারটি সংস্করণের জন্য বিক্রি করেছে। সেখানে বেসরকারিভাবেই সিদ্ধান্ত, প্রতি এশিয়া কাপেই কমপক্ষে দুটি করে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। ফাইনালে দুই দল উঠলে তৃতীয়বার এই প্রতিযোগিতায় ভারত-পাক মুখোমুখি হবে। ২০২৫ সালের এশিয়া কাপের মিডিয়া রাইটসের দাম প্রায় ৩৮ মিলিয়ন ডলার। এবছরের এশিয়া কাপের সূচি মে মাসের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল দুই দেশের মধ্যে সম্পর্ক এবং উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় দেখার পরই এসিসি এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
প্রতিবাদের ভাষা। অরিজিৎ সিং কলকাতার আরজি কর-কাণ্ডের সময়ে গান বেঁধেছিলেন। আন্দোলনকারীরা খুঁজে পেয়েছিলেন প্রতিবাদের ভাষা। পহেলগাঁও কাণ্ড নিয়ে প্রতিক্রিয়ায় অরিজিৎ? প্রতিবাদ জানালেন শিল্পী।২৭ এপ্রিল এমনই এক অনুষ্ঠান ছিল চেন্নাই শহরে। অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেন অরিজিৎ। পহেলগাঁও কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত। অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা। আয়োজকদের বিবৃতি, “একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭ এপ্রিল, অর্থাৎ রবিবার চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।” অনুষ্ঠানের টিকিট কাটা দর্শকদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয় আয়োজকদের তরফ থেকে। দর্শকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। ভূস্বর্গ পরিণত মৃত্যু উপত্যকায়। নিরীহ পর্যটকদের উপর হামলা। ঘটনার নিন্দায় সরব বলিউডের বহু তারকা। সরব অরিজিৎ সিং।