Sunday, May 25, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

সিন্ধু জল চুক্তি স্থগিত, কড়া পদক্ষেপ ভারতের!‌ রক্তাক্ত উপত্যকা!‌ পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল মোদী সরকার

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। স্থগিত সিন্ধু জলচুক্তি। মৃত্যু মিছিল। রক্তাক্ত উপত্যকা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। পরিস্থিতি ভয়াবহ। উচ্চ পর্যায়ের বৈঠক। দেশের জরুরী ভিত্তিতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে হাজির দেশের প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় দু’ ঘণ্টার বেশি বৈঠক। পহেলগাঁও হামলার পরের দিনেই একগুচ্ছ কড়া পদক্ষেপ। ভারত সরকারের কড়া বার্তা। বিদেশ মন্ত্রক ভারত-পাকিস্থান সিন্ধু চুক্তি স্থগিতাদেশ। ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত বহাল থাকবে সিদ্ধান্ত। বন্ধ আটারী সীমান্ত। ওই সীমান্ত পথে এদেশে প্রবেশকারীদের প্রত্যেককে ফিরে যাওয়ার শেষ তারিখ ১ মে। পাকিস্তানিদের সার্ক এসএএআরসি ভিসা বাতিল। এসপিইএস ভিসার আওতায় ভারতে অবস্থানকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। বিদেশ সচিব জানান, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের সামরিক, নৌ এবং বিমান উপদেষ্টাদের অবঞ্ছিত হিসেবে ঘোষণা। প্রত্যেককে ভারত ছাড়ার জন্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে নিজস্ব প্রতিরক্ষা, নৌ, বিমান উপদেষ্টাদের ফিরিয়ে নেবে ভারত। দু’ দেশের হাইকমিশনের আধিকারিক সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় অন্তত ২৬ জন নিরস্ত্র সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বেশিরভাগই পর্যটক। ঘটনার দায়স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-ত্যায়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা চার জঙ্গির ছবি প্রকাশ করেছে। আদিল গুরু, আসিফ ফৌজি, সুলেমান শাহ ও আবু তালহা। হাতে ছিল তিনটি একে-৪৭ রাইফেল এবং একটি এম ৪ রাইফেল। পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে জড়িত এবং অন্তত দুইজন বিদেশি নাগরিক। নিরাপত্তা সংস্থাগুলি হামলাকারীদের সন্ধানে ব্যাপক অভিযান শুরু করেছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমিত শাহ বলেন, “ভারত সন্ত্রাসের সামনে মাথা নত করবে না। এই কাপুরুষোচিত হামলার অপরাধীরা ছাড় পাবে না।”প্রাণ নিয়ে ফেরা পর্যটকদের বক্তব্য, সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞেস করে পুরুষদের গুলি করে হত্যা করে। নিহতদের দেহ ইতিমধ্যেই তাঁদের নিজ নিজ রাজ্যে পাঠানোর প্রক্রিয়া শুরু। পর্যটকদের সহায়তার জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান সংস্থাগুলিকে ভাড়ার উপর নিয়ন্ত্রণ রাখতে অনুরোধ করেছে। দিল্লি, মুম্বই-সহ দেশের বড় বড় শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সর্বত্র তৎপর।

সার্ক ভিসা বাতিল। সাউথ এশিয়ান অ্যাসোশিয়েশন ফর রিজিওন্যাল কোঅপারেশন বাংলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। অন্তর্ভূক্ত দেশগুলির মধ্যে সহজে ভ্রমণের জন্য বিশেষ ভিসা হল সার্ক ভিসা। সদস্য দেশগুলির নিজেদের মধ্যে যাতায়াত-সহ অন্যান্য বিষয় সহজের লক্ষ্যে এই ভিসা। মূল লক্ষ্য ব্যবসা-বাণিজ্য। সার্ক-এর সদস্য দেশ হল বাংলাদেশ, ভুটান, ভারত, মলদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। সার্ক-ভিসা থাকলে, এই কয়েকটি দেশের বাসিন্দাদের, এই দেশগুলি ভ্রমণে প্রতিবার আলাদা করে ভিসার প্রয়োজন পড়ে না। পাকিস্তানিদের জন্য সমস্ত রকম সার্ক ভিসা বাতল করল ভারত। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার জেরে চালু হল হেল্পলাইন নম্বর। শ্রীনগরের জন্য এই নম্বর হল ০১৯৪২৪৫৭৫৪৩ এবং ০১৯৪২৪৮৩৬৫১। এডিসি শ্রীনগরের সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা ৭০০৬০৫৮৬২৩ এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles