Saturday, April 19, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ক্রিকেটার জাহির আর অভিনেত্রী সাগরিকার প্রেমের গল্প! হকি খেলোয়াড়ের প্রেমে হাবুডুবু ছিলেন বিশ্বকাপ জয়ী জোরে বোলার

জাহির খান আর সাগরিকা ঘাটগের বিয়ে ২০১৭ সালের নভেম্বরে। ঠিক এক বছর আগে জাহিরকে পরিবারের সঙ্গে সাক্ষাত করান অভিনেত্রী সাগরিকা। ভালবাসার মানুষটির সঙ্গে বিয়ের সম্পর্কে বাঁধা। পাত্র-পাত্রী দুজনেই স্বনির্ভর। খ্যাতনামী। তারকাও। আইপিএল দল লখনউ সুপার জায়ান্টের মেন্টর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান। স্ত্রী ‘চাক দে! ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী তথা প্রাক্তন জাতীয় স্তরের ফিল্ড হকি খেলোয়াড় সাগরিকা ঘাটগে। বিয়ের আট বছর পরে সদ্য পুত্রসন্তানের জন্ম জাহির দম্পতির।

২০১৭ সালের নভেম্বরে বিয়ে জাহির আর সাগরিকার। ভারতীয় জাতীয় ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট অবসর নেওয়া হয়ে গেছে জাহিরের। ২০১৫ সালে ক্রিকেটকে বিদায় জানান জাহির। আইপিএল খেলছিলেন পুরোদমে। ২০১৬ সালের শেষ দিকে প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং, নিজের বিয়েতে বন্ধু জাহিরকে আমন্ত্রণ জানান। সাগরিকা এবং জহির ২০১৬ সালে যুবরাজ সিং এবং হ্যাজেল কিচ সিংয়ের বিয়েতে তাদের সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন। জাহিরের প্রেমিকা হিসাবে সাগরিকাও আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানে যাওয়ার আগে প্রেমের সম্পর্কের কথা বাড়িতে জানানোর সিদ্ধান্ত সাগরিকার। কারণ যুবরাজের বিয়েতে দু’জনকে একসঙ্গে দেখা গেলে লোক জানাজানি হবে। সাগরির বাবা জাহিরের ব্যাপারে খোঁজখবর নেন ইতিমধ্যেই। ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় দূর সম্পর্কের কাকা সাগরিকার।

অংশুমান গায়কোয়াড়কেই মেসেজ করে জাহিরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিলেন সাগরিকার বাবা। অভিনেত্রী সাগরিকা বলছেন, ‘‘অংশুমান কাকা আবার পাল্টা জাহিরকে মেসেজ করে লেখেন, ‘তুমি আমার ভাইঝির সঙ্গে বন্ধুত্ব করতে চাও জানতাম না তো!’ দেখে ও একটু ঘাবড়েই গিয়েছিল। আমার মনে আছে, মেসেজটা দেখিয়ে জাহির আমাকে বলেছিল, ‘আমি এর জবাব দিচ্ছি না।’ আমিও বলেছিলাম, দিতে হবে না।’’ জাহিরের পরিবার এবং জাহিরের সম্পর্কে জেনে সাগরিকার বাবা সন্তুষ্টই হয়েছিলেন। অভিনেত্রী বলেছেন, ‘‘বাবা সব খোঁজখবর করে পরে বলেছিলেন, ‘ওহ, জাহির তো সবচেয়ে শান্ত এবং ভদ্র স্বভাবের ক্রিকেটারদের এক জন’। ব্যাপারটা প্রথমে অদ্ভুত লাগলেও পরে মনে হয়েছিল, বাবা তাঁর দায়িত্ব পালন করেছেন এবং ঠিকই করেছেন।’’

ক্রিকেট মাঠে একঝাঁক সাফল্য। ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছেন। বিশ্বজয়ের চেয়েও বড় অনুভূতি কী হতে পারে একজন ক্রিকেটারের কাছে? লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তথা দেশের কিংবদন্তি পেসার জাহির খানের জীবনে এমনই সুন্দর মুহূর্ত। ৪৬ বছরে বাবা হয়েছেন জাহির খান। ওয়ান ডে ফরম্যাটে ভারত শেষ বার বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। ঘরের মাঠে সেই বিশ্বকাপ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জাহির খান। ক্রিকেট কেরিয়ারে নানা মজার মুহূর্তও তাঁর জীবনে। এক মহিলা ক্রিকেট ফ্যান প্ল্যাকার্ড হাতে গ্যালারিতে ছিলেন, টেলিভিশন ক্যামেরায় দেখা যায় প্ল্যাকার্ডে লেখা ছিল, জাহির আই লাভ ইউ। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর এ বার টিমের সঙ্গে যোগ দেওয়ার পরও জাহিরকে এমনই প্ল্যাকার্ডে স্বাগত জানান এক মহিলা ফ্যান। ঠিক যেন ২০ বছর আগের সেই মুহূর্ত নতুন করে ফিরে আসে। জাহির অবশ্য মন দিয়েছিলেন বলিউড তারকা সাগরিকা ঘাটগেকে। তাঁদের কোল আলো করে পুত্রসন্তানের আবির্ভাব।

‘চক দে ইন্ডিয়া’ সিনেমায় সাগরিকা শাহরুখ খানের ‘ছাত্রী’ সাগরিকা। ২০১৭ সালে বলি অভিনেত্রীর সঙ্গে বিয়ে হয় জাহিরের। বিয়ের ৮ বছর পর পিতৃত্বের স্বাদ। খুশি জাহির খান। প্রথম সন্তান পুত্রসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে। আইপিএলের মাঝেই খুশির খবর লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের পরিবারে। জাহির ও সাগরিকা পুত্রের নাম রেখেছেন ফতেহ্‌সিন, অর্থাৎ জয়ী সিংহ। জাহির ও সাগরিকার পুত্রসন্তানের নামের ক্ষেত্রে বিশেষত্ব আছে। ওনলি মাই হেলথের রিপোর্ট অনুযায়ী, ফতেহসিং নামটা দুটি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে। ‘ফতেহ’ এবং ‘সিং’। হিন্দি ও উর্দুতে ‘ফতেহ’-র অর্থ হল বিজয়। আর ‘সিং’-র অর্থ হল সিংহ। অর্থাৎ ‘ফতেহসিং’-র অর্থ হল ‘জয়ী সিংহ’। যে নামটা সাধারণত উত্তর ভারতের মানুষ দিয়ে থাকেন বলে বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে। সমাজমাধ্যমেই সে কথা জানিয়েছিলেন সাগরিকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির এবং সদ্যোজাত সন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ‘চক দে ইন্ডিয়া’-র অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে আমরা আমাদের প্রিয় ছোট্ট শিশু, ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।’ পোস্টের পরে ক্রিকেট ও বিনোদন জগতের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। সদ্যোজাতের জন্যও অনেক ভালবাসার বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles