Saturday, April 19, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

১০ বছর পর আবার চন্দননগরে ‘‌দাদা’‌ !‌ আলোর শহরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ-‌স্নেহাশীষ

আলোর শহর। আবার মিষ্টিরও শহর। সেই শহরেই ‘‌দাদা’‌। প্রায় দশ বছর পর। বাংলার মহারাজের উপস্থিতি চন্দননগরে। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও বর্তমান সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলী। দুজনেরই সপ্রতিভ উপস্থিতি। মেয়র একাদশ বনাম সিএবি প্রেসিডেন্ট একাদশ। এক প্রীতি ম্যাচের আয়োজন হুগলিতেই। ঝড় জলের কারণে ভেস্তে গেল আয়োজন। প্রীতি ম্যাচ দেখা হল না। পুরস্কার বিতরণ করে কলকাতা ফিরে গেলেন মহারাজ। বৃহস্পতিতে ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলী।

চন্দননগর কুঠির মাঠে আয়োজিত সুপ্রিম কাপ অনূর্ধ্ব-১৩ ট্যালেন্ট হান্ট ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। চন্দননগরে হাজির প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দারুন খুশির মেজাজে ছিলেন। সঙ্গে থাকা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য ক্রিকেট প্রশাসনের বর্তমান ও প্রাক্তন কর্তারাও আপ্লুত। চন্দননগরকে বলা হয় আলোর শহর। আবার মিষ্টিরও শহর।

এই শহরে বিশেষ অতিথি এলেই উপহারের তালিকায় থাকে মিষ্টি। ব্যতিক্রম হল না সৌরভ-স্নেহাশিসের ক্ষেত্রেও। স্মারক নিবেদন করার পাশাপাশি মহারাজকে দেওয়া হলো চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ। ১০ বছর পর আবার চন্দননগরে পা রাখলেন বাংলার মহারাজ সৌরভ। প্রিন্স অব ক্যালকাটার উপস্থিতি ঘিরে উন্মাদনা ছিল চরমে। সৌরভ মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই শুরু হল প্রবল বৃষ্টি। ফলে অনুষ্ঠানের সুরের তাল কাটল। বক্তব্যও রাখতে পারলেন না দাদা। প্রবল বৃষ্টিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পূর্ণ হল না। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠান মাঝপথেই পণ্ড। উপস্থিত ছিলেন হুগলি জেলার মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ডেপুটি কমিশনার চন্দননগর অলোকনন্দা ভাওয়াল, সুপ্রিম নলেজ ফাউন্ডেশানের কর্নধার বিজয় গুহ মল্লিক সহ বিশিষ্টজনেরা।

আইপিএলে সাত ম্যাচ খেলে কেকেআরের তিনটিতে জয় ও চারটি ম্যাচে হার। নাইট ব্রিগেডের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। সংগ্রহে ৭ ম্যাচে ছয় পয়েন্ট। ৬ নম্বরে কেকেআর। বাকি আরও সাত ম্যাচ। কেকেআর গতবারের চ্যাম্পিয়ন দল। প্রথম ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে পরাজয় দিয়ে এবারের আইপিএল যাত্রা শুরু অজিঙ্ক রাহানের কেকেআরের। প্রত্যাশামতো পারফরম্যান্স দেয়নি কেকেআর। ঘরের মাঠে তিনটি খেলার মধ্যে দুটিতেই হার। সোমবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে রাহানে ব্রিগেড। কেকেআরের পারফরম্যান্স বিশ্লেষণে প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, কেকেআর দল এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স করেছে। কয়েকটি ম্যাচ হারলেও দল হিসাবে কেকেআর খুবই ভালো দল। আরও ভালো খেলতে হবে।

চলতি আইপিএলের এখনও পর্যন্ত আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচই ভালো হয়েছে। ইডেন গার্ডেন্সের লখনউ বনাম কেকেআরের ম্যাচটা দুর্দান্ত। দর্শকরা দরুনভাবে উপভোগ করেছে। মানুষ টি২০-তে এই ধরনের খেলা দেখতেই মাঠে আসে। ইডেনে কেকেআরের খেলা মানে ভরা গ্যালারির দৃষ্টিনন্দন চিত্র। তবে এবারের একটি ম্যাচ সেই দৃশ্য অমিল ছিল। এখনও পর্যন্ত একটি ম্যাচ বাদ দিলে প্রতিটি ম্যাচেই ভালো দর্শক হয়েছে। কলকাতার মানুষ ক্রিকেট পাগল। যে কোনও ম্যাচ দেখতেই মাঠে আসতে চান। এখানকার মানুষ ক্রিকেটই খুবই ভালোবাসেন। আমরা এইসব ক্রিকেট প্রেমী মানুষের কাছে কৃতজ্ঞ। কারণ, ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে ভরা ইডেনকে সুন্দর দেখায়। আমাদের আশা, আগামী ম্যাচেও স্বমহিমায় দর্শক পরিপূর্ণ গ্যালারির ইডেনকেই দেখবে কলকাতা।

ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতেই হাজির ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও সিএবি সভাপতি তথা রনজি জয়ী প্রাক্তন অধিনায়ক স্নেহাশিস গাঙ্গুলি। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অরেঞ্জ ফিসকে দশ উইকেটে পরাজিত করে ইয়োলো লায়ন্স। প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট সৌম গুহ মল্লিকেক কথায়, এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে খেলাধুলার ওপর বিশেষ প্রাধান্য। প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরির পাশাপাশি স্পোর্টসম্যান স্পিরিটে বিশেষ নজর। ছোট থেকে ক্রিকেট চর্চায় জোর। সিএবির হয়ে খেলার সুযোগ থাকে।

সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে চন্দননগর মেয়র একাদশ বনাম সিএবি প্রেসিডেন্ট একাদশের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঝড়বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles