Wednesday, May 28, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ২২ গজে দাপিয়ে খেলা আকাশ! দুটো কিডনিই বিকল, কালীঘাটের ক্রিকেটারের পাশে দাঁড়ালেন লক্ষ্মীরতন শুক্লা

কিছুদিন আগেও ২২ গজে দাপিয়ে খেলেছেন। আকাশ বিশ্বাস। কালীঘাট স্পোর্টিংয়ের হয়ে খেলেন। লেগ স্পিন বোলিং করেন। ব্যাটটাও মন্দ করেন না। কালীঘাট স্পোর্টিং ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করার নেপথ্যেও বড় অবদান আকাশের। ময়দানের প্রতিভাবান ক্রিকেটার অসুস্থ। দুটি কিডনি হারিয়ে কার্যত মৃত্যুর মুখে। গুরুতর অসুস্থ ওই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। অসুস্থ আকাশের দুটি কিডনিই বিকল। প্রতিস্থাপন করার প্রয়োজন। প্রয়োজন বিপুল টাকার। ময়দানে ক্রিকেট খেলা কোনও ক্রিকেটারের পক্ষেই সেই টাকাটা জোগাড় করা অসম্ভব। আকাশও চরম সংকটে। এই পরিস্থিতিতে অসুস্থ ওই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। ব্যক্তিগত উদ্যোগে আকাশকে ২ লক্ষ টাকা সাহায্য করলেন। লক্ষ্মীর আহ্বান, ময়দানের আর যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরাও যেন আকাশের পাশে দাঁড়ান। বাংলার অসুস্থ ক্রিকেটার আকাশ বিশ্বাসের পাশে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। আকাশের সঙ্গে দেখা করেন লক্ষ্মী তুলে দেন ২ লক্ষ টাকা। লক্ষ্মীর সঙ্গে ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য, চরণজিৎ সিংহ ও সুরজিৎ লাহিড়ী।

আকাশের মা-কে বেহালার অফিসে ডেকেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আকাশের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও করেছেন। জানা গিয়েছে, আকাশের মা তাঁকে একটি কিডনি দেবেন। সেই কারণেই আর্থিক সাহায্য করছেন সৌরভ, লক্ষ্মীরা। সুস্থ হয়ে উঠলে আকাশকে সিএবি-তে একটা চাকরি দেওয়ারও পরিকল্পনা রয়েছে।বঙ্গ কোচের কথায়, “আকাশকে এই লড়াইটা জেতাতেই হবে। আকাশ বাংলার ছেলে। কালীঘাট ক্লাবে খেলেছে। প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছে। গত বার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগেও ছিল। ওর দুটো কিডনিই খারাপ হয়ে গিয়েছে। কিডনি প্রতিস্থাপনে অনেক খরচ। আমি চেষ্টা করেছি সাহায্য করার। আশা করছি সকলেই এগিয়ে আসবে। এই লড়াইয়ে আকাশকে জেতাতে গোটা ময়দানকে একজোট হতে হবে। ওর মায়ের সঙ্গে ওর কিডনি মিলে গিয়েছে। অরূপদা ওর চিকিৎসায় সাহায্য করছে। মেডিক্যাল কলেজের সঙ্গে কথা হয়েছে। দাদাও (সৌরভ গঙ্গোপাধ্যায়) পাশে দাঁড়িয়েছেন। আমরা সকলে মিলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে সুস্থ করে তোলার চেষ্টা করছি।”

অরূপ ভট্টাচার্যই আকাশের চিকিৎসার পুরো ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। হাসপাতালে ভর্তি থেকে ওষুধের ব্যবস্থা, সবটাই দেখছেন। আকাশ দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী লক্ষ্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles