Friday, May 23, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‘‌ময়দান সাথী’‌র মহতি উদ্যোগে শামিল ক্রীড়াপ্রেমীরা!‌ মাঠের মানুষদের জন্য স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

নজিরবিহীন স্বাস্থ্য শিবির ‘ময়দান সাথী’র স্বাস্থ‌্যশিবির উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা ময়দানে ‘ময়দান সাথী’র আত্মপ্রকাশ হয়েছিল ২০২৪ সালে। মূল উদ্যোক্তা সৌরভ পাল। এমনিতেই বাংলার ফুটবলের জন্য সদর্থক ভাবনায় চিন্তিত থাকেন সাদার্ন সমিতির শীর্ষকর্তা সৌরভ পাল। ফুটবলারদের পাশে থাকার জন্য ময়দান সাথীর আয়োজনে ফুটবলারদের স্বার্থে এক নজিরবিহীন এক স্বাস্থ্য শিবির। এসএসকেএম হাসপাতালের সঙ্গে আরও তিন বেসরকারি হাসপাতাল বিপি পোদ্দার হসপিটাল, নারায়নাকে সঙ্গে নিয়ে কলকাতা ময়দানের প্রায় সাতশোর বেশী ফুটবলার, ময়দান কর্মী ও সকলের পরিবারবর্গকে স্বাস্থ্য পরীক্ষার কাজে সফল ‘ময়দান সাথী’।

কলকাতা লিগ শুরু হওয়ার পথে। স্বাস্থ্য পরীক্ষার সৌজন্যে ফুটবলাররা নিজেদের শারীরিক অবস্থা সম্পর্কে সচেতনতা অবলম্বন করতে পারলেন। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক দেবাশিস কুমার, সনৎ দে, মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল, প্রাক্তন সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার রহিম নবি, কোচ অনন্ত ঘোষ, রঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত চক্রবর্তী-সহ অন্যান্যরা।

স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “অভিনব প্রয়াস। ময়দানে এমন প্রয়াস এর আগে কখনও নেওয়া হয়নি। ময়দান সাথী মানে ময়দানের খেলোয়াড়দের সাথী। এটা শুভ উদ্যোগ। আমরা সরকারের তরফ থেকে সবসময় পাশে আছি এই প্রয়াসের। ময়দান সাথীর বয়স মাত্র এক। এই অল্প সময়েই তারা ময়দানে সেঞ্চুরি করেছে। অভিনন্দন ওদের।” অনুষ্ঠানে উপস্থিত সকল স্তরের মানুষ এই উদ্যোগের প্রশংসা করেন।

নার্সারি ডিভিশন থেকে ময়দানের প্রিমিয়ার ডিভিশন পর্যন্ত এমনকী মহিলা ফুটবলাররাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। উদ্যোক্তাদের তরফ থেকে শিবিরে যোগ দেওয়া ক্লাবগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, জয়দীপ মুখার্জ্জীরা। এই শিবিরে ফুটবলারদের চোখের পরীক্ষাও করা হয়েছে। প্রয়োজনে বিনামূল্যে ছানি অপারেশন ও চশমা প্রদানের ব্যবস্থাও করা হয়েছে ময়দান সাথীর কর্মকর্তারা। এমনকী, ভবিষ্যতে ফুটবলাররা মারাত্মক চোট পেলে বিনামূল্যে তাঁর চিকিৎসা করানোরও পরিকল্পনা করতেও অগ্রণী ভুমিকা গ্রহন করতে উদ্যোগী ‘ময়দান সাথী’। ফুটবলারদের স্বার্থে গড়া এই ‘ময়দান সাথী’র প্রধান উদ্যোক্তা সৌরভ পাল বলেন, ময়দানের মানুষদের জন্য আরও নতুন কিছু ভাবনাচিন্তা করার কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles