লিগ পর্বের ম্যাচ চলবে ২৭ মে পর্যন্ত। এরপর প্লে-অফ। ৩ জুন ফাইনাল। অনেক টিমই তাদের বিদেশি প্লেয়ারদের নাও পেতে পারে। পহেলগাঁওয়ে জঙ্গি হানা। নিরীহ পর্যটকদের হত্যা করেছিল জঙ্গিরা। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তার দায়ও স্বীকার। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। দেশের নিরাপত্তার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছিল। ১৭ মে ফিরছে আইপিএলের বাকি অংশ। বেঙ্গালুরুতে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্বের ম্যাচ ২৭ মে পর্যন্ত। এরপর প্লে-অফ। ৩ জুন ফাইনাল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচির জন্য অনেক টিমই তাদের বিদেশি প্লেয়ারদের নাও পেতে পারে।
আইপিএল প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকা গুজরাট টাইটান্স প্লে-অফে পাবে না জস বাটলারকে। প্লে-অফের লড়াইয়ে থাকা আরসিবিও প্লে অফে পাবে না জ্যাকব বেথেলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আরসিবিরি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ প্রোটিয়া পেসার লুনগি এনগিডি এবং অজি পেসার জশ হ্যাজলউডকে। মুম্বই ইন্ডিয়ান্সও প্লে-অফে পাবে না উইল জ্যাকসকে। বাটলার, বেথেল ও উইল জ্যাকসকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেখেছে ইংল্যান্ড। লিগ পর্বের ম্যাচে বেথেলকে পাওয়া নিয়ে কোনও সমস্যা থাকছে না। ইংল্যান্ড বোর্ড আগে জানায়, আইপিএলে থাকা প্লেয়ারদের পুরো টুর্নামেন্টেই খেলার সুযোগ দেবে পুরনো সূচি অনুযায়ী। ২৫ মে ফাইনালের কথা ছিল। তখন কোনও সমস্যা ছিল না বিদেশি প্লেয়ারদের পাওয়ার বিষয়ে। সবচেয়ে বেশি সমস্যায় পড়বে আরসিবিই। ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেপার্ডকেও সম্ভবত ইংল্যান্ড সিরিজের জন্য পাওয়া যাবে না। গুজরাট টাইটান্স নাও পেতে পারে শেরফান রাদারফোর্ডকে। ইংল্যান্ড টিমের আরও দুই সদস্য আইপিলে রয়েছেন অর্থাৎ জেমি ওভার্টন ও জোফ্রা আর্চারকে নিয়ে সমস্যা নেই। এই দু-জনের টিম চেন্নাই ও রাজস্থান প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদও প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। লিগ পর্বের ম্যাচে অংশ নেওয়ার জন্য আসছেন অধিনায়ক প্যাট কামিন্স ও ট্রাভিস হেড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্কোয়াডে পাঞ্জাব কিংসের জশ ইংলিশও। বিদেশি প্লেয়ার জাভিয়ের বার্টলেট, আজমতুল্লা ওমরজাই, মিচেল আওয়েনকে নিয়ে সমস্যা নেই। মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, জশ ইংলিশ, অ্যারন হার্ডিকে পাওয়া যাবে না কি না নিশ্চয়তা নেই। দক্ষিণ আফ্রিকা র জানসেন, অস্ট্রেলিয়ার ইংলিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে।
আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ১১ জুন থেকে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আইপিএলের ফাইনাল ৩ জুন। ফাইনালে খেললে কোনও দক্ষিণ আফ্রিকার প্লেয়ার মাত্র সাতদিন সময় পাবেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য। ফাইনালের দলও ঘোষণা করে দিয়েছে। আটজন প্রোটিয়া প্লেয়ার আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলে। তার মধ্যে অনেক দল প্লে অফের দৌড়েও আছে। দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড বলছেন, “আইপিএল ও বিসিসিআইয়ের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে, তাতে প্লেয়ারদের ২৬ মে’র মধ্যে ফিরে আসতে হবে। প্রথমে ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে। আমাদের দৃষ্টিভঙ্গি বদলায়নি। সেটা নিয়ে কথাবার্তাও চলছে। বর্তমান পরিস্থিতিতে ২৬ মে’র মধ্যে আমাদের প্লেয়ারদের ফেরত চাই।” আইপিএলে খেলার জন্য ২৫ মে পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। কিন্তু সময় বাড়ছে মানে নতুন করে অনুমতি নিতে হবে। মুম্বইয়ের করবিন বশ ও রায়ান রিকেলটন, গুজরাটের কাগিসো রাবাডা, দিল্লির ত্রিস্তান স্টাবস, লখনউয়ের আইডেন মার্করাম, পাঞ্জাবের মার্কো জানসেন ও আরসিবি’র লুঙ্গি এনগিডি দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রয়েছেন। বিসিসিআই এর পদক্ষেপের অপেক্ষায়।
দক্ষিণ আফ্রিকার ঘোষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে আইপিএলের আট প্লেয়ার রয়েছেন-কাগিসো রাবাডা (গুজরাট), লুনগি এনগিডি (আরসিবি), ত্রিস্তান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), এইডেন মার্কব়্যাম (লখনউ), রায়ান রিকলটন, করবিন বশ (মুম্বই ইন্ডিয়ান্স), মার্কো জানসেন (পাঞ্জাব কিংস), উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকা বোর্ড নিশ্চিত করেনি, আইপিএলের প্লে-অফ অবধি ছাড়া হবে আদৌ।
জঙ্গিহানায় প্রাণ হারা ২৬ জন নিষ্পাপ পর্যটক। সুনীল গাভাসকর মনে করেন, নিহতদের শ্রদ্ধা জানাতে আইপিএলে বিনোদনের অংশটুকু থাকা উচিত নয়। শুধুমাত্র বাকি ম্যাচগুলো খেলা উচিত। এই প্রসঙ্গে সানি বলেন, ‘আমি শুধুই খেলা হোক চাইব। প্রায় ৬০ ম্যাচ হয়ে গিয়েছে। শেষ ১৭টা ম্যাচ বাকি। এরমধ্যে কয়েকটা পরিবার কাছের লোকেদের হারিয়েছে। আমি চাই না আইপিএলের সঙ্গে বাকি যা বিনোদনমূলক ব্যবস্থা থাকে, সেটা এবার থাকুক। চাই শুধু ম্যাচগুলো হোক। স্টেডিয়ামে দর্শক থাকুক, তবে গান বাজনা বন্ধ হোক। ওভারের মাঝে যেন ডিজের চিৎকার না থাকে। শুধু টুর্নামেন্টটা শেষ হোক। চিয়ারলিডার না থাকা উচিত। এইভাবে যারা প্রাণ হারিয়েছে তাঁদের পরিবারের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো উচিত।’
১৭ মে ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫। সেই দিনে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে বল গড়ানোর আগেই সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা বেশ ভাইরাল হচ্ছে। আসলে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরে এটাই হবে বিরাট কোহলির প্রথম ম্যাচ, যেখানে তিনি হাজার হাজার ভক্তের সামনে খেলতে নামবেন। আর ম্যাচেই নিজেদের প্রিয় তারকাকে অভিনব উপায়ে কুর্নিশ জানাতে চায় কোহলির বিরাট ফ্যান। ১২ মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। এর পর আধুনিক যুগের এই কিংবদন্তিকে সম্মান জানাতে তাঁর ভক্তরা এক আবেগঘন উদ্যোগ গ্রহণ করেছেন। ক্যাম্পেইনে স্টেডিয়ামের বাইরে সাধারণ সাদা টি-শার্ট বিতরণের প্রস্তাবও দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই বিভিন্ন ইন্টারনেট ইনফ্লুয়েন্সার ও ফ্যান পেজগুলো ব্যাপকভাবে এই বার্তাটিকে ছড়িয়ে দিচ্ছে। কোহলির টেস্ট থেকে অবসর সারা ক্রিকেট দুনিয়ায় আবেগের ঢেউ তুলেছে, আর এই ভক্ত-চালিত উদ্যোগটি তার প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধার প্রতিচ্ছবি। সত্যিই একজন কিংবদন্তির তো এটাই প্রাপ্য সম্মান। ২০২৫ আইপিএল ফের শুরু হতে চলেছে ১৭ মে, আর সেই উপলক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি সমর্থকেরা তাদের প্রিয় তারকাকে এক বিশেষ উপায়ে শ্রদ্ধা জানাতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের কেকেআর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এক অন্য রকম ছবি। ম্যাচে আরসিবির চিরাচরিত লাল-কালো পোশাকের পরিবর্তে সাদা পোশাক পরতে। যা টেস্ট ক্রিকেটের প্রতীক। উদ্দেশ্য, কোহলির অসাধারণ লাল বলের টেস্ট কেরিয়ারকে শ্রদ্ধা জানানো কোটি কোটি ভক্তের হৃদয়ে অমর থাকার রজনী।