Saturday, May 24, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ইডেনে হচ্ছে না আইপিএল ফাইনাল ও কোয়ালিফায়ার?‌ ১৭ মে থেকে আবার শুরু আইপিএল, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, ঝুঁকি নিতে চায়নি বোর্ড?‌

জুনের প্রথমে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ঝুঁকি নিতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। ফাইনাল সরছে কলকাতা থেকে? তবে ইডেনে আইপিএল ফাইনাল ফিরিয়ে আনতে আবার কোনো চেষ্টা করা হবে কিনা সে বিষয়ে এখনো কিছু স্পষ্টভাবে জানা যায় নি। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় অবশ্য জানিয়েছেন ভেন্যূ সম্পর্কে পুরোপুরি জানার পর আলোচনা বা সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসছে। বোর্ডের কাছ থেকে এখনও পর্যন্ত সিএবির হাতে কোনওরকম নির্দেশ এসে পৌঁছায়নি বলেই জানা গেছে। পূর্ব সূচি অনুযায়ী ইডেনে একটি কোয়ালিফায়ার ম্যাচ ও ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল হয়তো চেষ্টা করতে পারে আইপিএল ফাইনালের মতো গুরুত্বপূর্ন ম্যাচ ইডেন থেকে হাতছাড়া না করার। এই বিষয়ে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় কী একবার চেষ্টা করবেন ফাইনাল ম্যাচ কলকাতায় ফিরিয়ে নিয়ে আসার?‌ প্রশ্ন বঙ্গ ক্রিকেট প্রেমীদের।

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর আবার শুরু আইপিএল। ১৭ মে থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল। ভারতীয় বোর্ডের তরফ থেকে টুর্নামেন্টের বাকি ক্রীড়াসূচি ঘোষিত। ফাইনাল-সহ টুর্নামেন্টের বাকি সতেরো ম্যাচ হবে ছ’টা শহরে। তালিকায় নেই ইডেনের নাম। ছ’টা শহর যথাক্রমে বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই আর আমেদাবাদ। এবারের আইপিএলের কোয়ালিফায়ার আর ফাইনাল কোনওটাই হওয়ার সম্ভাবনা নেই ইডেনে। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী অবশ্য ইডেনেই ওই দুটো ম্যাচ হওয়ার কথা ছিল। পরিবর্তিত নতুন সূচিতে ইডেনে কোনও ম্যাচ দেওয়া হয়নি। সূত্রের খবর, মে মাসের শেষে ও জুনের প্পথম দিকে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সেই কারণে বোর্ড কোনওরকম ঝুঁকি নিতে চায়নি।

গ্রুপ পর্বে কেকেআরের ইডেনে সব ম্যাচ খেলা হয়ে গেছে। কলকাতায় এবারের মতো আইপিএল যজ্ঞ শেষই বলা যায়। নতুন সূচি অনুযায়ী, কেকেআর ১৭ মে খেলবে আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে। অজিঙ্ক রাহানের টিমের গ্রুপের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। হায়দরাবাদের ঘরের মাঠে না দেওয়ায় হবে দিল্লিতে। হায়দরাবাদেও প্লে অফের কোনও ম্যাচ নেই। ছয় শহরের মধ্যে প্লে-অফ কোথায় হবে, এখনও ঠিক হয়নি। প্রথম কোয়ালিফায়ার ২৯ মে। এলিমিনেটর ৩০ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন। ফাইনাল ৩ জুন হবে বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।সীমান্তে উত্তেজনায় ধর্মশালায় দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ মাঝপথে বন্ধ হয়। ক্রিকেটারদের বিশেষ ট্রেনে ফিরিয়ে আনা হয়। পর দিনই আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হয়। এরপর সংঘর্ষবিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান। বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ১০ দল। তাড়াতাড়ি বৈঠকে বোর্ডকর্তারা। আইপিএল বন্ধ হওয়ার সময়ই বোর্ড ১০ দলকে জানিয়ে দিয়েছিল, যে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ দেশে ফিরে গিয়েছেন, তাঁরা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকেন। বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁদের। নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়।

চেন্নাই এবং হায়দরাবাদে একটিও ম্যাচ রাখা হয়নি। বেঙ্গালুরুতে দু’টি ম্যাচ। কেকেআর খেলবে ১৭ মে এবং হায়দরাবাদের খেলবে ২৩ মে। ঘরের মাঠে খেলবে কোহলির আরসিবি। জয়পুর, দিল্লি, আহমদাবাদ, লখনউ এবং মুম্বইয়ে বাকি ম্যাচগুলি হবে। জয়পুরে রাজস্থান বনাম পাঞ্জাব ১৮ মে, পাঞ্জাব বনাম দিল্লি ২৪ মে এবং পাঞ্জাব বনাম মুম্বই ২৬ মে ম্যাচ। দিল্লিতে দিল্লি বনাম গুজরাত ১৮ মে, চেন্নাই বনাম রাজস্থান ২০ মে এবং হায়দরাবাদ বনাম কলকাতার ২৫ মে ম্যাচ। লখনউয়ে হবে লখনউ বনাম হায়দরাবাদ ১৯ মে এবং লখনউ বনাম বেঙ্গালুরু ২৭ মে ম্যাচ। আহমদাবাদে হবে গুজরাত বনাম লখনউ ২২ মে এবং গুজরাত বনাম চেন্নাই ২৫ মে ম্যাচ। ফের শুরু হওয়া এবারের আইপিএলএ পরের দুটি রবিবারই থাকছে ডাবল হেডার, অর্থাৎ দুটি করে ম্যাচ হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ১৭ ম্যাচের ভেনু নির্বাচনের ক্ষেত্রে বোর্ড যে কথাটি মাথায় রেখেছে, তা হল আবহাওয়া। ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি হয়েছে। ধর্মশালায় পরিত্যক্ত হওয়া ম্যাচও বৃষ্টির জন্য বিলম্বিত হয়েছিল। আইপিএল শেষ করার জন্য হাতে সময় কম। বৃষ্টির জন্য কোনও ম্যাচ না ভেস্তে যায়, এমন কি ফাইনাল বা প্লে অফেও যাতে বৃষ্টির ভ্রুকুটি না থাকে, ইত্যাদি বিষয় মাথায় রেখেই এই ভেনু নির্ধারণ করা হয়েছে বলে মনে করছে ক্রিকেটমহল। ভারত-পাকিস্তান অশান্তির আবহে হয়ত ম্যাচ সীমান্তবর্তি এলাকার স্টেডিয়ামে না দিয়ে দক্ষিন ভারত এবং পূর্ব ভারতে দেওয়া হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের পছন্দ মতো স্টেডিয়ামই বেছে নিলেন আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য। গতবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের ডেরায়। সেই ভেন্যু বদল। আইপিএলের প্লে অফের ভেনু হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম, জানা যাচ্ছে ৩রা জুন এখানেই হবে ২০২৫ আইপিএল ফাইনাল।

আবহাওয়াকে ‘শিখণ্ডী’ করে ইডেন থেকে আইপিএলএর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল সরানোর পরিকল্পনা বোর্ডের। প্লে-অফের ভেন্যু নিয়ে এখনও কোনও স্পষ্টতা নেই। মুম্বই এবং আমেদাবাদ নতুন আয়োজকের তালিকায়। কলকাতা থেকে ম্যাচ দু’টি সরানোর কারণ হিসেবে বলা হচ্ছে, জুনের শুরুতে কলকাতার আবহাওয়া নিয়ে সংশয়। স্পষ্টতই বৃষ্টিপাতের সম্ভাবনার খবর থাকার কারণে ম্যাচ দু’টি সরানো হচ্ছে। এই সময়ে সর্বত্রই কম-বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। পরিসংখ্যান অনুসারে, জুনের প্রথম দিকে কলকাতা বৃষ্টিপাতের প্রভাব খুব কমই পড়ে এবং গত কয়েক বছরের হিসেব দেখলে দেখা যাবে, জুনের প্রথম ১০ দিন আবহাওয়া নিয়ে কোনও সমস্যা সেভাবে দেখা যায় না। এমনটা দাবি কলকাতার সাধারণ মানুষেরও। তিন সপ্তাহ আগে থেকে আবহাওয়া কেমন থাকবে, সেই সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা অসম্ভব এবং কোনও আবহাওয়া বিভাগও এত তাড়াতাড়ি কোনও দৃঢ় উত্তর দিতে পারে না। সিএবি কোনও ভাবেই এই ম্যাচ দু’টি হাতছাড়া করতে চাইবে না। এই ম্যাচ দু’টি সফল ভাবে সংগঠিত করতে উদ্যোগী সিএবি। আইপিএল ফাইনাল ভারতীয় ক্রিকেট ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির মধ্যে একটি এবং কোনও সংস্থাই এটি ছেড়ে যেতে চায় না। মুম্বই এবং আমেদাবাদ এখন বড় প্রতিযোগিতায় থাকলেও, সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সিএবি-র তরফে এক সূত্রের দাবি, ‘প্লে-অফ এবং ফাইনাল কলকাতা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে আমরা বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য এখনও পাইনি। আমরা এই হাই প্রোফাইল ম্যাচগুলি আয়োজনের ক্ষেত্রে খুব ভালো কাজ করার ব্যাপারে আত্মবিশ্বাসী।’ সিএবি ম্যাচগুলি হাতছাড়া করতে চাইবে না। ম্যাচ দু’টি ইডেনে রেখে দিতেই শেষ পর্যন্ত লড়াই চালাবে!

একঝলকে আইপিএল ২০২৫ পরিবর্তিত সূচি-
১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ
১৮ মে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ জয়পুরে
১৮ মে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিল্লিতে
১৯ মে লখনউ সুপার জায়ান্ট বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ লখনউতে
২০ মে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ দিল্লিতে
২১ মে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মুম্বইতে
২২ মে গুজরাট টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টের ম্যাচ আমদাবাদে
২৩ মে বেঙ্গালুরুতে আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ
২৪ মে শনিবার জয়পুরে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ
২৫ মে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ আমদাবাদে
২৫ মে সানরাইজার্স হায়দারাবদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিল্লিতে
২৬ মে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জয়পুরে
২৭ মে লখনউ সুপার জায়ান্ট বনাম আরসিবির ম্যাচ লখনউতে

প্লে অফের পরিবর্তিত সূচি তারিখ ঠিক হলেও ভেনু ঘোষণা করেনি বোর্ড
২৯ মে প্রথম কোয়ালিফায়ার
৩০ মে এলিমিনেটর
১ জুন কোয়ালিফায়ার ২
৩রা জুন অর্থাৎ মঙ্গলবার ফাইনাল সম্ভবত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles