Saturday, May 24, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ স্থগিত সিএবি’র! সেনাবাহিনীর পাশে থাকার অঙ্গীকার স্নেহাশীষ গাঙ্গুলিদের

সর্বাগ্রে দেশের স্বার্থই। ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহ। স্থগিত বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। টুর্নামেন্টের দ্বিতীয় বছরের বন্ধ রাখা হল। তাও বৃহত্তর স্বার্থে। দেশের স্বার্থ। দশের স্বার্থে। সবার আগে দেশ, এমনটাই মনে করে বাংলার ক্রিকেট সংস্থা। ১৬ মে থেকে মহিলাদের ও ৪ জুন থেকে পুরুষদের প্রতিযোগিতার সময় নির্ধারিত ছিল। সিএবি’র তরফ থেকে ঘোষনা, দেশের বর্তমান পরিস্থিতিতে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত। স্পষ্ট বক্তব্য, এই পরিস্থিতিতে দেশের স্বার্থই সবার আগে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা এবং বিসিসিআইয়ের নির্দেশ অনুসারে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সূচি ঘোষণা করা হবে। ‘অপারেশন সিঁদুরে’ দেশের সেনা বাহিনীর সাহসিকতার প্রশংসা করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সর্বদাই আন্তরিক ভাবে পাশে থাকার অঙ্গীকার করে। গত বছরেই মহা সমারোহে শুরু হয়েছিল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এবারও এই টুর্নামেন্ট নিয়ে একাধিক পরিকল্পনা ছিল বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার। তবে তা একেবারের জন্য থেমে গেল না। পরিস্থিতির জন্য সাময়িক স্থগিত রাখা হল। গতবার পুরুষদের প্রতিযোগিতায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল সোবিস্কো স্ম্যাশার মালদা ও মুর্শিদাবাদ কিংস। মহিলাদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। অভিষেক পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপের মতো তারকারা খেলে এই টুর্নামেন্টে। ১৬ মে থেকে ৪ জুন মহিলাদের টুর্নামেন্ট ও ৪ জুন থেকে ২১ জুন পুরুষদের টুর্নামেন্ট হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। দেশের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির জন্য স্থগিত রাখা হল। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ ও তার সম্পর্কিত অনুষ্ঠানগুলি আপাতত স্থগিত। সময়সূচি, ভেন্যু পরে জানানো হবে। সিএবি স্পষ্ট ঘোষনা, ‘দেশের স্বার্থে আমরা সব সময় উপস্থিত। ভারত সরকারের সমস্ত পদক্ষেপে আমরা সব রকমভাবে পাশে আছি। ভারতীয় সেনাবাহিনীর সাহস ও উৎসর্গকে আমাদের কুর্নিশ। তাঁদের অপারেশন সিঁদুর দেশকে গর্বিত ও অনুপ্রাণিত করেছে। ক্রিকেট সব সময় আমাদের একত্রিত করেছে। এই পরিস্থিতিতে আমাদের প্রধান কাজ দেশের পাশে থাকা। জাতীয় ঐক্য ও নিরাপত্তার জন্য আমরা সব সময় অঙ্গীকার বন্ধ।’ স্টেক হোল্ডারদের ধন্যবাদ জানিয়েছে বঙ্গ ক্রিকেট সংস্থা।

আইপিএল চলছিল সাড়ম্বরে। তারই মধ্যে বেজে উঠেছিল বেঙ্গল প্রো টি ২০ লিগের দামামা। বাংলার বুকে সাড়া জাগানো টুর্নামেন্ট। ক্রিকেট প্রতিভা তুলে আনার অন্যতম বড় প্ল্যাটফর্ম। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টায় গত বছর থেকে শুভ সূচনা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের। বাংলার এই সর্ববৃহৎ আইপিএল ধাঁচের লিগ। গত বারের মতোই পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতায় অংশ নিতে উদ্যোগী অসংখ্য ক্রিকেট প্রতিভা, আইপিএলের ধাঁচে এই টি ২০ লিগে। বাংলার ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছিল, ১৬ মে থেকে শুরু এ বারের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। পুরুষদের প্রতিযোগিতা শেষ হওয়ার পর মহিলাদের প্রতিযোগিতা শুরু ৪ জুন থেকে। এমনটাই স্থির ছিল প্রাথমিকভাবে। গত বার পুরুষদের সব ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। মহিলাদের প্রতিযোগিতা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। মহিলাদের ফাইনাল হয়েছিল ইডেনে। গত বার পুরুষদের প্রতিযোগিতায় যুগ্ম বিজয়ী হয়েছিল সোবিস্কো স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংস। ইডেনে বৃষ্টির কারণে ফাইনাল খেলার ফয়সালা হয়নি। মহিলাদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। রানার্স হয়েছিল মুর্শিদাবাদ কুইন্স। গত বারের মতো এ বারও আটটি দল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে অংশগ্রহনকারীর তালিকায়। লাক্স শ্যাম স্টিল কলকাতা টাইগার্স, হারবার ডায়মন্ডস, রেশমি মেদিনীপুর উইজার্ডস, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, শ্রাচী রাঢ় টাইগার্স বর্ধমান, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্স এবং সোবিস্কো স্ম্যাশার্স মালদা। প্রতিটি দলের পুরুষ ও মহিলাদের দল অংশ নেওয়ার কথা এই প্রতিযোগিতায়। এমনকি, শহরের একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণে ১৮৮ জন ক্রিকেটারের একটি দল থেকে মোট ১২৮ জন মহিলা খেলোয়াড়কে ড্রাফট সম্পন্ন হয়েছিল। সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির উপস্থিতিতে হয়েছিল এই ড্র। সিএবি যুগ্ম সম্পাদক দেবব্রত দাস, মহিলা ক্রিকেট আইকন ঝুলন গোস্বামী, সিএবি ট্যুর, ফিক্সচার এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস সহ বিভিন্ন সিএবি কমিটির চেয়ারপার্সন, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় এবং সিএবির বর্তমান প্রাক্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ কমিটির সদস্য দীপ চ্যাটার্জি, শুভ্রদীপ গাঙ্গুলি, লোপামুদ্রা ব্যানার্জী, কেয়া রায়, সুরজিৎ লাহিড়ী, অম্বরীশ মিত্র, সৌমেন্দু চ্যাটার্জি, জয়দীপ মুখার্জি সহ অন্যান্যরাও।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ড্রাফ্টের দিন জানিয়েছিলেন, ‘‌‘মহিলাদের ড্রাফটের জন্য সকল প্রাক্তন কর্মকর্তা, আন্তর্জাতিক খেলোয়াড়, সিএবি সদস্য, সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে উষ্ণ অভ্যর্থনা। গত বিসিসিআই ঘরোয়া মরশুমের ফলাফল থেকে স্পষ্ট যে, বেঙ্গল প্রো টি ২০ লিগটি অবশ্যই খেলার মান উন্নত করতে সাহায্য করেছে, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। আশা করি এবার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের মরশুম আরও সফল হবে।” ভারতের কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী ড্রাফ্টের দিন বলেছিলেন, “মহিলা ক্রিকেটকে সমর্থন করার এবং মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিএবি-কে ধন্যবাদ। উদ্বোধনী মরশুমের দুর্দান্ত সাফল্যের পর, আশা করি এই বছরও এটি আরও বড় এবং আরও সুসফল হবে। সমস্ত দলের জন্য শুভকামনা রইল।” তবে দেশের এই ভয়াবহ সময়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে সিএবি’র তরফ থেকে নতুন করে জানানো হয়েছে, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ ও তার সম্পর্কিত অনুষ্ঠানগুলি আপাতত স্থগিত রাখা হয়েছে। সময়সূচি, ভেন্যু পরে জানানো হবে বলে ঘোষনা করে সিএবিরস্পষ্ট জানায়, ‘দেশের স্বার্থে আমরা সব সময় উপস্থিত। ভারত সরকারের সমস্ত পদক্ষেপে আমরা সব রকমভাবে পাশে আছি। ভারতীয় সেনাবাহিনীর সাহস ও উৎসর্গকে আমাদের কুর্নিশ। তাঁদের অপারেশন সিঁদুর দেশকে গর্বিত ও অনুপ্রাণিত করেছে।’

একই ভাবে বন্ধ রাখা হয়েছে আইপিএল। এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয় কোটিপতি লিগও। সেদিন ছিল কলকাতায় আইপিএল গ্রুপ লিগের শেষ ম্যাচ। ইডেনে ম্যাচ চলাকালীন বোমা মেরে গোটা স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এরপর একইভাবে জয়পুর স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেল। দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারা মেল পান, অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে। একই ভাবে বঙ্গ ক্রিকেট সংস্থার মতোই দেরি না করে বিষয়টি জানানো হয় পুলিশকে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। উড়ো আইডি’তে এই হুমকি মেইলে বলা হয়, উড়িয়ে দেওয়া হবে অরুণ জেটলি স্টেডিয়াম। দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ এই স্টেডিয়াম। ১১ মে এখানেই দিল্লির বিরুদ্ধে খেলার কথা ছিল গুজরাট টাইটান্সের। দিল্লি পৌঁছে গিয়েছিলেন শুভমান গিলরা। যদিও এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর ম্যাচটি আপাতত হচ্ছে না। দিল্লি ক্রিকেট সংস্থার তরফে এই ইমেল পাওয়ার কথা স্বীকার করে সংবাদমাধ্যমকে জানায়, “আজ সকালে আমরা হুমকি মেল পেয়েছিলাম। যা ইতিমধ্যেই পুলিশকে ফরওয়ার্ড করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। গোটা স্টেডিয়ামও পরিদর্শন করে গিয়েছে পুলিশ। একইভাবেই, বঙ্গ ক্রিকেট সংস্থার অফিসিয়াল ইমেল আইডিতে একটি অজ্ঞাতপরিচয় ইমেল আসে। তাতে দাবি করা হয়, আজ নাইটদের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বোমা হামলা হবে। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এ নিয়ে কোনও উদাসীনতা দেখাতে চায়নি সিএবি। দ্রুত পুলিশ আধিকারিকদের সেই ইমেলের খবর জানান সিএবি কর্তারা। যদিও তাতে অযথা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেয়নি সিএবি বা কলকাতা পুলিশ। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। পুলিশকে জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার, পুলিশ নিয়েছে।” তিনটি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি কাণ্ডে পুলিশের জালে এখনও পর্যন্ত কেউ ধরা পড়ে নি বলেই খবর।

তবে দেশের এই ভয়াবহ সময়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে সিএবি’র তরফ থেকে নতুন করে জানানো হয়েছে, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ ও তার সম্পর্কিত অনুষ্ঠানগুলি আপাতত স্থগিত রাখা হয়েছে। সময়সূচি, ভেন্যু পরে জানানো হবে বলে ঘোষনা করে সিএবিরস্পষ্ট জানায়, ‘দেশের স্বার্থে আমরা সব সময় উপস্থিত। ভারত সরকারের সমস্ত পদক্ষেপে আমরা সব রকমভাবে পাশে আছি। ভারতীয় সেনাবাহিনীর সাহস ও উৎসর্গকে আমাদের কুর্নিশ। তাঁদের অপারেশন সিঁদুর দেশকে গর্বিত ও অনুপ্রাণিত করেছে।’

আপাতত স্থগিত আইপিএল। দেশের নিরাপত্তার স্বার্থেই। বিসিসিআই ঘো্ষনায়, এক সপ্তাহের জন্য স্থগিত থাকছে আইপিএল। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা আইপিএল স্থগিত রাখার কথা ঘোষণা করেন। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, অবশ্যই আইপিএল তারপর ফের শুরু করা যাবে। কারণ পাকিস্তান ভারতের চাপ বেশিদিন সামলাতে পারবে না। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভের কথায়, “এই মুহূর্তে যুদ্ধের মতো পরিস্থিতি চলছে। ফলে এই সিদ্ধান্ত নিতেই হত। আমার দৃঢ় বিশ্বাস, আইপিএল আবার শুরু হবে। বিসিসিআই অবশ্যই আইপিএল শেষ করবে। আর এই পরিস্থিতি বেশিদিন চলবে না। কারণ পাকিস্তান এই চাপ বেশিদিন সামলাতে পারবে না। বিসিসিআই যথেষ্ট দক্ষ সংগঠন এবং তারা নিশ্চয়ই একটা সমাধান বের করবে। ২০২০-২০২১-এও অনেক সমস্যা ছিল। তবুও আইপিএল সম্পূর্ণ হয়েছিল। আপাতত সাতদিন বন্ধ থাকছে। দরকারে সাতদিন আইপিএল বাড়ানো হবে।” এখনও আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, চারটি প্লে অফ ম্যাচ-সহ ফাইনাল। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি বাকি ম্যাচগুলি কবে হবে। খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সময়সূচিও।

বিসিসিআই এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আইপিএল। এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই আইপিএলে বাকি ম্যাচ কেথায় হবে, তা ঠিক করেছে বিসিসিআই। বিসিসিআই চাইছে পূর্বের রাজ্যগুলির পাশাপাশি দেশের দক্ষিণের রাজ্যগুলিতে বাকি ম্যাচগুলি আয়োজন করতে। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদের নাম। চারটি শহরকে বেছে নেওয়ার কারণ, প্রথমত, পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে অনেকটাই দূরে শহরগুলি। বিমান চলাচলও স্বাভাবিক থাকার ফলে শহরগুলিতে খেলা হলে ক্রিকেটারদের যাতায়াতের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ধরমশালায় ব্ল্যাক আউটের কারণে পরিত্যক্ত হওয়া পাঞ্জাব-দিল্লি ম্যাচ দিয়েই শুরু হতে পারে অষ্টাদশ আইপিএলের দ্বিতীয় দফা। বোর্ডের একটা বড় অংশ চায় দু’সপ্তাহের মধ্যে আইপিএল শেষ করতে। এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখছে বোর্ড। বিসিসিআইয়ের সূত্রের খবর, “বোর্ড একটি জরুরি পরিকল্পনা তৈরি করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই কিংবা বেঙ্গালুরুতে আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হবে। সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” প্রসঙ্গত, এখনও আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, চারটি প্লে অফ ম্যাচ-সহ ফাইনাল। এক সপ্তাহ পর পরিস্থিতি ঠিক না হলে বিসিসিআই’কে হয়তো ভারতের বাইরে বিকল্প ভেন্যু বেছে নিতে হবে।

আইপিএলের বাকি ১৬টি ম্যাচ। ১২টি লিগ পর্বের। প্লে-অফ এবং ফাইনাল নিয়ে আরও চারটি ম্যাচ। আইপিএলের একটি ম্যাচ না হওয়ার অর্থ ১০০ থেকে ১২৫ কোটি টাকা ক্ষতি। বিমার ক্ষতিপূরণ পাওয়ার পরও এই আর্থিক ক্ষতি হয়। ভারতীয় বোর্ড সূত্রে এমনই জানা গিয়েছে। আর্থিক ভাবে শুধু বিসিসিআই ক্ষতিগ্রস্ত হয় না। সম্প্রচারকারী চ্যানেল, স্পনসর এবং দলগুলিরও আর্থিক ক্ষতি হয়। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থা, বিভিন্ন কেন্দ্রের স্থানীয় পরিবহন সংস্থা, অন্য বরাত পাওয়া সংস্থাগুলি এবং স্থানীয় ব্যবসায়ীদেরও ক্ষতি স্বীকার করতে হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ বেশ বড়। এ বারের আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করা সম্ভব না হলে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ পৌঁছতে পারে ২০০০ কোটি টাকায়। এই ক্ষতি আটকাতেই বিবিসিআই কর্তারা চেষ্টা করছেন আইপিএল শেষ করার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles