Saturday, May 24, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

পাক হামলার চেষ্টা বানচাল!‌ এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস, অপারেশন সিঁদুরের বদলা নিতে গিয়ে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান!‌

ভারতের ১৫টি শহর লক্ষ্য করে মিসাইল হানা পাকিস্তানের। সবকটি হামলা ভারতীয় বাহিনী নিষ্ক্রিয় করে দিয়েছে বলে জানায় ভারতীয় সেনা। পালটা হামলায় পাকিস্তানের একাধিক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। অপারেশন সিঁদুরের বদলা নিতে গিয়ে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। ভারতীয় সেনা সূত্রে খবর, বৃহস্পতি ভোর রাতে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, অমৃৎসর, জলন্ধর, কাপুরথলা, ভাটিন্ডা, লুধিয়ানা সহ ভারতের ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা। পাক হামলার অপেক্ষায় প্রস্তুত ছিল ভারতের এস-‌৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানি ক্ষেপণাত্রের খুঁজে প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে এস-‌৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। এই প্রথম কোনও সামরিক অভিযানে এস-‌৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করল ভারত। পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার। স্থানীয়রা জানিয়েছেন, রাতে প্রবল বিস্ফোরণের শব্দের পর ওই ধাতব অংশগুলি আকাশ থেকে আছড়ে পড়ে। সেনার তরফে পাক হামলার খবরে স্পষ্ট সেগুলি পাক ক্ষেপণাস্ত্রেরই ধ্বংসাবশেষ। পাক হামলা রোখার পর পালটা কামিকাজি ড্রোন অভিযান চালায় ভারত। অভিযানে পাকিস্তানের লাহৌর শহরের এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। রাওয়ালপিন্ডি ও করাচি শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ। পাকিস্তানের তরফে ভুয়ো দাবি, ১২টি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে।

এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ায় তৈরি সুরক্ষামূলক সিস্টেম। ভারতে এই সিস্টেমের নাম সুদর্শন চক্র। বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম এই সিস্টেম। ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে এই সিস্টেম। আপাতত ভারতের চারটি জায়গায় এই সিস্টেম মোতায়েন। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটে থাকা সুদর্শন চক্র সক্রিয়। রাজস্থান এবং গুজরাটেও এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম সজাগ।

অপারেশন সিঁদুরের পরেই ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করে পাকিস্তান। ভারতীয় সেনার তৎপরতায় বানচাল। পাকিস্তানেরই কয়েকটি জায়গার ‘এয়ার ডিফেন্স রেডার সিস্টেম’ ধ্বংস করে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি। পাক সেনার পরিকল্পনা ব্যর্থ করে ভারতীয় সেনার জবাব। লাহৌর-সহ পাকিস্তানের একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করতে ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড’ সিস্টেম ব্যবহার করেছে ভারত। মঙ্গল রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ২৫ মিনিটে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট ৯টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি এবং মুরিদকে-তে লশকর-এ-ত্যায়বার মূল ঘাঁটি। জইশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছে জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের পরিবারের দশ জন, যাদের মধ্যে রয়েছে তার ভাই, বোন ও ভাইপো। পাকিস্তানের ড্রোন এবং মিসাইলগুলি ধ্বংস হয়েছে সুদর্শন চক্রের প্রভাবে।

ভুয়ো দাবি পাকিস্তানের। পাকিস্তানি বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দাবি, পাক সেনারা ভারতের অমৃতসর বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। অপারেশন সিঁদুর সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তানিদের এই দাবি সম্পূর্ণ মিথ্যে। পাকিস্তানে কয়েকজন ব্যক্তির পোস্ট করা ভিডিও নিয়ে বিতর্ক। পাকিস্তানি অ্যাকাউন্টগুলি থেকে দাবি, পাকিস্তান সেনাবাহিনী ভারতের অমৃতসরে বিমান ঘাঁটিতে হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়ো। পিআইবি ফ্যাক্ট চেক পোস্টে স্পষ্ট, ‘‌পাকিস্তানি ভিত্তিক হ্যান্ডলগুলির দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে ভুয়ো দাবি, পাকিস্তানি বিমানবাহিনী নাকি অমৃতসর বিমান ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ২০২৪ সালের দাবানলের ভিডিও শেয়ার করে। যাচাই না করা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, সঠিক তথ্যের জন্য শুধুমাত্র ভারত সরকারের সরকারি উৎসের উপরে নির্ভর করতে হবে’‌। ভিডিওটি ৩ ফেব্রুয়ারি ২০২৪ সালের একটি টিকটক পোস্ট থেকে নেওয়া। গত বছর ভয়াবহ দাবানলের কবলে পড়ে চিলির শান্ত শহর ভিনিয়া দেল মারে।কমপক্ষে ১৩৩ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৭০০টি বাড়ি। ২০১০ সালে চিলির ভূমিকম্প এবং সুনামির ঘটনায় ৫০০ জনের মৃত্যু হয়েছিল। দাবানলের কারণে সৃষ্ট ওই অগ্নিকাণ্ডই সে দেশের সবচেয়ে বড় দুর্ঘটনা বলে দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles