আইপিএল চলছে সাড়ম্বরে। এরই মধ্যে বেজে গেল বেঙ্গল প্রো টি ২০ লিগের দামামা। বাংলার বুকে সাড়া জাগানো টুর্নামেন্ট। ক্রিকেট প্রতিভা তুলে আনার অন্যতম বড় প্ল্যাটফর্ম। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টায় গত বছর থেকে শুভ সূচনা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের। বাংলার এই সর্ববৃহৎ আইপিএল ধাঁচের লিগ। গত বারের মতোই পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতা হবে আইপিএলের ধাঁচে এই টি ২০ লিগ।

বাংলার ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়, ১৬ মে থেকে শুরু এ বারের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। পুরুষদের প্রতিযোগিতা শেষ হওয়ার পর মহিলাদের প্রতিযোগিতা শুরু হবে ৪ জুন থেকে। গত বার পুরুষদের সব ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। মহিলাদের প্রতিযোগিতা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। মহিলাদের ফাইনাল হয়েছিল ইডেনে। গত বার পুরুষদের প্রতিযোগিতায় যুগ্ম বিজয়ী হয়েছিল সোবিস্কো স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংস। ইডেনে বৃষ্টির কারণে ফাইনাল খেলার ফয়সালা হয়নি। মহিলাদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। রানার্স হয়েছিল মুর্শিদাবাদ কুইন্স।

গত বারের মতো এ বারও আটটি দল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে খেলবে। লাক্স শ্যাম স্টিল কলকাতা টাইগার্স, হারবার ডায়মন্ডস, রেশমি মেদিনীপুর উইজার্ডস, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, শ্রাচী রাঢ় টাইগার্স বর্ধমান, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্স এবং সোবিস্কো স্ম্যাশার্স মালদা। প্রতিটি দলের পুরুষ ও মহিলাদের দল অংশ নেবে প্রতিযোগিতায়।

সোমবার শহরের একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণে ১৮৮ জন ক্রিকেটারের একটি দল থেকে মোট ১২৮ জন মহিলা খেলোয়াড়কে ড্রাফট করা হয়। সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির উপস্থিতিতে হয় অই ড্র। সিএবি যুগ্ম সম্পাদক দেবব্রত দাস, মহিলা ক্রিকেট আইকন ঝুলন গোস্বামী, সিএবি ট্যুর, ফিক্সচার এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস সহ বিভিন্ন সিএবি কমিটির চেয়ারপার্সন, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় এবং সিএবির বর্তমান প্রাক্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ কমিটির সদস্য দীপ চ্যাটার্জি, শুভ্রদীপ গাঙ্গুলি, লোপামুদ্রা ব্যানার্জী, কেয়া রায়, সুরজিৎ লাহিড়ী, অম্বরীশ মিত্র, সৌমেন্দু চ্যাটার্জি, জয়দীপ মুখার্জি সহ অন্যান্যরা।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, ‘‘মহিলাদের ড্রাফটের জন্য সকল প্রাক্তন কর্মকর্তা, আন্তর্জাতিক খেলোয়াড়, সিএবি সদস্য, সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে উষ্ণ অভ্যর্থনা। গত বিসিসিআই ঘরোয়া মরশুমের ফলাফল থেকে স্পষ্ট যে, বেঙ্গল প্রো টি ২০ লিগটি অবশ্যই খেলার মান উন্নত করতে সাহায্য করেছে, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। আশা করি এবার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের মরশুম আরও সফল হবে।”ভারতের কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী বলেন, “মহিলা ক্রিকেটকে সমর্থন করার এবং মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিএবি-কে ধন্যবাদ। উদ্বোধনী মরশুমের দুর্দান্ত সাফল্যের পর, আশা করি এই বছরও এটি আরও বড় এবং আরও সুসফল হবে। সমস্ত দলের জন্য শুভকামনা রইল।”

বেঙ্গল প্রো টি ২০ টুর্নামেন্টের মোট ৮টি ফ্রাঞ্চাইজি দল এতে অংশ নেবে। মহিলাদের টুর্নামেন্টও একযোগে হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ। বাংলা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার উদ্যোগ হিসেবেই ক্রিকেটের এই আসর। প্রত্যেক দলের ক্রিকেটাররা হলেন —

শ্রাচী রাঢ় টাইগার্স: পিয়ালী ঘোষ (মার্কি প্লেয়ার), সংস্থা বিশ্বাস, বৃস্টি মাজি, প্রীতি মন্ডল, একতা রায় চৌধুরী, পায়েল ভাখারিয়া, শ্রেয়া রায়, পরমা মন্ডল, পম্পা সরকার, শ্রেয়া করার, দিশা গুপ্তা, বিদিশা দে, অদ্রিজা সরকার, সন্দীপ্তা পাত্র, অর্পিতা ভৌমিক, সুস্মিতা মন্ডল।

সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকারস: প্রিয়াঙ্কা বালা (মার্কি প্লেয়ার), স্নেহা গুপ্তা, তিথি দাস, ঝুম্পা রায়, রত্না বর্মন, অনন্যা হালদার, মৌলি মণ্ডল, অনিন্দিতা নাথ, স্বস্তিকা কুণ্ডু, পূজা অধিকারী, সুমনা মণ্ডল, সুপ্রীতা সরকার, স্নিগ্ধা বাগ, নাফিসা ইয়াসমিন, রিতু গায়েন, সৌমি রায়।

রেশমি মেদিনীপুর উইজার্ডস: রিচা ঘোষ (মার্কি প্লেয়ার), সস্তি মণ্ডল, চন্দ্রিমা বিশ্বাস, মামনি রায়, ইপ্সিতা মণ্ডল, অর্পিতা যাদব, শিবংশী তিওয়ারি, প্রেয়শী পান্ডে, শ্রীলেখা রায়, অন্বেষা সাহা, বিশাখা দাস, নীলাঞ্জনা খাটো বারিক, রোশনি খাতুন, তোরিয়া সিংহ রায়, প্রত্যুষা দে, তিতলি মণ্ডল।

অ্যাডামস হাওড়া ওয়ারিয়র্স: ধারা গুজ্জর (মার্কি প্লেয়ার), দ্যুতি পল, অঙ্কিতা চক্রবর্তী, শ্রেয়োশি আইচ, আরাধ্য কে তিওয়ারি, সঞ্জনা কুমারী দাস, তপতী পল, প্রিয়াঙ্কা প্রসাদ, রিয়া গোস্বামী, অদ্রিতা দাস, সোনালী দাস, মধুরিমা প্রসাদ, রেমন্ডিনা খাতুন, অস্মিতা দাস, দেবস্মিতা খালসা, পাপ্রিয়া দাস।

হারবার ডায়মন্ড: সাইকা ইসহাক (মার্কি প্লেয়ার), অঙ্কিতা বর্মণ, কাশিশ আগরওয়াল, প্রিয়াঙ্কা সরকার, দীপা দাস, যোগিতা রাওয়াত, বিপাশা ঘোষ, রূপাল তিওয়ারি, সৌম্যশ্রী ভৌমিক, রাসমনি দাস, অম্বিকা গুহ, সঞ্জুক্তা সরকার, তনুশ্রী অধিকারী, স্মৃতি বর, অরিক্ত মান্না, শায়লা সেনাপতি।

মুর্শিদাবাদ কুইন্স: তনুশ্রী সরকার (মার্কি প্লেয়ার), প্রতিভা রানা, সাময়িতা অধিকারী, সুস্মিতা গাঙ্গুলী, দিয়া নন্দী, স্নিগ্ধা পল, শ্বেতা সামন্ত, মেহেক হুসেন, মর্জিনা খাতুন, লিজা রায়, রূপাল পাত্র, দীপিতা ঘোষ, জাহ্নবী রাজ পাসওয়ান, তৃষিতা সরকার, অনন্যা বোস, প্রতিষ্ঠা দত্ত।

সোবিস্কো স্ম্যাশার্স মালদা: হৃষিতা বসু (মার্কি প্লেয়ার), ঝুমিয়া খাতুন, মমতা কিস্কু, শ্রাবণী পাল, সুস্মিতা পল, রূপা দত্ত, অরুণা বর্মণ, নেহা শাউ, সুকন্যা পারিদা, জেনি পারউইন, সঞ্চিতা অধিকারী, রোশনি তিওয়ারি, রিয়া কে মাহাতো, নন্দিনী বিশ্বাস, রাধিকা কুমারী, স্নেহা মাহাত।