Friday, May 23, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নীরব রইল ইডেনের ঘন্টা!‌ কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধাঞ্জলি সিএবি’‌র

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধাঞ্জলি কলকাতার ইডেন গার্ডেন্সে। নীরব চিত্তে সিএবি কর্তারা। নীরবতা পালনের সময় উপস্থিত সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হল ভারতীয় ক্রিকেটের মক্কা’ ইডেনে। টসের বেশ কিছুক্ষণ আগেই যা ঘোষণা করা হয়। সেই মতো দুই দলই নীরবতা পালনে শামিল হয়। উপস্থিত সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস এবং যুগ্ম-সচিব দেবব্রত দাস। সিএবির আরও বেশ কয়েকজন কর্মকর্তা এবং সদস্যও। বিশেষ অতিথি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হ্যাডিন সিএবি কর্মকর্তাদের পাশে দাঁড়ান। প্রতি ম্যাচ শুরুর আগে ইডেনে বাজানো হয় বেল। ঘণ্টাও আজ নিহতদের স্মরণে নীরব থাকে। ৫৫ হাজার দর্শকের চিৎকারে শুরু হওয়া ম্যাচ স্তব্ধ হয়ে গেল হঠাৎই। পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং পার্টনারশিপে ১২০ রান। ২০ ওভারে প্রীতি জিন্টার দলের রান ২০১। বৃষ্টিতে ভেস্তে গেল ইডেন ম্যাচ। ১ পয়েন্ট করে পেল কেকেআর ও পাঞ্জাব। প্লে অফের লড়াইয়ে টিকে থাকা কেকেআরের পক্ষে দুরুহতর হয়ে উঠল।

পয়লা বৈশাখের দিন পঞ্জাব থেকে সম্মান বাঁচিয়ে ফিরতে পারেননি অজিঙ্ক রাহানেরা। মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে হারিয়ে দিয়েছিল শ্রেয়স আয়ারের পাঞ্জাব কিংস। শনিবার ইডেন গার্ডেন্সে প্রাক্তন অধিনায়কের দলের চ্যালেঞ্জ সামলাতেও নাইটরা হিমসিম। আট ম্যাচের পাঁচটি হেরে ও একটি ড্র করে চাপে থাকা রাহানেদের সামনে কঠিন প্লে অভ। সম্মান রক্ষারও। ১০ বছর পর কেকেআরকে আইপিএল জিতিয়েও প্রত্যাশিত গুরুত্ব পাননি শ্রেয়স। ছেঁটে ফেলেন কেকেআর কর্তৃপক্ষ। পাঞ্জাব কিংস অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে জয় পেলেও ক্রিকেটার শ্রেয়স মুখিয়ে ছিলেন ইডেন ম্যাচের দিকে। প্রীতি জিন্টার দলের ২০১ রানের জবাবে কেকেআরের ইনিংস এক ওভার কাটতে না কাটতেই মুষল ধারে বৃষ্টি নামে। সঙ্গে ঝড়। নাইটদের রান তখন ১ ওভারে ৭। গোটা মাঠ ঢাকা কভারে। বহুক্ষণ বন্ধ থাকে খেলা। ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জেতা হল না কলকাতা নাইট রাইডার্সের। প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের দলকে একবারও হারাতে পারল না কেকেআর। কালবৈশাখীর জেরে ম্যাচ শেষ করা সম্ভব হল না। দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হল। আইপিএলে কেকেআরের বিরুদ্ধে অধিনায়কের পরিসংখ্যানের দিক থেকে অপরাজিত শ্রেয়স আইয়ার।

গত বছরের আইপিএলে রেকর্ড রান তাড়া করে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল পাঞ্জাব কিংস। টস জিতেশ্রেয়স আইয়ার ইডেনে ব্যাটিং নিয়েছিলেন। আজমাতউল্লাহ ওমারজাই, মার্কো জানসেনের মতো বিদেশি বোলারদের পাশাপাশি আর্দশীদ সিং, যুজবেন্দ্র চাহালের মতো ভারতীয় তারকারাও ছিলেন। পার্টটাইম স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল এবং হরপ্রীত ব্রারকেও আনা হয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। পাঞ্জাবের দুই ওপেনার মিলেই এদিন ব্যাট করতে নেমে জুটিতে তুলে নেন ১২০ রান। প্রিয়াংশ আর্য করেন ৩৫ বলে ৬৯ রান। ৪৯ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন প্রভসিমরন সিং। কেকেআরের বোলারদের মধ্যে বৈভব অরোরা জোড়া উইকেট নেন। ব্যাট করতে নেমে প্রথম ওভারে কেকেআরের সুনীল নারিন একটি চার মারেন জানসেনের বিরুদ্ধে। ১ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৭। কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির জন্য ম্যাচ থেমে যায়। ১ ঘন্টা পেরিয়ে গেলেও বৃষ্টি পড়ছিল। কেকেআরের কাছে কিন্তু প্লে অফের রাস্তা আরও কঠিন হল। বাকি সব ম্যাচই মাস্ট উইন।

আইপিএলে প্রথম চারে ওঠার লড়াই জারি। ১০ দলের লড়াইয়ে এগিয়ে গুজরাট টাইটান্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিন দলেরই ১২ পয়েন্ট। গুজরাত টাইটান্স আটটি ম্যাচের মধ্যে ছ’টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। শুভমন গিলদের ম্যাচ বাকি রয়েছে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ছ’টি ম্যাচের মধ্যে তিনটিতে জিততে পারলেই প্লে-অফে জায়গা পাকা। দিল্লি ক্যাপিটালস আট ম্যাচে ছ’টি ম্যাচ জিতে ১২ পয়েন্ট। তিনটি ম্যাচে জয় দরকার। ম্যাচ বাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। বিরাট কোহলির দল তিন নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু ন’টি ম্যাচ খেলে বাকি পাঁচটি ম্যাচ। প্রথম চারে জায়গা পাকা করতে আরও তিনটি ম্যাচ জিততে হবে বেঙ্গালুরুকে। ম্যাচ বাকি দিল্লি, চেন্নাই, লখনউ, হায়দরাবাদ এবং কলকাতার বিরুদ্ধে। মুম্বই ইন্ডিয়ান্স ফর্মে। পর পর চারটি ম্যাচ জিতেছে। ন’টি ম্যাচে ১০ পয়েন্ট। বাকি পাঁচ ম্যাচ। তার মধ্যে চারটিতে জিততে পারলে প্রথম চারে জায়গা পাকা। মুম্বইয়ের ম্যাচ বাকি লখনউ, রাজস্থান, গুজরাত, পাঞ্জাব এবং দিল্লির বিরুদ্ধে। পাঞ্জাব কিংস পাঁচটি জিতেছে একটি ড্র। ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে। বাকি ছ’টি ম্যাচের মধ্যে অন্তত চারটি জিতলে প্রথম চারে জায়গা পাকা শ্রেয়স আয়ারদের। পাঞ্জাবের ম্যাচ বাকি চেন্নাই, লখনউ, দিল্লি, মুম্বই এবং রাজস্থানের বিরুদ্ধে। লখনউ সুপার জায়ান্টস ন’টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে। ১০ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে। বাকি পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত চারটি জিততে হবে। লখনউয়ের ম্যাচ বাকি মুম্বই, পাঞ্জাব, বেঙ্গালুরু, গুজরাট এবং হায়দরাবাদের বিরুদ্ধে।

কলকাতা নাইট রাইডার্স নয় ম্যাচের মধ্যে তিনটি জিতেছে একটি ড্র। পাঁচটি জিতলে লড়াইয়ে থাকতে পারে কলকাতা। দিল্লি, রাজস্থান, চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ বাকি অজিঙ্ক রাহানেদের। সানরাইজার্স হায়দরাবাদ ন’টি ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে। ম্যাচ বাকি রয়েছে গুজরাত, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু এবং লখনউয়ের বিরুদ্ধে। পাঁচটি ম্যাচের সব ক’টি জিতলেও হায়দরাবাদ ১৬ পয়েন্টে ক্ষীণ আশা। রাজস্থান রয়্যালস ন’টি ম্যাচের মধ্যে মাত্র দু’টি জিতেছে। রাজস্থান বাকি পাঁচটি ম্যাচের সব জিতলেও ১৪ পয়েন্টের বেশি পৌঁছতে পারবে না। ফলে প্লে-অফে ওঠার রাস্তা প্রায় বন্ধ। রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগও জানেন। এখনও গুজরাত, মুম্বই, কলকাতা, চেন্নাই এবং পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বাকি। চেন্নাই সুপার কিংস লিগ তালিকায় সকলের শেষে। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই। মাত্র দু’টি ম্যাচ জিতেছে তারা। পাঞ্জাব, বেঙ্গালুরু, কলকাতা, রাজস্থান এবং গুজরাতের বিরুদ্ধে ম্যাচ বাকি। সর্বোচ্চ ১৪ পয়েন্ট হতেও পারে।‌‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles