Saturday, April 19, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আয়ারল্যান্ডের মাটিতে বিশ্বজয়ী কলকাতার সৌরভ!‌ ভারতীয় তারকাকে হারিয়েই বিলিয়ার্ডসে চ্যাম্পিয়ান বাংলার ছেলে

বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় বিলিয়ার্ডস খেলোয়াড় সৌরভ কোঠারি। কলকাতার ছেলে সৌরভ ফাইনালে হারালেন সতীর্থ ভারতেরই পঙ্কজ আডবানিকে। সৌরভের বাবা মনোজ কোঠারির বিশ্বজয়ের ২৮ বছর পরে ছেলে বিশ্বসেরা হয়েছিলেন। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন খেতাব জয়ের পর আবারও ২০২৫ এর চ্যাম্পিয়ান সৌরভ। আয়ারল্যান্ডে বিশ্ব বিলিয়ার্ডসের আসরে অনন্য নজির গড়ার কারিগর বঙ্গসন্তান সৌরভ। বাবাও ছিলেন বিশ্বচ্যাম্পিয়নয বিলিয়ার্ডসের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক। সৌরভের বাবা মনোজ কোঠারি ১৯৯০ সালের বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড়। বিশ্বকাপের ফাইনালে সৌরভের স্কোর ছিল ৭২৫ পয়েন্ট। প্রতিদ্বন্দ্বী পঙ্কজ করেন ৪৮০ পয়েন্ট। মাথা ঠান্ডা রেখে কঠিন প্রতিপক্ষ পঙ্কজকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হন সৌরভ। টাইমড ফরম্যাটে প্রথমবার আইবিএসএফ বিশ্বচ্যাম্পিয়ন হলেন সৌরভ। ৩৫ বছর আগে বাবা জিতেছিলেন বিশ্ব খেতাব। ম্যাচের প্রথম ৩০ মিনিটে সৌরভের নেওয়া লিড ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ায় পঙ্কজ আর থৈ পাননি। শেষ আধ ঘণ্টায় যথেষ্ট লড়াই দিয়েছিলেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ। ৫০ পয়েন্টেরও কমে ব্যবধান নিয়ে আসে এক সময়ে। সেখান থেকে খেলা ঘোরান সৌরভ। পঙ্কজের পক্ষে আর ধরা সম্ভব হয়নি। সেমিফাইনালে সৌরভ হারান ইংল্যান্ডের ডেভিড কসিয়েরকে। ব্রিটিশ এই বিলিয়ার্ডস খেলোয়াড় একাধিক বারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্ব বিলিয়ার্ডস সার্কিটে শক্তিশালী এবং দারুন খেলোয়াড়কেও ৮৬৪-৫৪৭ পয়েন্টের বিরাট ব্যবধানে ধরাশায়ী করেন সৌরভ।

২০১৮ সালে সৌরভ সিঙ্গাপুরের পিটার গিলক্রিস্টকে ১১৩৪-৯৪৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন সৌরভ। ইংল্যান্ডের লিডসে বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে বিশ্বসেরার মুকুট পান সৌরভ। ফাইনালে ১১৩৪-৯৪৪ হারান সিঙ্গাপুরের পিটার গিলক্রিস্টকে। জিতে নেন ডব্লিউবিএল বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ। সেমিফাইনালে ইংল্যান্ডের ডেভিড কসিয়েরকে হারিয়েছিলেন সৌরভ। ডেভিড ছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। দুরন্ত নজির কলকাতার সৌরভ কোঠারির। গীত শেঠি, পঙ্কজ আডবাণীর পরে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত। বহু যুদ্ধে পোড় খাওয়া গিলক্রিস্ট তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন অর্থাৎ ডব্লিউপিবিএসএ। বিলিয়ার্ডসে সবার্ধিক ব্রেকের ১৩৪৬ রেকর্ডও তাঁর। ২০২৮ সালেও সেমিফাইনালে সৌরভ হারিয়েছিলেন ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ডেভিড কশিয়ারকে। একই ভাবে ধারাবাহিকতা ২০২৫ এর ফাইনালেও ধরে রেখে উচ্ছ্বসিত সৌরভ। দেশে আর কোনও খেলায় এ রকম বাবা আর ছেলের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির থাকা নিয়ে যষেষ্ঠ সংশয় রয়েছে।

কোঠারিকে বিশ্বের সম্রাট ঘোষণা। আয়ারল্যান্ডের কার্লোতে দেশের আরও এক বিলিয়ার্ডস খেলোয়াড় চ্যাম্পিয়ন পঙ্কজ আডবাণীকে হারিয়ে সেন্সেসানাল স্টাইলে সৌরভ কোঠারি ২০২৫ আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস খেতাব জয়। স্নুকার অ্যান্ড বিলিয়ার্ডস আয়ারল্যান্ড অর্থাৎ এসবিআই একাডেমিতে এক রোমাঞ্চকর ফাইনালে, কিউ স্পোর্টসের জগৎ ভারতের দুই তারকা সৌরভ কোঠারি এবং পঙ্কজ আডবাণীর অবিস্মরণীয় লড়াই প্রত্যক্ষ করে বিশ্ববাসী। ২০২৫ আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস খেতাবের লড়াইয়ে চ্যাম্পিয়ান কোঠারি। চ্যাম্পিয়নশিপ ম্যাচ এককথায় ছিল পেশাদার বিলিয়ার্ডস এবং স্নুকার ফ্যানেদের প্রত্যাশার পরিপূরক। নাটকীয়তা, নির্ভুলতা, আবেগ এবং পরিশ্রমী স্কোরিং নিয়ে জমজমাট ম্যাচ।

কোঠারির জয়ে আইবিএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের তকমা। আডবাণীর ৪৮০ পয়েন্ট। প্রতিপক্ষ কোঠারির ৭২৫ পয়েন্ট। ৩২৫ পয়েন্টের দুর্দান্ত ব্রেক। অসাধারণ মুহূর্ত। সাম্প্রতিক চ্যাম্পিয়নশিপের মধ্যে অন্যতম সেরা পারফরমেন্স ইতিহাসে জায়গা করে নিয়েছে বলাই বাহুল্য। কোঠারি ১১৯ এবং ১১২ পয়েন্টে ব্রেক করেও ব্যতিক্রমী ধৈর্য, ​​মনোসংযোগের মাধ্যমে কিউ নিয়ন্ত্রণ প্রদর্শন করেন। টাইমড ফরম্যাটে আইবিএসএফ বিশ্ব শিরোপা এইবারই প্রথম। সৌরভ কোঠারির বিশ্বচ্যাম্পিয়নশিপ শিরেপা ঐতিহাসিক। ১৯৯০ সালে বেঙ্গালুরুতে বিলিয়ার্ডস কিংবদন্তি মনোজ কোঠারির বিশ্বশিরোপা জেতার ৩৫ বছর পর ছেলে সৌরভের জয়ে সারা দেশ উৎসাহ উদ্দীপনায়া মাতোয়ারা। সৌরভের জয় পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতার সাক্ষী।

১২৯, ১১৬ এবং ১১২ পয়েন্টের চিত্তাকর্ষক ব্রেক দিয়ে আডবানি লড়াই শুরু করেন। ম্যাচের প্রথম আধ ঘন্টায় সৌরভের ৩২৫ পয়েন্টের বিশাল ব্রেক আডবানিকে সর্বদা ক্যাচ আপ খেলতে দেখা গিয়েছিল। ৩ ঘন্টার ফাইনালের শেষ এক ঘন্টায়। ম্যাচের নাটকীয় মূহুর্ত আরও তীব্র। আডবানি লিড ৫০ পয়েন্টেরও কম করে ফেলেছিলেন। সৌরভ কঠিন পরিস্থিতিতে অতুলনীয় সংযম প্রদর্শন করে তার স্নায়ুচাপ ধরে রেখে স্কোর-বোর্ড সচল রাখেন। শেষ পর্যন্ত ২০০ পয়েন্টের লিড। আডবানির আর কিছু করার ছিল না। বিশ্ব শিরোপা জয়ের পথে কোঠারি সেমিফাইনালে একাধিকবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব বিলিয়ার্ডস সার্কিটের বিশ্ববন্দিত খেলোয়াড় ইংল্যান্ডের ডেভিড কোসিয়ারের বিরুদ্ধে জয়লাভ করেন।

এবছর আয়েজিত আইবিএসএফ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বিলিয়ার্ডস-এর মাঠে বিশ্বের প্রত্যেক শীর্ষ খেলোয়াড়দের উপস্থিতি ছিল। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের পিটার গিলক্রিস্ট এবং ইংল্যান্ডের রব হল, ডেভিড কৌসিয়ার, পিটার শিহানের মতো খেলোয়াড়রা। ভারত, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের মতো দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড়রা বিশ্ব বিলিয়ার্ডসে চূড়ান্ত লড়াইয়ে যোগ দেন। টুর্নামেন্টের সর্বোচ্চ ব্রেক ৪৯০ সৌরভেরই। বিশাল ব্রেক করার কৃতিত্বও পেয়েছেন। এই মূহুর্তে কোঠারি তৃতীয় ভারতীয় হিসাবে আইবিএসএফ এবং ডব্লিউবিএল ওয়ার্ল্ড বিলিয়ার্ডস টাইটেল দুটোই জিতেছেন। এই কৃতিত্ব সত্যিই কিউস্পোর্টসে-এর হল অফ ফেমে স্থান করে নেওয়ার যোগ্য বলেও বিবেচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles