Saturday, April 19, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

টি-টোয়েন্টিতে অর্ধশতরানের ‘সেঞ্চুরি’ কোহলির! প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে কোন রেকর্ড গড়লেন বিরাট? রাজস্থানকে হারাল বেঙ্গালুরু, মুম্বই হারাল দিল্লিকে

রবিবাসরীয় আইপিএলে ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত কোহলি। ফিল সল্ট আউট হওয়ার পর দলকে টানলেন, গড়ে ফেললেন রেকর্ডও। টি-টোয়েন্টিতে শততম অর্ধশতরান বিরাট কোহলির। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিবার ৬২ রানে অপরাজিত কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি অর্ধশতরানের অধিকারী কোহলি। ১০০টি অর্ধশতরান। ভারতীয় হিসাবে এই কীর্তি প্রথম। টি-টোয়েন্টিতে কোহলি করেছেন ১০০টি অর্ধশতরান এবং ৯টি শতরান। দেশের জার্সিতে কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৮টি অর্ধশতরান ও একটি শতরানও করেছেন। ৪০৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে কোহলি ১৩০৭২ রান করেছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। এখন এই ফরম্যাটে শুধু আইপিএল খেলেন তাও কোহলির দাপট কমেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশতরানের মালিক ডেভিড ওয়ার্নারের। ১০৮টি অর্ধশতরান করা ওয়ার্নার আইপিএলে যদিও দল পাননি ওয়ার্নার। পাকিস্তান সুপার লিগে পিএসএল খেলছেন। অর্ধশতরানের তালিকায় ওয়ার্নারের পরেই রয়েছেন কোহলি। তৃতীয় স্থানে বাবর আজম ৯০টি অর্ধশতরান।

রাজস্থান রয়্যালস ১৭৩/৪ (যশস্বী ৭৫, জুড়েল ৩৫, হ্যাজেলউড ২৬/১)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৭৫ (সল্ট ৬৫, কোহলি ৬২, কার্তিকেয় ২৫/১)
৯ উইকেটে জয়ী আরসিবি

ফিল সল্টের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে হারায় আরসিবি। আম্পায়ারের সন্দেহ? রবিবার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে অভিনব ঘটনার। ম্যাচের মাঝে ব্যাট পরীক্ষা করে দেখেন আম্পায়ার। দু দু’বার। প্রথমে শিমরন হেটমায়ার আর পরে পরীক্ষা করা হয় ফিল সল্টের ব্যাটও। প্রথম ঘটনা, রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে যশস্বী জয়সওয়ালের আউটের পর পাঁচ নম্বরে নামেন হেটমায়ার। উইকেটের অন্য প্রান্তে ধ্রুব জুড়েল। হঠাৎই আম্পায়ার খেলা থামিয়ে দেন। কারণ হেটমায়ারের ব্যাটের আকার নিয়ে সন্দেহ হয়েছিল। ব্যাটের আকার জানতে গজ-ফিতে দিয়ে মাপেন আম্পায়ার। পরীক্ষায় পাশ করেন ক্যারিবিয়ান তারকা। পরে সল্টের ব্যাটও পরীক্ষা করা হয়। সসম্মানে উত্তীর্ণ হন। আইপিএলের ৫.৭ ধারা অনুযায়ী, ব্যাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি বা ৯৬.৫২ সেন্টিমিটারের বেশি হবে না। চওড়ায় হবে ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেমি। রাজস্থানের হেটমায়ার ৮ রানে আউট হন। আরসিবি’র ফিল সল্ট ৩৩ বলে ৬৫ রান করেন।

রাজস্থানকে হারিয়ে আবার জয়ের সরণিতে বেঙ্গালুরু। ১৭৪ রানের লক্ষ্যমাত্রা ১ উইকেট হারিয়ে তুলে নেয়। সৌজন্যে ফিল সল্ট এবং বিরাট কোহলি। সল্ট ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হলেও বিরাট কোহলি অপরাজিত থাকেন। বিরাট নজিরও গড়েন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে শততম হাফসেঞ্চুরির মালিক। টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক রজত পাতিদার। রাজস্থানের দুই ওপেনারই প্রথম ৬ ওভারে তোলেন ৪৫। এরপর ছন্দপতন। ক্রুণাল পাণ্ডিয়ার বলে স্ট্যাম্প হয়ে সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন ১৫। রাজস্থানের ইনিংস এগিয়ে নিয়ে যান যশস্বী জয়সওয়াল। ৪৭ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে। কোহলির হাত থেকে ক্যাচ ফস্কেছে। ১৭তম ওভারের শেষ বলে সুযশ শর্মাকে তুলে মেরেছিলেন ধ্রুব জুরেল। লং-অফে লোপ্পা ক্যাচ ফেলে দেন কোহলি। রিয়ান পরাগ ৩০ এবং ধ্রুব জুড়েল ৩৫ রান করার ফলে রাজস্থানের রান ১৭৩। ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জস হ্যাজেলউড, ক্রুণাল পাণ্ডিয়া নেন একটি করে উইকেট। আরসিবি’র দুই ওপেনার ফিল সল্ট ও কোহলি আক্রমণাত্মক শুরু করেন। ৩৩ বলে ৬৫ করে কুমার কার্তিকেয়র বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সল্ট। রাজস্থানের একমাত্র সাফল্য বলতে এটুকুই। কোহলি ফিনিশারের ভূমিকা পালন করে আরসিবি’কে জয়ের সরণিতে পৌঁছে অপরাজিত থাকেন ৪৫ বলে ৬২ রানে। ৩৯ বলে পঞ্চাশের গণ্ডি টপকান কোহলি। দেবদত্ত পাড়িক্কল ২৮ বলে ৪০ রানে অপরাজিত। ১৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।‌

মুম্বই ইন্ডিয়ান্স ২০৫/৫ (তিলক ৫৯, রিকেলটন ৪১, সূর্যকুমার ৪০, নমন ৩৮, কুলদীপ ২৩/২)
দিল্লি ডেয়ার ডেভিল ১৯৩/১০ (করুণ ৮৯, পোড়েল ৩৩, করন শর্মা ৩৬/৩)
১২ রানে জয়ী মুম্বই

ফিল সল্টের ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে হারায় আরসিবি। আম্পায়ারের সন্দেহ? রবিবার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে অভিনব ঘটনার। ম্যাচের মাঝে ব্যাট পরীক্ষা করে দেখেন আম্পায়ার। দু দু’বার। প্রথমে শিমরন হেটমায়ার আর পরে পরীক্ষা করা হয় ফিল সল্টের ব্যাটও। প্রথম ঘটনা, রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে যশস্বী জয়সওয়ালের আউটের পর পাঁচ নম্বরে নামেন হেটমায়ার। উইকেটের অন্য প্রান্তে ধ্রুব জুড়েল। হঠাৎই আম্পায়ার খেলা থামিয়ে দেন। কারণ হেটমায়ারের ব্যাটের আকার নিয়ে সন্দেহ হয়েছিল। ব্যাটের আকার জানতে গজ-ফিতে দিয়ে মাপেন আম্পায়ার। পরীক্ষায় পাশ করেন ক্যারিবিয়ান তারকা। পরে সল্টের ব্যাটও পরীক্ষা করা হয়। সসম্মানে উত্তীর্ণ হন। আইপিএলের ৫.৭ ধারা অনুযায়ী, ব্যাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি বা ৯৬.৫২ সেন্টিমিটারের বেশি হবে না। চওড়ায় হবে ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেমি। রাজস্থানের হেটমায়ার ৮ রানে আউট হন। আরসিবি’র ফিল সল্ট ৩৩ বলে ৬৫ রান করেন।

টস হেরে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৫ রান করেছিল। তিলক বর্মা ৩৩ বলে ৫৯ রান করেন। এছাড়া রায়ান রিকেলটন ২৫ বলে ৪১, সূর্যকুমার যাদব ২৮ বলে ৪০ এবং নমন ধীরে ১৭ বলে অপরাজিত ৩৮ রান করেন। সেই রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৯ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায়। দিল্লির হয়ে করুণ নায়ার সর্বোচ্চ ৪০ বলে ৮৯ রান করেন। এছাড়া ২৫ বলে ৩৩ করেন অভিষেক পোড়েল। রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে নাটকীয় ভঙ্গিতে জয়ে ফিরল মুম্বই। ব্যর্থ করুণ নায়ারের লড়াই। প্রত্যাবর্তনের মঞ্চে ৪০ বলে ৮৯ রান করেও নিজের দলকে জেতাতে পারলেন না তিনি। তিলক বর্মা ৫৯, রিয়ান রিকেলটন ৪১ এবং নমন ধীরের ৩৮ রান। করন শর্মার বোলিং জয়ের সরণিতে ফেরাল হার্দিক পাণ্ডিয়ার দলকে। দিল্লির দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ১৮ এবং হার্দিক পাণ্ডিয়া ২ রান পাননি। ২৫ বলে ৪১ রান করেন রিকেলটন। সূর্যকুমার যাদব ২৮ বলে ৪০ রান, তিলক বর্মা ৩৩ বলে ৫৯ রান এবং নমন ধীর ১৭ বলে ৩৮ রান। ২০ ওভার শেষে ২০৫ রান তোলে মুম্বই। করুন নায়ার আইপিএলে শেষ বার অর্ধশতরান করেছিলেন ২০১৮ সালে। সাত বছর পর ৫০ রানের গণ্ডি পার করলেন। বিজয় হাজারেতে অবিশ্বাস্য ব্যাটিং ফর্মে ফাইনালে উঠেছিল বিদর্ভ। বারোটি চার ছয়টা ছক্কায় ৪০ বলে ৮৯ রানে করেন। করুণ ভারতের হয়ে শেষ বার খেলেছিলেন ২০১৭ সালে। মুম্বইকে হারানোর স্বপ্ন ভঙ্গ হল। দিল্লির অভিষেক পোড়েল ৩৩ রান, কে এল রাহুল ১৫ রান, বিপরাজ নিগম ১৪ রান করেন। ১৯ ওভারে ১৯৩ রানে অল আউট দিল্লি। ১২ রানে ম্যাচ জেতে মুম্বই। আইপিএল ২০২৫ মরশুমে এটাই দিল্লির প্রথম হার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার। ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। আইপিএল ২০২৫ মরশুমের প্রথম ম্যাচে হার দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবলের শীর্ষস্থানও হারিয়ে দিল্লি নেমে গেল দুই নম্বরে। শীর্ষে গুজরাট টাইটান্স। দিল্লিকে হারিয়ে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স উঠে এল সাতে। রাজস্থান রয়্যালসকে জয়পুরে হারিয়ে পয়েন্ট টেবলের তিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। রাজস্থান আটে।

আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
১) গুজরাট টাইটান্স ৬ ম্যাচে ৪ জয়, ২ হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +১.০৮১)
২) দিল্লি ক্যাপিটালস ৫ ম্যাচে ৪ জয়, ১ হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.৮৯৯)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ ম্যাচে ৪ জয়, ২ হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.৬৭২)
৪) লখনউ সুপার জায়ান্টস ৬ ম্যাচে ৪ জয়, ২ হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.১৬২)
৫) কলকাতা নাইট রাইডার্স ৬ ম্যাচে ৩ জয়, ৩ হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.৮০৩)
৬) পাঞ্জাব কিংস ৫ ম্যাচে ৩ জয়, ২ হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.০৬৫)
৭) মুম্বই ইন্ডিয়ান্স ৬ ম্যাচে ২ জয়, ৪ হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.১০৪)
৮) রাজস্থান রয়্যালস ৬ ম্যাচে ২ জয়, ৪ হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.৮৩৮)
৯) সানরাইজার্স হায়দরাবাদ ৬ ম্যাচে ২ জয়, ৪ হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.২৪৫)
১০) চেন্নাই সুপার কিংস ৬ ম্যাচে ১ জয়, ৫ হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.৫৫৪)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles