Tuesday, April 8, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আইএসএল ফাইনালে মোহনবাগান, যুবভারতীতে জামশেদপুরকে উড়িয়ে বেঙ্গালুরুর সামনে সবুজ মেরুন

মোহনবাগান: ২ (কামিংস, আপুইয়া)
জামশেদপুর: ০
দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে জয়ী মোহনবাগান।

যুবভারতীতে বিস্ফোরণ। প্রায় ষাট হাজার সবুজ-মেরুন জনতা। উদ্বেগ, উৎকণ্ঠার অবসান। সমর্থকদের আনন্দের স্ফূরণ। ৯৩ মিনিটের গোলে মোহনবাগান শিবিরে লিগ শিল্ড, নায়ক দিমি পেত্রাতোস। জামশেদপুরের বিরুদ্ধে দ্বিতীয় লেগ। নির্ধারিত সময়ের ম্যাচ প্রায় শেষ মুহূর্ত। ১-০ গোলে এগিয়ে মোহনবাগান। দুই পর্ব মিলিয়ে ফলাফল ২-২। যুবভারতীতে নির্ধারিত সময়ের ম্যাচ ধাবমান অতিরিক্ত সময়ে। চোট কাটিয়ে দলে ফেরা আপুইয়ার শেষ মুহূর্তে দূরপাল্লার শট। রকেটের বেগে আগুনে শট জালে। ফাইনাল নিশ্চিত মোহনবাগানের।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মঙ্গলে ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের। সেই ম্যাচের আগে সোমবার যুবভারতীতে ঋষভ পন্থ। মোহনবাগান সুপার জায়ান্টের খেলা দেখতে যান। সঙ্গী সঞ্জীব গোয়েঙ্কা। লখনউ দলের মালিক এবং মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার। লখনউয়ে কোচ জাস্টিন ল্যাঙ্গারও গ্যালারিতে হাজির ছিলেন। বাংলার শিল্পপতি গোয়েঙ্কার দল লখনউ। ইডেনে মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি পরে খেলছেন একাধিক বার। মোহনবাগান দলকে উৎসাহ দিতে গ্যালারিতে পন্থ। পন্থকে বিরতির মাঝে সমর্থকদের অটোগ্রাফ। আইপিএলে লখনউ ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায়। কলকাতায় খেলতে নামার আগে আত্মবিশ্বাসী পন্থেরা।

আইএসএল সেমিফাইনাল। মোহনবাগানের সঙ্গে জামশেদপুরের দ্বিতীয় পর্বের ম্যাচ। লিগ পর্যায়ে শীর্ষে থাকা দলের প্রথম লেগে হার জামশেদপুরে। লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। প্রতিশোধের আগুন যেন লেলিহান শিখা। জেমি-দিমিরা কথা রাখলেন। বদলা নিলেনও। মোহনবাগানের স্কোরবোর্ডে ৫১ মিনিটে কামিংসের গোল পেনাল্টি থেকে। শেষ মুহূর্তে মোহনবাগানের ফাইনালের টিকিট পাকা করার কারিগর আপুইয়া। যুবভারতীতে ২-০ গোলে জামশেদপুরকে উড়িয়ে ফের আইএসএলের ফাইনালে মোহনবাগান। দুই পর্বে ফল ৩-২। শুরুতে মোহনবাগানের অনিরুদ্ধ থাপার সঙ্গে মাঝমাঠে চোট সারিয়ে ফেরা আপুইয়া। আক্রমণভাগে ম্যাকলারেনের পিছনে কামিংস। দুদিকে আশিক কুরুনিয়ান ও লিস্টন কোলাসো। ক্রমাগত আক্রমণে কোনও রকমে রক্ষণভাগ সামাল দিচ্ছালেন জামশেদপুরের প্রণয় হালদাররা। কার্ডের জন্য স্টিফেন এজে, আশুতোষ মেহতারা অনুপস্থিত। প্রথমার্ধে ২ মিনিটে লিস্টনের ফ্রি-কিক। থাপার দূরপাল্লার শট সেভ করেন আলবিনো গোমস। আশিস রাইয়ের শটও বাঁচান জামশেদপুরের গোলকিপার। কামিংস বল উড়িয়ে দিলেন বারের উপর দিয়ে। গোললাইন থেকেও বল ক্লিয়ার করেন সৌরভ দাস। প্রথমার্ধে সহজ সুযোগটি মিস করলেন কামিংস। জর্ডান মারে একা লড়াইয়ে ছিলেন মোহনবাগানের অর্ধে। একটি শটও বাঁচিয়ে দেন বিশাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ জামশেদপুরের। দূরপাল্লার শট জাভিএর। গোলের সহজ সুযোগের সামনে মোহনবাগান। কামিংস, লিস্টন, জেমিরা শুধু জালে বল জড়াতে পারলেন না। ৫১ মিনিটে কামিংসের কর্নার হাতে লাগে প্রণয়ের। পেনাল্টি নিয়ে কোনও সংশয় ছিল না রেফারি তেজস নাগভেঙ্করের। পেনাল্টি থেকে গোল করতে ভুল করলেন না কামিংস। ষাট হাজারের যুবভারতী উত্তাল। বাঁধনহারা উচ্ছ্বা। আশিসের ক্রস কোনও মতে ক্লিয়ার করেন জামশেদপুরের ডিফেন্ডার সিরকোভিচ। ম্যাকলারেনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট।আশিকের জায়গায় মনবীরকে নামান মোলিনা। সুযোগ মিস করা কামিংসের জায়গায় এলেন বহু যুদ্ধের অভিজ্ঞ সৈনিক দিমি পেত্রাতোস। ম্যাচের শেষবেলায় আপুইয়ার গোল। লক্ষ লক্ষ সমর্থকের আবেগ, ভালোবাসা জামশেদপুরের জালে। যুবভারতীতে ফিরতি লেগে ২-০ গোলে জিতল মোহনবাগান। সব মিলিয়ে ফল ৩-২। টানা তৃতীয়বার আইএসএল কাপ ফাইনালে উঠল সবুজ-মেরুন। সামনে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। ফাইনাল যুবভারতীতেই। গতবারের অধরা কাপ স্পর্শ করার সুযোগ হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টের।

সুপার কাপে কলকাতার ডার্বি? দুই প্রধানই তাদের প্রথম ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ২৬ এপ্রিল। কলিঙ্গ সুপার কাপের কলকাতা ডার্বি হওয়া নিয়ে সংশয়। কলিঙ্গ সুপার কাপ ২০২৫-এ ইস্টবেঙ্গল, মোহনবাগান ম্যাচের নিশ্চয়তা নেই। কলকাতার ডার্বির দামামা নাও বাজতে পারে। কোনও একটি দল প্রথম ম্যাচ হেরে গেলেই, ডার্বির আর কোনও সম্ভাবনা থাকবে না। মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। আইএসএলের ১৩টি দলই সুপার কাপে খেলবে। আই লিগের প্রথম তিন দল খেলার সুযোগ পেয়েছে। সুপার কাপের পঞ্চম আসর বসতে চলেছে ২০ এপ্রিল থেকে, ভুবনেশ্বরে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ৩ মে। সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ জানিয়েছে, এবারের আসরটিও প্রথম দু’বারের মতো সরাসরি নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে। তৃতীয় ও চতুর্থ সুপার কাপে যেমন গ্রুপ পর্ব এবং নকআউট- মিলিত ফরম্যাটে হয়েছিল, এ বার তা হচ্ছে না। টুর্নামেন্ট শুরু হবে সরাসরি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে। ২০ এপ্রিল প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি। সে দিনই আবার আইএসএল শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে আই-লিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। কলকাতার আর এক আইএসএল দল মহমেডান এসসি প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র। দুই প্রধান তাদের প্রথম ম্যাচ জিতলে ২৬ এপ্রিলের কোয়ার্টার ফাইনালে ইস্ট-মোহনের দ্বৈরথ হবে। অন্যদিকে, মহমেডান কোয়ার্টার ফাইনালে উঠলে মুখোমুখি হতে পারে জামশেদপুর এফসি অথবা হায়দরাবাদ এফসি-র। টুর্নামেন্টের দুই সেমিফাইনালই হবে ৩০ এপ্রিল এবং ফাইনাল ৩ মে।

সুপার কাপ ২০২৫-এর সূচি:
২০ এপ্রিল: কেরল বনাম ইস্টবেঙ্গল (দুপুর ৪.৩০টা)
২০ এপ্রিল: মোহনবাগান বনাম আই লিগের ক্লাব (রাত ৮টা)
২১ এপ্রিল: গোয়া বনাম আই লিগের ক্লাব (দুপুর ৪.৩০টা),
২১ এপ্রিল: ওড়িশা বনাম পঞ্জাব এফসি (রাত ৮টা)
২৩ এপ্রিল: বেঙ্গালুরু বনাম আই লিগের ক্লাব (দুপুর ৪.৩০টা)
২৩ এপ্রিল: মুম্বই বনাম চেন্নাইয়িন (রাত ৮টা)
২৪ এপ্রিল: নর্থইস্ট ইউনাইটেড বনাম মহমেডান (দুপুর ৪.৩০টা)
২৪ এপ্রিল: জামশেদপুর বনাম হায়দরাবাদ (রাত ৮টা)
২৬ এপ্রিল: ২টি কোয়ার্টার ফাইনাল
২৭ এপ্রিল: ২টি কোয়ার্টার ফাইনাল
৩০ এপ্রিল: ২টি সেমিফাইনাল
৩মে: ফাইনাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles