Friday, April 4, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আইপিএলের টিকিট নিতে হলে রক্ত দিতে হবে! জোলায় ‘‌কালো হাতের কর্তা, ওরা কারা?‌ জেলা ক্রীড়া সংস্থার টিকিট ‘‌বিতরণ’‌এ কালোবাজারী ঘিরে নানা অনৈতিক কাজ?‌ জেলা থেকে একাধিক জনের অনুপ্রবেশ ‘‌সিএবি’‌তে!‌

এক বোতল রক্ত। বিনিময়ে আইপিএলের টিকিট। আবার টিকিটের বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। রক্ত দাও। আইপিএলের টিকিট নাও! কোচবিহার জেলা ক্রীড়া সংস্থায় এই রকম ভয়ঙ্কর ঘটনার তীব্র অভিযোগ। সূত্রের খবর, আইপিএলের টিকিট দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকাও তোলা হচ্ছে। টিকিটের প্রলোভন দেখিয়ে রক্ত দিতেও বলা হচ্ছে বলে বিস্তর অভিযোগ। টিকিট বিতরণ ঘিরে নানা অনৈতিক কাজ চলছে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থায় বলে অধিকাংশের অভিযোগ। হাওড়া জেলা ক্রীড়া সংস্থার অন্দরমহলেও ভিন্ন ভিন্ন অভিযোগে চরম ক্ষোভ। জেলা সংস্থার প্রোমোটার-‌দালালির পেশায় নিযুক্ত অধিকাংশ কর্মকর্তা নিজেদের অসচ্ছতাকে ঢাকতে ‘‌সিএবি’‌র মতো প্রতিষ্ঠিত সংস্থাকে বেছে নিয়েছেন। পরে ধীরে ধীরে বাঁকা পথে গুপ্ত রোজগারের পথ হিসাবেও ব্যবহার করে চলেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলীর অগোচরে এইরকম কর্মকাণ্ড ঘটে চলেছে, তা হয়তো তিনি টেরই পাচ্ছেন না। এমনকি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলী ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের ছবি হাওড়া জেলার অনুষ্ঠানে বড় বড় করে ব্যবহারে জনৈক জেলার কর্তারা ‘‌নিজ’‌ প্রচারের বহর বৃদ্ধি করতে গিয়ে, অপমান করে বসলেন খোদ আন্তজার্তিক মহিলা ক্রিকেটারদেরই বলে অভিযোগ। ক্ষুব্ধ ও অপমানিত জাতীয় মহিলা ক্রিকেটাররা অনুষ্ঠানের মাঝপথেই ফিরে আসেন বলে জানা গেছে।

আইপিএলের সময় প্রত্যেক জেলার ক্রীড়া সংস্থাকে টিকিট দেওয়ার প্রথা চিরাচরিত। ২০২৫ আইপিএলে ২০টি টিকিট বরাদ্দ করা হয়েছে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থাকে। টিকিটের দাম ৯০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা। সংস্থার হাতে থাকা সব দামের টিকিট বিতরণেই বিপুল দুর্নীতির অভিযোগ। বাড়তি টাকা দাবি করা। টিকিটের বিনিময়ে রক্ত নেওয়া। ভয়ঙ্কর অভিযোগের তালিকায় জেলার ক্রীড়া সংস্থাগুলোর? তালিকায় হাওড়াও রয়েছে বলে জানা যাচ্ছে। হাওড়া ক্রীড়া সংস্থায় দু-‌এক জনের বিরুদ্ধে এরকম অভিযোগও শোনা যাচ্ছে। ফুটবল সংস্থায় খেই না পেয়ে জেলা সংস্থার ক্রিকেট প্রশাসনে জোর করে অনুপ্রবেশের চেষ্টা। এখানেই শেষ নয়। টিকিট নিয়ে কালোবাজারী। বাংলার ক্রিকেট সংস্থায় যে কোনও জেলা ক্রীড়া সংস্থার একজন প্রতিনিধির উপস্থিতির নির্দেশ থাকা সত্ত্বেও একাধিক প্রতিনিধি এসে গলায় কার্ড ঝুলিয়ে বিচরণ করেন। বিপুল রাজনীতির শিকার হাওড়া জেলা ক্রীড়া সংস্থার সদ্যস্যরা বলে অভিযোগ অন্দরমহলে।

বীরভূমের কোনও কর্তার লেজ ধরে আসা জনৈক ব্যক্তি শ্যুটেড-‌বুটেড হয়ে সারা সিএবি জুড়ে ঘোরাফেরা করেন বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক কর্তাবৃন্দরা। জনৈক হোটেল-‌রিসর্টের ব্যবসায়ী অবাধে সিএবির যে কোনও ঘরে আচমকাই ঢুকে পড়েন অবাধে। জনৈক ব্যক্তির এই অবাধ প্রবেশে, খোদ সিএবির সদস্য-‌কর্তাদের মধ্যে চাপা প্রশ্ন ও ক্ষোভমিশ্রিত অভিযোগ।‘‌‘‌সিএবিতে নাকি বিশাল সোর্স!‌ সব ক্রিকেটারদের নাকি অনায়াসেই হাজির করতে পারেন!‌ সিএবির সব কর্তারা নাকি তার হাতের মুঠোয়!‌’‌’-‌এমনটাও বলে নিজের ব্যবসা তরান্বিত করার অভিযোগ রয়েছে জনৈক‌‌ শ্যুটেড-‌বুটেড হোটেল-‌রিসর্টের ব্যবসায়ীর নামে। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার অন্দরে এই নিয়ে তুমুল বিবাদ। সংস্থার একপক্ষের দাবি, আইপিএলের টিকিট দেওয়ার বিনিময়ে বিরাট অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। টিকিটের যা দাম, তার থেকেও বেশি টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রত্যেক বছর কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত দিলে আইপিএলের টিকিট মিলবে, এমন প্রলোভনও দেখানো হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা জেনারেল সেক্রেটারি সুব্রত দত্ত। তাঁর কথায়, কাউকেই টাকা দেওয়ার জন্য জোর করা হচ্ছে না। সংস্থার কাজ যেন সুষ্ঠুভাবে চলতে পারে, সেই জন্য অনুদান দিতে অনুরোধ করা হচ্ছে। যাঁরা ইচ্ছুক, তাঁরাই নিজেদের ইচ্ছামত অর্থ দিচ্ছেন অনুদান হিসাবে। অনুদানের রসিদও দেওয়া হয়েছে তাঁদের। বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। জেলার ক্রীড়া সংস্থায় ঘটে যাওয়া ঘটনাগুলোর দিকে নজর রাখছেন ক্রিকেট অ্যাসোসিয়েশ অব বেঙ্গলের সভাপতি নিজেই।

এদিকে ইডেনে পিচ সমস্যার সমাধান। হায়দরাবাদ ম্যাচের আগে পিচ বিতর্ক মিটিয়ে নিল কেকেআর। ইডেন পিচে জল দেওয়া কম। ইডেনে হোম অ্যাডভান্টেজ পেতে চলেছে কেকেআর! জোর চর্চা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে পিচ পালটেও ফেলা হচ্ছে। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে নাইট মেন্টর ডোয়েন ব্র্যাভো বলেন হোম অ্যাডভান্টেজ মানে কেবল পছন্দমতো পিচ পাওয়া নয়। ঘরের মাঠে দর্শকরা যে সমর্থন করেন, সেটাই হোম অ্যাডভান্টেজ। প্যাট কামিন্সদের বিরুদ্ধে ইডেনে খেলতে নামার আগে ব্র্যাভো বলেন, “পিচ নিয়ে আমি সেরকম কিছু জানি না। আমার মনে হয় যে দল ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। ঘূর্ণি থাকছে কিনা সেটা দেখেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।”

পিচ নিয়ে কোনওরকম মন্তব্য করতে তিনি রাজি নন। ইডেনে হোম অ্যাডভান্টেজ মিলছে কিনা, সেই প্রশ্নের উত্তরে ব্র্যাভো বলেন, সমর্থকরা যে মাঠে এসে গলা ফাটান সেটাকেই হোম অ্যাডভান্টেজ হিসাবে মনে করেন নাইট মেন্টর। ইডেন পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। বল টার্ন করানোর যাবতীয় বন্দোবস্ত। দুটো পিচ পাশাপাশি পিচে একটা সামান্য ঘাস অন্যটা ন্যাড়া এবং দুটোই শুকনো। ৩ ও ৮ এপ্রিলের দুই ম্যাচের জন্য পিচের দুটোতেই বল ঘুরবে। তবে কেকেআর-‌এসআরএইচ ম্যাচের পিচ বিষয়ক শেষ কথা বলবেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জ্জী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles