Thursday, April 3, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কলকাতা-লক্ষ্ণৌ ম্যাচের‌ টিকিটের দাম কমে গেল!‌ ইডেনের পিচ-বিতর্কে উত্তাল আইপিএল, উত্তাপ ক্রমশ বাড়ছে

ইডেনে কেকেআর ম্যাচের টিকিটের দাম কমে গেল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নাইটদের ম্যাচ ৮ এপ্রিল। টিকিটের দাম কমেছে।৩ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের দাম অপরিবর্তিত। ইডেনে আরসিবির বিরুদ্ধে ম্যাচের টিকিটের দাম বেশী থাকায় অনেক চর্চা হয়েছিল। ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের দিন কেকেআর বনাম আরসিবি ম্যাচের টিকিটের ন্যূনতম দাম ছিল ৯০০ টাকা। এরপর ২০০০, ৩৫০০, ৫০০০, ৬০০০, ১০ ও ১৫ হাজার টাকার টিকিট কিনেছেন সমর্থকরা। ৮ এপ্রিল লখনউ ম্যাচের ন্যূনতম টিকিটের দাম ৯০০ টাকাই থাকছে। ১২০০, ১৫০০, ১৮০০ টাকার টিকিটের দাম কমছে। ২০০০ টাকাও কমছে টিকিটের দাম। ক্লাব হাউসের আপার টিয়ার ৬০০০ টাকা ও লোয়ার টিয়ারের দাম ১০০০০ টাকা। এরপর ১২ , ২৫ ও ৩৫ হাজার টাকার টিকিট। ৩ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের টিকিটের দাম অপরিবর্তিতই। গতবছর আইপিএলে ৭৫০ টাকা টিকিটের দাম থেকে এবছর বেড়ে হয়েছিল ৯০০ টাকা। ২২ মার্চ উদ্বোধনে ইডেনে উপস্থিত ছিলেন শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা। বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচ। ৬ তারিখের বদলে ৮ এপ্রিল পন্থদের বিরুদ্ধে নাইটদের ম্যাচ শুরু দুপুর সাড়ে তিনটে থেকে।

ইডেনের পিচ-বিতর্ক। সরব কেকেআর কোচ। ‘সবাই ঘরের মাঠের সুবিধা চায়।’ মুখ খুললেন নারাইনকে নিয়েও। উত্তাপ ক্রমশ বাড়ছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ঘরের মাঠের সুবিধা চান বলেই জানান। আইপিএলের দলগুলিকে ঘরের মাঠে সুবিধাজনক পিচ দেওয়া উচিত। চন্দ্রকান্ত বলেন, “কে সেটা নিয়ে খুশি হবে না বলুন তো? এটা তো খুব সহজ উত্তর। আসলে কোচ বা টিম ম্যানেজমেন্টের সদস্য হিসাবে আমাদের কাছে যে পিচ দেওয়া হয় সেটাতেই খেলি। নিয়ন্ত্রণ সব সময়েই থাকে কিউরেটরের হাতে। আমি জানি না অন্যান্য রাজ্যে বা অন্য মাঠে দলগুলোর হাতে মাঠের নিয়ন্ত্রণ থাকে কি না। যে পিচ আমাদের দেওয়া হয় তাতে কিছু যেন আমাদের জন্য থাকে। কোচ, অধিনায়ক, দল পরিচালন সমিতি সেটাই আশা করে। এই মুহূর্তে আমার ফোকাস পুরোপুরি কালকের ম্যাচে। এই ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই কী করতে হবে, কার হাতে কী আছে সে সব নিয়ে ভাবছিই না। সব নজর শুধু মুম্বই ম্যাচে। সুনীল ১০০ শতাংশ ফিট। খুব ভাল ভাবে সুস্থ হয়ে উঠেছে। অনুশীলন করছে। ওকে দেখে ভালই লাগছে। সবার আগে আমি নিজের দলের খেলার দিকে চোখ রাখতে চাই। আমরা ভাল খেলেছি। মুম্বই সেটা পারেনি বলেই দুটো ম্যাচে হেরেছে। তাই আমাদের কাছে বাড়তি সুবিধা তো বটেই। ওদের আরও চাপে ফেলতে পারব। তবে এটাও ঠিক, খেলাটা মুম্বইয়ে। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের। এটাই আমাদের পরিকল্পনা এবং আশা করি সেটা কাজেও লাগাতে পারব।”

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারের পরেই অধিনায়ক অজিঙ্ক রাহানে ইডেনে ঘূর্ণি পিচ বানানোর কথা বলেন প্রেস কনফারেন্সে। ম্যাচের আগের দু’দিন পিচ ঢাকা থাকায় হয়তো সেটা সম্ভব হয়নি। পাল্টা ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছিলেন, কেকেআরের তরফে নির্দিষ্ট পিচ তৈরির কোনও অনুরোধ তাঁর কাছে আসেনি। আগামী ম্যাচগুলিতে ঘূর্ণি উইকেট পেতে পারে কেকেআর। মুম্বই টানা ২ ম্যাচ হেরে সোমবার ওয়াংখেড়েতে বিরুদ্ধে নামছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles