Thursday, April 3, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

জমকালো উদ্বোধন অনুষ্ঠান মাতালেন সঞ্চালক শাহরুখ! শ্রেয়ার গানে, দিশার নাচে আলোকেরই ঝর্ণাধারায় তারকার মেলা,ইডেনে মাঠে ঢুকে কোহলিকে সাষ্টাঙ্গে প্রণাম করে জড়িয়ে ধরলেন বিরাট সমর্থক

শণি সন্ধ্যা ইডেন সুন্দরী সেজে উঠেছিল অপরূপ সাজে। একের পর এক বর্ণাঢ্য অনুষ্ঠান। শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান। সকাল থেকেই কলকাতার আকাশ ছিল ঘন মেঘে আবৃত। বৃষ্টির ভ্রুকুটি নামমাত্র থাবা বসাতে পারল না ইডেনে। শাহরুখ-শো হিট। উদ্বোধনী অনুষ্ঠানও হিট। শাহরুখ নাচলেন, গাইলেন শ্রেয়া ঘোষাল। কিং খানের সিনেমার ছবির গানে পা মেলালেন বিরাট কোহলি, রিঙ্কু সিং। কিং খানের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন কেকেআরের তারকা রিঙ্কু সিং। শাহরুখ জিজ্ঞাসা, ”কেমন আছো কলকাতা?” ভরা ইডেনে গর্জন, ভাল আছে শহর কলকাতা। ২০০৮-এর বেঙ্গালুরুর চিন্নাস্বামী। ২০২৫-এর ইডেন গার্ডেন্স। ১৮ বছর। ১৮ তম আইপিএল। ভারতীয় ক্রিকেটের থ্রি মাস্কেটিয়ার্স শচীন তেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়রা ক্রিকেটারের শিরস্ত্রাণ খুলে রেখেছেন। সূচনার দিনও বিরাট কোহলি। এবারও সাবালক বিরাট আইপিএলে। বিরাট বনস্পতি।

১৮ বছর আগে বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে ঝড় তুলেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। ২০২৫ এ উদ্বেধনেই ঝড় তুললেন দিলেন শাহরুখ খান। মঞ্চে কিং খান। বাইশ গজে কিং কোহলি। শাহরুখের কণ্ঠস্বরেই বোধন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। বলিউড বাদশার উদ্বোধনী মঞ্চে সঞ্চালনা করবেন। শাহরুখ এলেন, দেখলেন জয় করলেনও। শাহরুখ ডায়লগ ”পার্টি পাঠান কে ঘর রাখোগে তো পাঠান তো মেহমান নওয়াজি কে লিয়ে তো আনা পড়েগা।” আইপিএল বিশ্বের সেরা ক্রিকেটীয় ইভেন্ট। শাহরুখের মতে। শাহরুখ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন শ্রেয়া ঘোষাল। কলকাতা-বাংলাকে হৃদয়ে জড়িয়ে সুরেলা কণ্ঠস্বরে ধ্বনি তুলল, ”আমি যে তোমার…।” শ্রেয়া মায়াজাল বিছিয়ে মায়াবী আলোর ছটায় ইডেনকে করে তুললেন আরও মায়াবিনী। সুরের মূর্ছনায় ভাসল কলকাতা। র‌্যাপিড গানে গানে রঙ্গ দে বাসন্তী, ওম শান্তি ওম, বালম স্বামী, ভাগ মিলখা ভাগ। গাইলেন সব ফ্র্যাঞ্চাইজির গানই। শেষে ‘‌বন্দে মাতরম’‌।

তিলোত্তমা কল্লোলিনী কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠান। পিপাসার পরিতৃপ্তি। তারকাখচিত উপস্থিতি। বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি, নব্য সচিব দেবজিৎ সইকিয়া-সহ বিসিসিআই-এর একাধিক প্রশাসক। রাজীব শুক্লা। ধোনির বায়োপিকে ‘‌প্রিয়াঙ্কা ঝা’‌-র ভূমিকায় অভিনয় করা দিশা পাটানি পা মেলালেন ‘‌পাগল হয়ে হয়ে যাব’‌ গানে। মঞ্চ মাতালেন করণ আউজালও। হাওয়া অফিসের চৈতাবনী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান। আতস বাজীর শব্দমূখর ও আলোর ঝলকানিতে মুখরিত কলকাতার আকাশ বাতাস। ১৯৯৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ভেস্তে গিয়েছিল বৃষ্টি-দমকা হাওয়ায়। লেজার শো হওয়ার কথা ছিল ইডেনে। নষ্ট হয়ে যায়। আশঙ্কা, দুর্ভাবনা-উদ্বেগকে ব্যাকফুটে ফেলে দিয়ে কলকাতা উজ্জ্বল-ভাস্বর স্বমহিমায়। ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ইডেন সুপারহিট। শাহরুখ মঞ্চে ডেকে নিলেন কোহলিকে। বললেন, ”প্রথম দিন থেকে ১৮ বছর ধরে এক ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলে যাচ্ছে বিরাট ভাই।” ইডেন উত্তাল। ধ্বনি উঠল, ”কোহলি-কোহলি।”ট্রফি নিয়ে মঞ্চে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার। কোহলিকে ১৮ বছরের জন্য একটি বিশেষ স্মারক তুলে দেওয়া হল। কেকও কাটলেন সকলে।

ইডেনে উদ্বোধন অনুষ্ঠান ছিল জমজমাট। শাহরুখের সঞ্চালনায় শ্রেয়ার গান আর নিশার নাচ। পারফরমেন্স জমে ক্ষীর। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গেই নাচ বিরাট কোহলির। এরপর জয় শাহ, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী ইডেন বেল বাজিয়ে ম্যাচের শুরু করেন। টস জিতে আরসিবি অধিনায়ক রজত পতিদার প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে নাইট রাইডার্সের ওপেনার সুনীল নারিন এবং কুইন্টন ডি কক জুটি বেশীক্ষন স্থায়ী হল না। বোলিং ওপেনে জোশ হেজেলউডের তৃতীয় বলে সহজ ক্যাচ মিস সূয়শ শর্মার। বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন কুইন্টন ডি কক। আবারও জোশ হেজেলউডের বলে জিতেশ শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট কুইন্টন ডি কক মাত্র ৪ রানে। এরপর শুরু রাহানে ধামাকা। সূয়শ শর্মা বলেই লং অনের ওপর থেকে ছয় মেরে নিজে অর্ধশতরান পূরণ করলেন আজিঙ্কা রাহানে মাত্র ২৫ বলেই। ক্রুণাল পাণ্ডিয়ার বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে শট খেলতে গিয়ে রাসিক সালামের হাতে ক্যাচ আউট কেকেআর অধিনায়ক। ৩১ বলে ৫৬ রান করেন রাহানে। ১৩তম ওভারে ক্রুণাল পাণ্ডিয়ার বলে আউট বেঙ্কটেশ আইয়ার মাত্র ৬ রানে প্লে ডাউন হয়ে সাজঘরে ফিরলেন। ক্রুণাল পাণ্ডিয়ার ওভারের শেষ বলে বোল্ড হয়ে গেলেন রিঙ্কু। মাত্র ১২ রানেই সাজঘরে ফিরলেন তিনি। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন ক্রুণাল পাণ্ডিয়া। সুয়শ শর্মা বলে অফ সাইডে কাট করে চার মেরে আন্দ্রে রাসেল পরের বলেই ক্লিন বোল্ড। ২২ বলে ৩০ রান করে আউট রঘুবংশী। কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৭৪ রান।

আরসিজির প্রথম একাদশে বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, রাসিক সালান, সুয়শ শর্মা, জোশ হেজেলউড এবং যশ দয়াল

কেকেআরের প্রথম একাদশে কুইন্টন ডি কক, আজিঙ্কা রাহানে, রিঙ্কু কিং, বেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুবংশী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেন্সর জনসন, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles