রাজ্যবাসীকে ‘ভুয়ো’ বার্তা জানান দিয়ে বিভ্রান্ত করছেন রাজ্যেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল? এমন তথ্য উঠে আসছে আরটিআই রিপোর্টে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে কোনওভাবো কোনওরকন আমন্ত্রণই জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে! কলকাতা থেকে আরটিআই করে জানতে চাওয়া এক কর্মীর ই-মেইলের উত্তরে এমনটাই জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমনটাই দাবি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের ওয়েবসাইটে মমতা ব্যানার্জির একটি আলোচনায় উপস্থিত থাকার কথা। ঘোষণা অনুযায়ী, ২৭ মার্চ কেলগ কলেজের সভাপতি জোনাথন মিচি এবং কোবরা বিয়ারের মালিক করণ বিলিমোরিয়ার সঙ্গে ‘সমাজ উন্নয়ন নারী ও শিশু ক্ষমতায়ন’ শীর্ষক একটি প্রকাশ্য আলোচনা সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির বক্তব্য রাখা নিয়ে কোনও তথ্যই নেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছে। কলকাতার সমাজকর্মী তথা আরটিআই তথ্যের অধিকার বিভাগের কর্মী বিশ্বনাথ গোস্বামী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই বিষয়ে জানতে চেয়ে একটি ইমেল করেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের প্রধান এলিজাবেথ ব্রটরাইট স্পষ্ট ব্যাক্ত করেন “অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই ধরনের কোনও ইভেন্ট সম্পর্কে অবগত নয়। মমতা ব্যানার্জির ভাষণ নিয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই।”
রাজ্যবাসীকে ‘ভুয়ো’ বার্তা দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং তাঁর দল আপাতত নিশ্চুপ বলে জানা যাচ্ছে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের ওয়েবসাইটে মমতা ব্যানার্জির আলোচনায় উপস্থিত থাকার কথাকে ‘গর্বের ঘোষনা’ বলে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছে বিভিন্ন মহল। এছাড়াও অভিযোগ করা হচ্ছে, ২৭ মার্চ কেলগ কলেজের সভাপতি জোনাথন মিচি এবং কোবরা বিয়ার কোম্পানির মালিক করণ বিলিমোরিয়ারের ডাকেই লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এটা কখনওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নয় বলে দাবি বিভিন্ন মহল। লন্ডনের কেলগ কলেজ ও ব্রিটেন প্রবাসী গুজরাটি শিল্পপতি করণ বিলিমোরিয়ার কোবরা বিয়ারের মালিক এই করণ বিলিমোরিয়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন বলে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস যে প্রচার চালাচ্ছে সেটা পুরোপুরি ভুয়ো বলে জোরালো দাবি উঠেছে বিভিন্ন মহলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার কোনও তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটের কাছে। এক গুজরাটি শিল্পপতির আমন্ত্রণে লন্ডনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আইন গবেষক বিশ্বনাথ গোস্বামী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ই-মেইলেই জানতে চান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সমস্ত অনুষ্ঠানের সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তালিকায় আগামী ২৭ মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের কোনও উল্লেখ নেই কেন। জবাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইট জানিয়েছেন, এরকম কোনও অনুষ্ঠানের কথা তাঁর জানা নেই। ই-মেইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ২১ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের কর্মসূচি আপাতত স্পষ্ট নয়।