Saturday, April 19, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মহাকাশ স্টেশনে হার্দিক মিলনে উচ্ছ্বসিত মহাকাশযাত্রীরা‌! দু’‌দিন পরই পৃথিবীতে পা রাখছেন সুনীতা উইলিয়মসরা?

‘একটি অসাধারণ দিন’। ৯ মাস পর সহযোগী সামনে পেয়ে আলিঙ্গন। প্রত্যেকেই দিতে থাকলেন হাততালি! মহাকাশ স্টেশনে সঙ্গীদের পেয়ে উচ্ছ্বসিত সুনীতারা। উৎকণ্ঠা আর দীর্ঘ প্রতীক্ষার অবসান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস এলন মাস্কের ফ্যালকন ৯ রকেট। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার নভশ্চর সুনীতা উইলিয়াম এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরের সঙ্গে দেখা চার মহাকাশচারী অ্যান ম্যাক্লেন, নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভের। ক্রিউ-১০ মহাকাশযানে চড়েই পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। চার নভোচরদের কাজ ও প্ল্যান বুঝিয়ে দিয়ে ক্রিউ-১০ মহাকাশযানেই বুধবার পৃথিবীতে পদার্পণ করবেন সুনীতা উইলিয়মসরা।

নাসার পাঠানো ভিডিয়োতে দেখা গিয়েছে, মহাকাশযানের দরজা খুলে একে একে বেরিয়ে আসছেন চার মহাকাশচারী। অপেক্ষারত সুনীতা, বুচ ভাসতে ভাসতে একে অপরকে আলিঙ্গন করছেন। উচ্ছ্বাস প্রকাশ করছেন। মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি নেই, তাই সকলেই ভাসছেন। ভাসতে ভাসতেই একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছেন। চোখেমুখে দীর্ঘদিন জমে থাকা খুশির ছাপ। ভারতীয় সময় রবি সকাল ৯টা ৩৫ মিনিটে রকেট মহাকাশ স্টেশনে অবতরণ করে নিরাপদে। মহাকাশযানের দরজা খুলতে সময় লাগে এক ঘণ্টা। পরিবেশ, সুরক্ষা, ভিতর ও বহিরাগত চাপ ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে ১০টা ৩৫ নাগাদ মহাকাশযানটির দরজা খোলে। স্পেসএক্সের ড্র্যাগন মহাকাশযানের ভিতর থেকে পরপর বেরিয়ে আসেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সকলের সঙ্গে সাক্ষাৎ সুনীতা আর বুচের। সুনীতারা তাঁদের হাতে দায়িত্ব দিয়ে পৃথিবীতে ফিরবেন।

২০২৪ এর জুনে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে সুনীতাদের প্রত্যাবর্তন বাধাপ্রাপ্ত হয়। মহাকাশে আটকে সুনীতা এবং বুচ আট দিনের মহাকাশ সফর ন’মাসে দীর্ঘায়িত। মহাকাশ থেকে বিভিন্ন সময়ে নানা ভাবে বার্তা দিয়েছেন সুনীতা এবং বুচ। নাসা সূত্রে প্রকাশ, ভারতীয় সময় বুধ দুপুর দেড়টা নাগাদ সুনীতা-সহ চার জনকে নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান। সুনীতাদের সঙ্গে ফিরবেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। সুনীতাদের ফেরার অপেক্ষায় সারা বিশ্ব। ড্রাগন মহাকাশযানে চেপে মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ।

মহাশূন্যে বন্দি দুই নভোচরকে ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহায্য প্রার্থী মাস্কের। আশ্বস্ত করে টেসলা কর্তার সংস্থা স্পেস এক্স সুনীতাদের ফেরাতে নাসার সঙ্গে যৌথ উদ্যোগে অভিযান ‘ক্রু-১০ মিশন’ গড়েন। ১২ মার্চ অর্থাৎ বুধ ভোর ৫টা ১৮ নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণের ৪ ঘণ্টা আগেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। অভিযান বাতিল। পরদিন বাধা প্রতিকূল আবহাওয়া। অবশেষে ভারতীয় সময় শনি ভোর সাড়ে ৪টে নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সুনীতাদের ফিরিয়ে আনার জন্য মহাকাশে পাড়ি দেয় ফ্যালকন ৯ রকেট। ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর নিরাপদে পৃথিবীতে পা রাখতে চলেছন দিন দুয়েক পরেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles