Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আইপিএল ‘ট্রফি ট্যুর’ হলুদ ট্যাক্সিতে চেপে!‌ উইকেট পুজো কেকেআর দলের, কলকাতায় অনুশীলন শুরু নাইট রাইডার্স ক্রিকেটারদের, কোচ চন্দ্রকান্ত পন্ডিতও সিরিয়াস

কলকাতায় হাজির আইপিএল ট্রফি। ভারতের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহর ঘুরে মঙ্গল দুপুরে কলকাতায় আইপিএলের ট্রফি। কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি চেপে কলকাতায় হাজির ট্রফি। গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের উদ্যোগে এ বার আইপিএলের ‘ট্রফি ট্যুর’ হচ্ছে ভারতের পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ‘ট্রফি ট্যুর’। ভুবনেশ্বরে থেকে শুরু হয়ে জামশেদপুর, রাঁচী, গ্যাংটক, পটনায় যায় ট্রফি। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং দুর্গাপুরের পর কলকাতায় এল ট্রফি। সিটি সেন্টার ১ এবং সাউথ সিটি মলে যাওয়ার কথা। প্রতিযোগিতা শুরু ২২ মার্চ। গত বারের চ্যাম্পিয়ন কেকেআরের ম্যাচ দিয়েই প্রতিযোগিতা শুরু। ইডেনেই হবে আইপিএলের উদ্বোধন। প্রথম ম্যাচে নাইটদের সামনে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন দলের শহরে ফাইনাল এই ইডেনেই। গত আইপিএলে ইডেনে উইকেট পুজো করেছিলেন রিঙ্কু সিংহ। আইপিএলও জিতেছিল কেকেআর।

এ বারেও তাই উইকেট পুজো করে শুরু। কলকাতায় শিবিরের প্রথম দিনে উইকেট পুজো করল কেকেআর। কোচ পণ্ডিতের প্রথা অনুযায়ীই শিবির শুরুর দিনে পুজো হল ইডেনে। নারকেল ফাটালেন নতুন অধিনায়ক রাহানে। হাজির রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায় সহ অন্যান্য নাইট তারকারাও। বুধ থেকে অনুশীলন শুরু হলেও দলের সব ক্রিকেটারেরা উপস্থিত ছিলেন না। চোট পুরোপুরি সারেনি বলে যোগ দেননি উমরান মালি। আইপিএলে কেকেআর শিবিরকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন ডিজে ব্র্যাভো। কেকেআর ফ্র্যাঞ্চাইজির দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে চারটি গান লিখে ফেলেছেন ‘চ্যাম্পিয়ন’ ব্র্যাভো। কেকেআরের থিম সং ‘করব লড়ব জিতব রে’কেই নতুন রূপ দিচ্ছেন ব্র্যাভো। গানের ক্যারিবিয়ান ভার্সান তৈরি করে ফেলেছেন। মেন্টর ব্র্যাভোর বিশেষ জার্সিতে নিজের নাম নয়, তাঁর জার্সির পিছনে লেখা থাকবে ‘মিস্টার চ্যাম্পিয়ন’। বুধ বিকেলে তিন ঘণ্টা অনুশীলন করে কেকেআর।

বেঙ্গালুরু ছাড়াও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর একটি করেই ম্যাচ খেলবে। লিগে ১৪টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ হবে ইডেনে। ২২ মার্চ বেঙ্গালুরু, ৩ এপ্রিল হায়দরাবাদ, ২৬ এপ্রিল লখনউ, ২১ এপ্রিল গুজরাত, ২৬ এপ্রিল পাঞ্জাব, ৪ মে রাজস্থান, ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কেকেআর। ২৬ মার্চ রাজস্থান, ৩১ মার্চ মুম্বই, ১১ এপ্রিল চেন্নাই, ১৫ এপ্রিল পাঞ্জাব, ২৯ এপ্রিল দিল্লি, ১০ মে হায়দরাবাদ ও ১৭ মে বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর।

চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত। আইপিএলের প্রস্তুতি শুরু ক্রিকেটারদের। প্রথম দল হিসেবে প্র্যাকটিস শুরু কলকাতা নাইট রাইডার্সের। বুধ বিকেলে ইডেনে প্রস্তুতি গতবারের চ্যাম্পিয়নদের। সোম রাত থেকে ক্রিকেটাররা কলকাতায়। কলকাতায় হাজির নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে। উপস্থিত বিদেশিদের মধ্যে কুইন্টন ডি কক, আনরিখ নোখিয়া। নখিয়া পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি। কেকেআর শিবিরের খবর, দক্ষিণ আফ্রিকা পেসার এখন ফিট। স্থানীয় ক্রিকেটারদের শহরে হাজির রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, লাভনীত সিসোদিয়া। কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও বেশ সিরিয়াস। বুধ সকাল এবং দুপুরে ঢুকলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোভমান‌ পাওয়েল এবং মঈন আলি। কয়েকজন ভারতীয় ক্রিকেটারও দুপুরের মধ্যে কলকাতায় পা রেখেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ফেরা ভারতীয় ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে এক সপ্তাহের। তাঁরা আগামী সপ্তাহ থেকে আইপিএল টিমে যোগ দেবেন। কেকেআরের দুই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা শহরে আসছেন ১৭ মার্চ। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ‘‌বুধবার থেকে প্রস্তুতি শুরু। কয়েকজন আন্তর্জাতিক তারকাকে পাওয়া যাবে না। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার কারণে। ভারতীয় তারকাও থাকবে না। বেশিরভাগ ক্রিকেটার চলে এসেছেন, তাঁদের নিয়েই অনুশীলন শুরু। গত বছর কলকাতা নাইট রাইডার্স সাফল্য পেয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইব। ঘরের মাঠে নিজেদের সমর্থকরা থাকবে। খুবই ভালো অনুভূতি। এটা ক্রিকেটারদেরও আলাদাভাবে একটা মোটিভেশন, সেটা এর আগেও কোচিংয়ের সময় দেখেছি’‌

দশ বছর পর আইপিএল জয়ী কেকেআর। অধিনায়ক গৌতম গম্ভীরের পর মেন্টর গম্ভীরের হাত ধরে। এবছর নেই গৌতি। টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে নাইটদের প্রাক্তন মেন্টর। গতবছরের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য নাইটদের। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন মেন্টর ব্র্যাভোকে ছাড়াই শুরু চলতি মরশুমের প্রস্তুতি। ২২ মার্চ থেকে আইপিএল অভিযান শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাপ ডিফেন্ড করার লক্ষ্যে এবার সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব অরোরাসহ গতবারের জয়ী দলের কোর গ্রুপকে ধরে রেখেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানেকে, অতীতে কেকেআরে খেললেও অধিনায়কত্ব করেননি। আরসিবি দলের অধিনায়কত্ব রজত পতিদার। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর ডোয়েন ব্র্যাভো, সহকারি কোচ ওটিস গিবসন। ২২ তারিখের ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্স আসমের বারসাপারা স্টেডিয়ামে খেলবে পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৬ মার্চ। এদিকে, চ্যাম্পিয়ান্স ট্রফি জিতে নীরবেই দেশে ক্রিকেট মহানায়কদের প্রত্যাবর্তন। বিশ্বজয় করে ক্রিকেটাররা ফিরলেও কোনও আড়ম্বর নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বার্বাডোজ থেকে বিশেষ ফ্লাইটে সমগ্র টিমকে ফেরানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফিরে এসে দেখা করেছিলেন রোহিত শর্মারা। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল পুরো টিমকে।

ইডেনে উইকেট পুজো। ছবি: কেকেআর নাইট ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles