Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

প্রধানমন্ত্রী মোদির সাহসী পদক্ষেপে সাফল্য! ‘‌এক দেশ এক ভোট’‌? মোদির বিদেশ সফরেও ফলপ্রসু ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের দায়িত্বভার নেওয়ার পর থেকেই একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন। হয়তো অচিরেই বিশ্বসেরা প্রধানমন্ত্রীর তালিকায় ঢুকে পড়তে পারেন। সর্বকালের অন্যতম সেরাদের তালিকায় তিনি। নরেন্দ্র দামোদর দাস মোদি। অনেক সমালোচনা। নিন্দুকদের দল বিন্দুমাত্র জমি চাড়তে পিছুপা হন না, মোদির সমালোচনা করতে। অথচ তিনি নির্বিকার। একের পর এক সাফল্য তাঁর মুকুটে। সাহসী পদক্ষেপ নিতে পিছুপা হন না।

প্রধানমন্ত্রী মোদীর অভিযান প্রশংসনীয়, সাহসী এবং অত্যন্ত অনুপ্রেরণামূলক বলে মনে করেন অধিকাংশই। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গত ১০ বছরে ভারতের অনেক সাফল্য বিশ্ব ধারণা বদল প্রত্যক্ষ। গত দশকে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত। মাত্র ১০ বছর আগে, অর্থনৈতিকভাবে ১১তম স্থানে ছিল। বিশ্বকে এক নতুন বার্তা প্রদান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত এবং আত্মনির্ভর প্রকল্পের কারণেই সম্ভবপর হয়। ভারত অনেক ক্ষেত্রেই খুব ভালো ও দ্রুতগতির। ডিজিটাল সেক্টরে ভারতের অগ্রগতি শিল্প, স্বাস্থ্য এবং শিক্ষার মতো ক্ষেত্রেও দেশ উজ্জ্বল দৃষ্টান্ত। ডিজিটালাইজেশনের মাধ্যমে নগদহীন দেশে পরিণত ভারত বিশ্বের অনেক দেশকে অবাক করেছে। দেশের জন্য অসাধারণ প্রকল্প নিয়ে এসে মোদী ভারতকে উজ্জ্বল করে তুলেছেন। কেন্দ্রে থাকা জনসাধারণের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী অন্ন যোজনা, উজ্জ্বলা যোজনা এবং আবাস যোজনার মতো প্রকল্পগুলি বাস্তবায়িত। এই সমস্ত প্রকল্প ভারতকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছে। ভারত কোভিড-১৯ মোকাবেলায় পর্যাপ্ত সুসজ্জিত হাসপাতাল এবং অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা দেখে সকলের ধারণা বদল। ভারত একশোরও বেশি দেশে কোভিড-১৯ টিকা সরবরাহ করে। মোদীর দূরদৃষ্টি এবং নেতৃত্বের গুণাবলীর কারণেই গত কয়েক বছরে ভারত সম্পর্কে বিদেশীদের ধারণা সম্পূর্ণরূপে পরিবর্তন পরিলক্ষিত। একসময় দেশে মাত্র ১৭টি পাসপোর্ট কেন্দ্র ছিল। ৫২৭টি পাসপোর্ট কেন্দ্র রয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন নতুন উদ্ভাবন, স্টার্ট-আপ, কর্মসংস্থান-শিক্ষামূলক নতুন দক্ষতা তৈরি করা এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশে পরিণত করা। শিক্ষা, স্বাস্থ্য এবং গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য।

দুদিনের সফরে মঙ্গলে পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভ্যর্থনা মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তাঁর মন্ত্রিসভার প্রত্যেকে। সেখানকার প্রধান বিচারপতি-সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত পোর্ট লুইস বিমানবন্দরে। ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ‘গার্ড অফ অনার’। ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মোদি। মরিশাসে ভারত পরিচালিত অন্তত ২০টি প্রকল্পের উদ্বোধনও প্রধানমন্ত্রীর হাত ধরেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্ধু দেশের বন্ধুত্বের সম্পর্ককে নয়া মাত্রা দিতেই সফর। মরিশাস ভারতের সামুদ্রিক প্রতিবেশী পাশাপাশি ভারত মহাসাগরের অন্যতম অংশীদার। ভারতের সঙ্গে মরিশাসের এক গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। বন্ধুত্বের ভিত্তি আরও মজবুত এবং ভারত-মরিশাস সম্পর্কের এক উজ্জ্বল অধ্যায় তৈরি ও দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে মরিশাসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বৃদ্ধির প্রচেষ্টায় মোদি। সিঙ্গাপুরের পর মরিশাস ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র মতো ১১ টি ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে সেদেশে। নানা ক্ষেত্রে মরিশাসের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তিও। ভারত পরিচালিত অন্তত ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাণিজ্যিক চুক্তির পাশাপাশি ভারত মহাসাগরে চিনা আগ্রাসনের কথা মাথায় রেখে সমুদ্র নিরাপত্তার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মরিশাসে ভারত একটি বন্দরও গড়ে তুলেছে। সেখানকার পোর্ট লুইসে ভারতীয় নৌসেনার একটি জাহাজ সামুদ্রিক নিরাপত্তার জন্য মোতায়নও রাখবে নয়া দিল্লি।

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারত বিদ্বেষী মনোভাব। খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুন নিয়ে তলানিতে ঠেকেছে ভারত-কানাডা সম্পর্ক। ট্রুডোর উত্তরসূরি মার্ক কারনি নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ঠিক করতেই উদ্যোগী। কানাডায় খলিস্তানিদের বাড়বাড়ন্ত দমন করবেন নয়া প্রধানমন্ত্রী কারনি। ট্রুডোর ইস্তফার পর কানাডার মসনদে দলীয় ভোটে জয়ী লিবারেল পার্টির নেতা কারনি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার করতে ইচ্ছুক। দিল্লির সঙ্গে অটোয়ার অর্থনৈতিক জোট ও বাণিজ্যিক সম্পর্কে কানাডা বৈচিত্র ও সমমনা দেশগুলোর সহযোগিতা বজায় রেখে ভারতের সঙ্গেও সুসম্পর্ক তৈরি করার চেষ্টা। আমেরিকার সঙ্গে ‘শুল্কযুদ্ধে’ কানাডা। পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুসম্পর্কে বিশ্বাসী। অর্থনীতি, বাণিজ্য, শুল্ক ইত্যাদি বিশ্ব মঞ্চে ভারতের গুরুত্বও যথেষ্ঠ। আমেরিকাকে চাপে ফেলতে ভারতের সঙ্গে হাত মেলাতে চাইছেন কারনি।

আবার ললিত মোদিকে নিয়ে প্রধানমন্ত্রীর সম্পর্কের সমালোচনা চলতই। ভারতে প্রত্যর্পণ এড়াতে ভানুয়াতুর নাগরিকত্ব! ললিতের পাসপোর্ট বাতিলের কড়া নির্দেশ প্রধানমন্ত্রীর। ভারতের নাগরিকত্ব ছেড়ে ভানুয়াতুর নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা করেছিলেন ললিত মোদি। সেদেশের প্রধানমন্ত্রী জোথাম নাপাট সাফ জানিয়ে দিয়েছেন, ললিতের পাসপোর্ট বাতিল করা হবে। ললিতের বিরুদ্ধে নোটিস জারি করতে ইন্টারপোলে আবেদন করেছিল ভারত। যদিও সেই আবেদন খারিজ হয়েছে। ললিতের পাসপোর্ট বাতিল ভানুয়াতুর প্রধানমন্ত্রীর।বিদেশমন্ত্রকের তরফে গত শুক্রবার জানানো হয়, ললিত মোদি ভারতের পাসপোর্ট ছাড়তে চান। অর্থাৎ এ দেশের নাগরিকত্ব আর রাখতে চাইছেন না পলাতক ব্যবসায়ী। লন্ডনের ভারতীয় দূতাবাসে গিয়ে ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার আবেদন জানিয়েছেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে কথা স্বীকারও করে নিয়েছেন। ললিত ভারতের পাসপোর্ট ছেড়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নেন। দ্বীপরাষ্ট্রটির সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি নেই। আগামী দিনে যদি ভারতের আইনে দোষীও সাব্যস্ত হলেও দেশে ফেরাতে পারবে না ভারত। সেই ছকেই ভারতীয় নাগরিকত্ব ছাড়তে মরিয়া। ললিতের বিরুদ্ধে নোটিস জারি করতে চেয়ে দুবার ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে ভারত। পর্যাপ্ত প্রমাণের অভাবে খারিজ হয়েছে ভারতের আবেদন। ললিতের ছক বানচাল করেছেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles