Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

সন্তানসম্ভবা? মা হতে চলেছেন?‌ অবশ্যই এড়িয়ে চলতেই হবে মদ্যপান!

গর্ভবতী অবস্থায় মদ্যপান করলে ক্ষতি হতে পারে একরত্তির। একটি গবেষণায় দেখা গিয়েছে, গর্ভবতী অবস্থায় মায়ের মদ্যপান করার ফলে গর্ভস্থ ভ্রুণের শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকি বিকলাঙ্গ হয়ে যেতে পারে ওই শিশু। অ্যালকোহল ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ জার্নালে সম্প্রতি এক লেখা প্রকাশিত হয়েছে। সেখানেই লেখা রয়েছে, “গর্ভবতী মহিলাদের এই অভ্যাসের জেরে আগামী প্রজন্ম বড় বিপদের সম্মুখীন হচ্ছে।” গবেষক বাখিভেরা সংবাদমাধ্যমকে জানান, “ছেলে শিশুদের মধ্যে এই ঝুঁকির আশঙ্কা বেশি। অন্যদিকে মেয়ে শিশুদের মধ্যে দীর্ঘমেয়াদে এই সমস্যা প্রকট হতে পারে বলে।” গবেষণায় প্রকাশ, যারা বেশি মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে আগামী প্রজন্মের শিশুদের অঙ্গবৈকল্যের আশঙ্কা বেশি। আর যারা কম মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি কম বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

গর্ভধারণ করার পর একজন মা যখন মদ্যপান করে তখন সেই মদ তার অ্যাম্বিলিকাল কর্ড দিয়ে ভ্রূণ অব্দি পৌঁছে যায়। যার ফলে এই মদ তখন গর্ভস্থ বাচ্চার মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের ক্ষতিসাধন করে। এমনকি বাচ্চার চোখ, কান, নাক এবং অন্যান্য অঙ্গের ক্ষতিসাধন করে এবং সঠিক গঠন হতে বাধা দেয়। গর্ভধারণের পুরো সময়টা যদি কেউ খেতে থাকে তাহলে বাচ্চার স্বাভাবিক বিকাশ হয়না ফলে প্রি ম্যাচিওর বাচ্চা জন্মানোর সম্ভাবনা থাকে। চিকিৎসক বলছেন যে কোন মদ জাতীয় পানীয় ভালো না। এবং কম বা বেশি কোন পরিমাণই ভালো না। অনেকে ভাবেন গর্ভধারণ করার শেষ পর্যায়ে খাওয়া যেতে পারে কারণ ওই সময় গর্ভস্থ বাচ্চার শারীরিক গঠন প্রায় সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। কারণ সেই সময় মদ্যপান করলেও তা বাচ্চার মস্তিষ্কে প্রভাব ফেলে কারণ শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় মস্তিষ্ক তখনও অনেকটাই কম পূর্ণতা পায়। প্রায় ২ শতাংশ থেকে ৫ শতাংশ বাচ্চা দেখা যায় এই অতিরিক্ত মদ্যপানের শিকার।

মদ্যপানের ফলে আগামী প্রজন্মের মধ্যে যে যে সমস্যা দেখা দিতে পারে, গবেষণা বলছে

১. সময়ের আগে শিশুর জন্ম অর্থাৎ প্রিম্যাচিউর বেবি। প্রিটার্ম ডেলিভারি হলে শিশুর শরীর ঠিকমতো পরিনত হয় না। প্রতিটি অঙ্গ ঠিকমতো পরিনত হয় না। এর ফলে পরবর্তীকালে শিশুর শারীরিক সমস্যার ঝুঁকি বেশি থাকে।
২. শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে। অর্থাৎ স্বাভাবিকভাবে যে বয়সে যতটা বড় হওয়ার কথা, একটি শিশু ততটা বড় নাও হতে পারে। যা শিশুকে সামাজিকভাবে ও নিজের জীবনে নানা সমস্যার সম্মুখীন করতে পারে।
৩. স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। ব্রেন ড্যামেজ হতে পারে।
৪. মানসিক সমস্যাও হতে পারে।
কী কী ক্ষতি হতে পারে নানা রকম ক্ষতি বাচ্চার শরীরের উপর হতে পারে। সব কারণ এবং সব ক্ষতি এক জায়গায় বলা সম্ভব না। তবে যেগুলো এক নজরে শুনতে এবং জানতে পারা যায় তার কিছু দিক এখানে বলা যেতে পারে। কী কী ক্ষতি হতে পারে গর্ভধারণ করাকালীন মদ খেলে জন্মানোর সময় কম ওজন, সময়ের আগে জন্মানো শিশু, মিসক্যারিয়েজ, অঙ্গ প্রত্যঙ্গের অনিয়মিত গঠন, কথা বলায় জড়তা, কানে না শোনা বা কম দৃষ্টি শক্তি‌।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles