Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

নাইটদের লাকি নম্বর ‘‌তিন’‌!‌ নতুন অধিনায়ক রাহানে, কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার

গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। এবারও হওয়ার লক্ষ্যে। নাইটদের অধিনায়ক তারকা ক্রিকেটার অজিঙ্ক রাহানে। কেকেআর সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। আইপিএলের নতুন মরশুমের অধিনায়ক ঘোষণা কলকাতা নাইট রাইডার্সের। ২২ মার্চ থেকে শুরু আইপিএল। ১৯ দিন আগে অধিনায়ক ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়সের জায়গায় দায়িত্ব দেওয়া হল অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে ও সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাহানের নেতৃত্বে খেলবে।সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের নাম উঠলেও শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞ ক্রিকেটের উপর ভরসা রাখল কেকেআর। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। মহা নিলামের আগে শাহরুখ খানের দল রিটেন করেনি গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। রাহানেকে দেড় কোটি টাকায় কিনেছে নাইটরা। ভেঙ্কটেশ আইয়ারের দাম ওঠে ২৩.৭৫ কোটি টাকা। কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর জানান, ‘নেতা হিসেবে রাহানে যথেষ্ট অভিজ্ঞ। ভেঙ্কটেশ আইয়ার দীর্ঘদিন কেকেআরের ক্রিকেটার হওয়ার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার গুণ সম্পন্ন। আমরা আত্মবিশ্বাসী যে দুজনের জুটিতে আমরা আবার চ্যাম্পিয়ন হতে পারব।’

রাহানের কথায়, “কেকেআরের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। নাইট রাইডার্স আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। আমাদের দল খুব ভালো হয়েছে, ভারসাম্য আছে। সকলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ফের চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যালেঞ্জ নিতে তৈরি।” বেঙ্কটেশ নিজেও জানিয়েছিলেন, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার উপর ভরসা রেখেছে শাহরুখ খানের দল। নতুন জার্সি প্রকাশ্যে এনেছে কেকেআর। ২২ মার্চ তাদের প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর। জার্সির বুকে জ্বলজ্বল করছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা স্থান পেয়েছে জার্সিতে। মার্চ মাসের তিন তারিখ এই জার্সি প্রকাশ করা হয়েছে। মার্চ মাসও বছরের তৃতীয় মাস। ভিডিয়োর মাধ্যমে এই নতুন জার্সি প্রকাশ করেছে কেকেআর। তিন সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতা তিন বার আইপিএল জেতার ফলে তিন সংখ্যার গুরুত্ব আরোপ। ভিডিয়োতে নতুন জার্সি পরে রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকণ্ডে ও লবনীত সিসোদিয়াকে। জার্সির হাতায় সোনালি রঙের একটি ব্যাজও রয়েছে। গত বারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো, প্রথমবারের জন্য। কেকেআরের মূল মন্ত্র ‘করব, লড়ব, জিতব।’ সেটিও তিন শব্দ। কেকেআরের অধিনায়ক ঘোষণার ক্ষেত্রেও তিন সংখ্যা গুরুত্ব প্রকট। দুপুর ৩.৩৩ মিনিটে রাহানের নাম ঘোষণা কেকেআর দলের।‌

ছবি সৌজন্য‌ :‌ কেকেআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles