Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলের অ্যাডভান্টেজ! সমালোচকদের ধুয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল। টিম ইন্ডিয়া অ্যাডভান্টেজ পাচ্ছে। অভিযোগে বিদ্ধ করেছে ভারতীয় দল। কড়া প্রতিক্রিয়া অধিনায়ক রোহিত শর্মার। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে বিরাট বাহিনী। টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত। মঙ্গলে শেষ চারে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সাংবাদিকদের মুখোমুখি রোহিত সমালোচকদের অভিযোগের কড়া বাউন্সার দিলেন। সোজাসাপ্টা হিটম্যান—

হাইব্রিড মডেলের সুবিধা?‌

রোহিত :‌ এটা ভারতের ঘরের মাঠ নয়। তাঁদেরও সবদিক মানিয়ে নিয়েই খেলতে হচ্ছে। প্রত্যেকবারই পিচের চরিত্র বদলাচ্ছে। ভিন্ন চ্যালেঞ্জের সামনে আমাদের সম্মুখীন হতে হচ্ছে। যে তিনটে ম্যাচ খেলেছি, প্রতিবারই পিচ আলাদা চরিত্রের ছিল। এটা আমাদের ঘরের মাঠ তো নয়। এটা দুবাই। মনে রাখতে হবে। আমরা এখানে ঘনঘন ম্যাচ খেলি না। আমাদের কাছেও এই মাঠ নতুনই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নতুন করে আবার পরীক্ষা দিতে হবে দলকে, এখানে চার-পাঁচটা সারফেস ব্যবহার করা হচ্ছে। আমি জানি না কোন পিচে সেমিফাইনাল হবে। তবে যা সিদ্ধান্তই হোক, সেই হিসেবেই আমাদের প্রস্তুতি নিতে হবে।

অযাচিত সুবিধা পাওয়ার তত্ত্বে স্ট্রেইট ড্রাইভ?‌

রোহিত :‌ ‌দুবাইয়ের উইকেট এক এক সময় এক এক রকম আচরণ করছে। কখনও বল বেশি ঘুরছে, কখনও বিপরীত হয়ে যাচ্ছে পিচের চরিত্র। এই পিচে হওয়া অন্যান্য টুর্নামেন্ট দেখে এবং অন্যদের থেকে খবর নিয়ে জানতে পারি স্লোয়ার বল এখানে ভালো হবে। সেই কারণেই পাঁচ স্পিনার নেওয়া। প্রতিভার মর্ম বোঝা খুবই জরুরী। কোন ক্রিকেটার প্রতিভাবান তা বোঝার ক্ষমতা অনেক দিন আগেই আয়ত্ত করে নিয়েছি আমি। বরুণের জন্য এক জন অতিরিক্ত ব্যাটার নেওয়ার ইচ্ছে প্রকাশ করতে পারিনি আমরা। যে হেতু মাত্র পাঁচটা ম্যাচ, সেক্ষেত্রে কারও চোট না লাগলে বাড়তি ব্যাটার নিয়ে কোনও লাভ হবে না, বলেই মনে হয়েছিল।

দলে বরুন চক্রবর্ত্তীকে নেওয়ার সিদ্ধান্ত?‌

রোহিত :‌ স্রেফ প্রতিভার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কোনও নির্দিষ্ট ক্রিকেটারের মধ্যে বিশেষ একটা বিষয় প্রকট থাকে, সেই ব্যাপারটি সম্পর্কে দ্রুত চিনতে হয়। নির্দিষ্ট ফরম্যাটে নির্দিষ্ট দক্ষতা লাগে। সেই ধরনের ক্রিকেটার বেছে নেওয়ার সময় কারও মধ্যে বিশেষ প্রতিভা প্রকাশিত হলে বা নাজে দেখতে পাওয়ার মাত্রই দ্রুত তাঁকে দলে নেওয়া প্রয়োজন বলে মনে হয়।

একাধিক বার বরুণের প্রশংসায় রোহিত?‌
রোহিত :‌ ২০২১ সালে এখানে খেলার পর থেকে বরুণ অনেক উন্নতি করেছে। প্রথমে অনভিজ্ঞ ছিল। যেমনটা প্রথমে সকলেই থাকে। খুব বেশি ম্যাচ খেলেনি। গত দু’-তিন বছরে অনেক ম্যাচ খেলেছে। সে ঘরোয়া ক্রিকেট, আইপিএল বা ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচই হোক। আপাতত নিজের বোলিং অনেক ভাল বুঝতে পারে। সঠিক জায়গা বুঝে বলও করে।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই?‌

রোহিত :‌ ওরা দারুণ প্রতিপক্ষ। আগের তিনটে ম্যাচে যে মানসিকতা নিয়ে নেমেছিলাম সেই মানসিকতা নিয়েই খেলতে নামব। জেতার বিষয়ে যথেষ্ঠ আশাবাদী টিম ইন্ডিয়া। বিপক্ষ দল সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। ম্যাচে একাধিক উত্তেজক মুহূর্ত তৈরি হতে পারে। সব রকমের মোকাবিলা করার জন্য আমরা দলের প্রত্যেকেই প্রস্তুত।

সেমিফাইনালের টিম কম্বিনেশন?‌

রোহিত :‌ আমাদের বুঝতে হবে চার স্পিনার খেলাতে গেলে কী ভাবে খেলাব। কারণ আমরা ভাল মতো জানি এই পিচে কী কাজে লাগবে আর কী লাগবে না। তাই কথাটা বললাম। আমাদের আরও ভাবতে হবে দলের কম্বিনেশন নিয়ে। সামনে অস্ট্রেলিয়ার মতো দল রয়েছে। বিষয়টা আকর্ষণীয় সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।

প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশায় অধিনায়ক?‌

রোহিত :‌ আমরা জানি না সেমিফাইনালে কোন পিচে খেলা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল একেবারে নতুন পিচে এক অনিশ্চিত যাত্রায় নামতে চলেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের তিনটি ম্যাচ তিনটি ভিন্ন পিচে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আলাদা আলাদা পিচে খেলেছিল ভারত। সেমিফাইনালের জন্য যে উইকেট প্রস্তুত করা হয়েছে, তা একেবারেই নতুন এবং এর আগে এই পিচ কোনও ম্যাচেই ব্যবহৃত হয়নি।

মাঠের উইকেট প্রস্তুতের দায়িত্বে এমিরেটস ক্রিকেট বোর্ড, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিচালনা ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে। মাঠের প্রধান কিউরেটর ম্যাথিউ স্যান্ডেরি, একজন অস্ট্রেলিয়ান এবং দুবাই স্টেডিয়াম ও আইসিসি অ্যাকাডেমির পিচ ব্যবস্থাপনার দায়িত্বে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচগুলো সাধারণত ধীরগতির ও শুষ্ক হয়ে থাকে, এই পিচে বরাবরই স্পিনাররা কিছুটা সাহায্য পান। সেমিফাইনালের উইকেটও এর ব্যতিক্রম হবে না বলেই ধারণা। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান এমনকি ইংল্যান্ডের প্রাক্তনীদের অভিযোগে বিদ্ধ ভারতীয় দল। এবার এই বিতর্কিত প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া অধিনায়ক রোহিত শর্মার।

ইনিংসের শুরুতে রোহিত এবং শুভমন গিল। তিন নম্বরে বিরাট কোহলি। চার নম্বরে শ্রেয়স আয়ার। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে অক্ষর পটেল। ছয় নম্বরে লোকেশ রাহুলই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। ঋষভ পন্থের খেলার সম্ভাবনা নেই। সাত এবং আট নম্বরে দুই অলরাউন্ডার। সাত নম্বরে থাকবেন হার্দিক পাণ্ডিয়া ও আট নম্বরে রবীন্দ্র জাদেজা ফিনিশার। নয় দশ ও এগারো নম্বরে কুলদীপ যাদব, মহম্মদ সামি এবং বরুণ চক্রবর্তী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার স্পিনারে না গম্ভীরের।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশে পরিবর্তন। ওপেনে ট্রেভিস হেড ও অধিনায়ক স্মিথ। তিন নম্বরে মার্নাস লাবুশেন। চার নম্বরে উইকেটরক্ষক জস ইংলিস। পাঁচে অলরাউন্ডার কুপার কোনোলি পারেন বাঁহাতি স্পিন। ছয় নম্বরে অ্যালেক্স ক্যেরি। সাত নম্বরে অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ওপেনার ম্যাথু শর্ট। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের শেষ চারে বিশেষজ্ঞ বোলার। আট নম্বরে বেন ডোয়ারশুইস। ন’নম্বরে নাথান দশে থাকবেন তানভইর সাংভা। এগারো নম্বরে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ: ট্রেভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), কুপার কোনোলি, অ্যালেক্স ক্যেরেই, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, তানভির সাংভা, অ্যাডাম জাম্পা।‌‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles