Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কলকাতায় ফের পা রাখেছেন বিশ্বকাপজয়ী লিও মেসি? কিংবদন্তির শহরে আগমন বাংলার উদ্যোগপতি শতদ্রু দত্ত হাত ধরেই!

জল্পনা শুরু!‌ কলকাতায় আসছেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ফুটবলার লিওনেল মেসি?‌ ১৪ বছর পর আবার কলকাতায় পা রাখছেন লিওনেল মেসি! মেসিকে ভারতে নিয়ে আসার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। ফের ভারতের মাটিতে পা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির! বিখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত সোশাল মিডিয়ায় মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন। বিশ্ব ফুটবলের একাধিক সুপারস্টার কলকাতায় পা রেখেছেন। পেলে, মারাদোনা, দুঙ্গা, জিকো, এমি মার্টিনেজ থেকে শুরু করে ভালদারামা।

ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডিনহো। দীর্ঘদিন ধরেই মেসিকে ভারতে আনার চেষ্টায় মেসির বাবা তথা মেসির এজেন্ট জর্জ মেসির সঙ্গে দেখা করেন। লিওকে ভারত থেকে নিয়ে যাওয়া একাধিক উপহারও শতদ্রু। মেসির সঙ্গে সাক্ষাতের পর ৪৫ মিনিটের আলোচনা। লিওনেল মেসির সঙ্গে দেখা করে ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত বিশ্ব বাংলার দার্জিলিং টি মেসিকে উপহারও দেন। বাংলার এই উদ্যোগপতি সঙ্গে মা দুর্গার ছবি উপহার দেন। সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে শাহরুখ খানের সংলাপ মনে করিয়ে শতদ্রু লিখেছেন, “অন্তর থেকে কিছু চাইলে গোটা দুনিয়া তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে।”

মেসির কলকাতা বা ভারতের সফরসূচি আপাতত অস্পষ্ট। চলতি বছর কেরলে খেলতে আসার কথা আর্জেন্টিনার। মেসি সেই দলের হয়ে ভারতে আসবেন কিনা সেটা স্পষ্ট নয়। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন মেসি। আর্জেন্টিনার হয়ে ক্যাপ্টেন হিসেবে অভিষেক এই শহরেই। ২০১১ সালে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন। আর্জেন্টিনার হয়ে কোনও ট্রফি জিততে পারেননি মেসি সেই সময়ে। আজকের মেসি সর্বকালের সেরাদের অন্যতম। কোপা আমেরিকা, ফাইনালিসিমা এবং বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির নাম সর্বকালের সেরাদের সঙ্গে উচ্চারিত হয়। সাত বারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকা মেসি। সব কিছু ঠিকঠাক হলে, সামনের বছর জানুয়ারিতে কলকাতায় আসতে পারেন মেসি। কেরলে জাতীয় দলের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে আসার সম্ভাবনাও প্রবল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles