Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‌নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামে সামি-‌রোহিত!‌ চ্যাম্পিয়ান্স ট্রফিতে অধিনায়কত্বের হাতেখড়ি শুভমন গিলের?‌

রবিবাসরীয় ম্যাচে বিরাটদের মুখোমুখি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। ভারত শেষ চারে পৌঁছে গেছে। প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ভারতকে খেলতে হবে। তিন দিনে দু’টি ম্যাচ। রোহিতের উপর অতিরিক্ত চাপ কমাতে নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। অনুশীলনের ফুটবল খেলায় অংশ নেননি রোহিত। কঠিন শারীরিক অনুশীলন করেননি। নেটে সতীর্থদের সঙ্গে থাকলেও বাইরে থেকে দেখেন। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়ের অধীনে হালকা জগিং। থ্রোডাউনও নেননি। ব্যাট হাতে হালকা শ্যাডো প্র্যাকটিস। পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ে সামান্য সমস্যা হয়েছিল রোহিতের। আপাতত, ভারতীয় অধিনায়ক পুরোপুরি ফিট কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে!‌ কোচ গৌতম গম্ভীর এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে অনেক ক্ষণ আলোচনায় ভারত অধিনায়ক। মঙ্গলে সেমিফাইনালে ভারতের সামনে কারা?‌ রোহিতকে রবিবার বিশ্রাম দেওয়া হলে সুযোগ পেতে পারেন বাঁ হাতি ব্যাটারের একজন। ঋষভ পন্থ বা ওয়াশিংটন সুন্দর। রোহিত বিশ্রাম নিলে শুভমন গিলের সঙ্গে ওপেনে কেএল রাহুল। মিডল অর্ডারের ভারসাম্য?‌ গম্ভীর সিদ্ধান্তই চুড়ান্ত!‌

শুভমান গিল অসুস্থ হওয়ার ফলে বুধে অনুশীলনে গরহাজির। নিউজিল্যান্ড ম্যাচের আগে চিন্তার কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শুভমান পুরোপুরি সুস্থ না হলে খেলানো হবে না। বৃহস্পতি ভারতীয় দলের ট্রেনিং সেশন না থাকায় শুক্রে নিউজিল্যান্ড ম্যাচের শেষ প্রস্তুতিতে রোহিতদের সঙ্গে ছিলেন শুভমন। দুবাই ক্রিকেট অ্যাকাডেমিতে নেটে একাই ব্যাটিং করলেন ভারতের সহ-অধিনায়ক। শুভমনের সঙ্গে ছিলেন দলের কিছু সাপোর্ট স্টাফ ও থ্রো-ডাউন বিশেষজ্ঞ। বেশ কিছু ক্ষণ ব্যাট করে শুভমন আবার হোটেলে ফিরে যান। ভারতীয় ক্রিকেটারদের অনেকেই হোটেল থেকে বেরোলেও কেউ কেউ শহর ঘুরতে বেরিয়েছিলেন। মহম্মদ সামি মাছ ধরতে যান। মাছ ধরার ছবি পোস্টও করে ভারতীয় পেসার লেখেন “জলের মাঝে শান্তির দিন। প্রকৃতি উপভোগ করতে করতে মাছ ধরার অপেক্ষা করছি।”। অনুশীলনে মহম্মদ সামির দীর্ঘ কথোপকথন নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত সামি বিশ্রামে। নিউজিল্যান্ডের ম্যাচের পর চব্বিশ ঘণ্টার ব্যবধানেই শেষ চারের যুদ্ধ। সদ্য চোট সারিয়ে ফেরা সামি। পাকিস্তান ম্যাচেও তিন ওভার বোলিংয়ের পর ড্রেসিংরুমে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে সামিকে খেলিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। গৌতম গম্ভীরদের ভাবনায় হর্ষিত রানার সঙ্গে অর্শদীপ থাকতে পারেন কিউইদের বিরুদ্ধে ম্যাচে?‌ অর্শদীপ সিং অনুশীলনের ছবি পোস্ট, লোকেশ রাহুল অনুশীলনের একটি ভিডিয়ো পোস্ট করলেও দুবাইয়ে কফি খেতে যাওয়ার ছবি দেন রবীন্দ্র জাডেজা। রোহিত শর্মার পরিবার দুবাইয়ে থাকায় মেয়ের সঙ্গে দুবাইয়ে ঘুরতে যাওয়ার ছবি দেন ভারত অধিনায়ক। সেমিফাইনালের টিকিট কনফার্ম করা হেডস্যর গৌতম গম্ভীরের ভারতীয় শিবিরের বিভিন্ন ক্রিকেটার রবিবাসরীয় ম্যাচের আগে ফুরফুরে মেজাজে বিরচণ করছেন।

ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মার বিশ্রামে মাঠে নামাতে পারেন ঋষভ পন্ত। নেটে বিস্তর ঘাম ঝরাচ্ছেন অনবরত। উইকেটকিপার পন্তকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারে ব্যবহার করতে পারে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা পাকিস্তান ম্যাচের শুরুর দিকেই ফিল্ডিংএ হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পাওয়ায় মাঠ ছাড়ার সময় বেশ অস্বস্তিতে দেখা যায়। নিউজিল্যান্ড ম্যাচের আগে দলের প্র্যাক্টিস সেশনে হাজির থাকলেও রোহিত শর্মা স্বাভাবিকভাবে পুরো সময় নেটে ব্যাটিং করেননি কারণ রোহিতের ১০০ শতাংশ ফিটনেস নিয়ে সংশয়। রোহিতের জায়গায় লোকেশ রাহুলকে সামনে এগিয়ে দিয়ে ওপেন করাবে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে থাকছেন না মহম্মদ সামি এবং কুলদীপ যাদব, এমনটাই খবর। সামির বদলে মাঠে অর্শদীপ সিং এবং কুলদীপের পরিবর্তে বরুণ চক্রবর্তী। সামি ও কুলদীপকে সেমিফাইনালের আগে তরতাজা রাখতেই সিদ্ধান্ত গৌতম গম্ভীরদের।‌ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ লিগ ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের হাতেখড়ি শুভমন গিলের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
শুভমন গিল/‌রোহিত শর্মা(অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মহম্মদ সামি/‌ অর্শদীপ সিং।

এ বছর ভারত-‌পাকিস্তান মুখোমুখি আরও তিন বার?‌ এশিয়া কাপের আয়োজক ভারত? ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে না এই টুর্ণামেন্ট!‌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে বিধ্বস্ত পাক বাহিনী। মহম্মদ রিজওয়ানের দলকে হেলায় পরাজিত করে রোহিত শর্মা এন্ড কোং। এই বছরই আবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাকিস্তানের সামনে। এশিয়া কাপে একই গ্রুপে থাকে ভারত এবং পাকিস্তান বছরের শেষ দিকে মুখোমুখি সম্ভবত তিন বার। ২০২৩ সালে এশিয়া কাপ জয়ী ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসির তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে এ বারের এশিয়া কাপ প্রতিযোগিতার আয়োজন টি-টোয়েন্টি ফরম্যাটে। আট দলের খেলায় মোট ১৯ ম্যাচের প্রতিযোগিতার আয়োজক ভারত হলেও ম্যাচগুলি শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার সম্ভাবনা প্রবল বলে শোনা যাচ্ছে। শেষ এশিয়া কাপ হয়েছিল ২০২৩ সালে এক দিনের ক্রিকেট ফরম্যাটে। আটটি দল দু’টি গ্রুপ থেকে দু’টি করে দল পরের পর্বে উঠবে। সেখানে চারটি দল একে অপরের বিরুদ্ধে খেলে সেখান থেকে দু’টি দল উঠবে ফাইনালে। এই বছর আরও তিন বার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে।

জানা যাচ্ছে, এসিসির সিদ্ধান্ত অনুযায়ী ভারত এবং পাকিস্তানে আপাতত কোনও প্রতিযোগিতা নয়ই। কারণ দুই দল একে অপরের দেশে গিয়ে খেলতে রাজি নয়। গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি সহ আরও এক দল। অপর গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ওমান ও হংকং এই ২০২৫ এর এশিয়া কাপ খেলার ছাড়পত্র পেয়েছে। ২০২৩ সালে এশিয়া কাপে খেলে যাওয়া নেপাল এ বারে যোগ্যতা অর্জন করতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে পা রাখেনি ভারত। দীর্ঘ টালবাহানার পর অবশেষে হাইব্রিড মডেলে টুর্নামেন্টের আয়োজন। ভারতের একরোখা সিদ্ধান্ত। এশিয়া কাপ কার্যত ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার সুযোগ হাতছাড়া হতে চলেছে। এশিয়া কাপ খেলতে ভারতে আসবে না পাক ব্রিগেড। ভারত আয়োজক হলেও টুর্নামেন্ট খেলা হবে অন্য কোনও দেশে। এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে পরপর ম্যাচ হওয়ার কারণে হাইব্রিড মডেলে আয়োজন প্রায় অসম্ভব। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত আয়োজক ভারত হলেও ভারতের মাটিতে কোনও ম্যাচই খেলা আয়োজন করা সম্ভবপর নয়। সম্ভাব্য আয়োজকদের তালিকায় শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে গোটা টুর্নামেন্ট আয়োজন করতে ইচ্ছুক এসিসি। সেপ্টেম্বর মাসে দুবাইয়ে প্রচণ্ড গরম হওয়ার কারণে শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে এশিয়া কাপ। আয়োজনের যাবতীয় দায়িত্ব ভারতেরই। ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলি রাখা হয়েছিল দ্বীপরাষ্ট্রে। ফাইনালও হয়েছিল শ্রীলঙ্কায়। এশিয়া কাপের সূচিতে দুবার ভারত-পাকিস্তান মুখোমুখি গ্রুপ পর্বেই। দুই দল ফাইনালে উঠলে একই টুর্নামেন্টে তিনবার মেগাম্যাচ হওয়ার সম্ভাবনা। সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নেবে ভারত এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, হংকং, ওমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles