Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বড়সড় ফাঁড়া কাটল ভারতের প্রাক্তন অধিনায়কের!‌ বর্ধমানে যাওয়ার পথে আচমকা দুর্ঘটনার সামনে ‘‌দাদা’‌র কনভয়

দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয়। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানেই যোগ দিতে যাওয়ার সময় ঘটনা ঘটে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদপুরের কাছে ঘটনা ঘটে। বেশ বড়সড় ফাঁড়া কাটল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বৃহস্পতি সকালে বর্ধমানে যাওয়ার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইএর প্রাক্তন সভাপতির কনভয়ের সামনে আচমকা একটি লরি ব্রেক কষে। কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে ধাক্কা। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে দ্রুত ব্রেক কষেন সৌরভের গাড়ির চালকও। সৌরভের গাড়িতে কোনওরকম বিপদ হয়নি বা গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি। সৌরভ পুরোপুরি সুস্থ আছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন। খোশমেজাজে পড়ুয়াদের সঙ্গে আড্ডা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ভারতের প্রাক্তন অধিনায়কের কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে ধাক্কায় দুটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত। গাড়ির চালক-সহ সকলেই সুস্থ। সুস্থ আছেন সৌরভও। এক অনুষ্ঠানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে সৌরভকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ প্রতিকৃতি। ভারতের প্রাক্তন অধিনায়ক জানান, তাঁর জীবন কখনওই সহজ ছিল না। ভারতীয় দলে সুযোগ পাওয়া থেকে শুরু করে অধিনায়কত্ব সামলানো। সবসময় পারফর্ম করতে হয়েছে। পারফরম্যান্সের মাধ্যমে প্রমাণ করতে হয়েছে নিজেকে। থাকতে হয়েছে প্রচণ্ড চাপের মধ্যেও। এক ছাত্রী প্রশ্ন করেন, ছোটবেলায় সৌরভ কী ভালোবাসতেন? সেটার জবাবে মুচকি হেসে ‘দাদা’ বলেন, ‘ব্যাট এবং বলই আমার প্রিয় সঙ্গী ছিল।’ ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘সাফল্য পাওয়ার জন্য নিজের পেশার প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা থাকতে হবে। সমালোচনা হবেই। সমালোচনা চলতে থাকবে। তবে শেষপর্যন্ত পরিশ্রমের ফল ভালোই হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles