Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

শালবনিতে স্টিল প্ল্যান্টে প্রচুর কর্মসংস্থান হবে : সৌরভ, চ্যাম্পিয়ান্স ট্রফির সেমিফাইনালে গ্রুপ ‘এ’ থেকে উঠবে ভারত ও নিউজিল্যান্ড

শিল্পপতি। ক্রীড়াজগতের গণ্ডি ছাড়িয়েও বাণিজ্যে মনোযোগী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে রাজ্যের শিল্প বিস্তারে উদ্যোগী তিনিও। তাঁর নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাজ্যে শিল্প নিয়ে বেশ উদ্যোগী। পশ্চিম মেদিনীপুরের শালবনির ইস্পাত কারখানায় উৎপাদন শুরু ও কর্মসংস্থান সম্পর্কিত ভরসা দিলেন সৌরভ। চ্যাম্পিয়ান্স ট্রফিতে সেমিফাইনালে ভারত ছাড়াও আর কোন দল যাবে তার নিশ্চয়তা দিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্প প্রসঙ্গে আত্মবিশ্বাসী। ভারতীয় দলকে নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার দৌড়ে রোহিত শর্মার দলই এগিয়ে বলে মনে করেন।

শালবনিতে শালবনির ইস্পাত কারখানা?‌
সৌরভ :‌ শালবনিতে আমরা স্টিল প্ল্যান্ট তৈরি করছি। স্টিল প্ল্যান্ট তো দু’মাসে হয় না। ১৮ থেকে ২০ মাসের মধ্যে প্রোডাকশন শুরু হবে। প্রচুর কর্মসংস্থান হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার দৌড়ে ভারত?‌
সৌরভ :‌ সাদা বলের ক্রিকেটে এখন ভারত ভীষণ শক্তিশালী দল। ভারতের প্রতিভার একদমই অভাব নেই। বাংলাদেশের বিরুদ্ধে খানিকটা পরিস্কার। এই দলটা সত্যিই দারুণ। পাকিস্তানের বিরুদ্ধেও না জেতার কারণ নেই। ভারতের এই দলকে হারাতে হলে পাকিস্তানকে দারুণ কিছু করতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই দলের অনেকেই ছিল না। তাও ৪-১ ব্যবধানে জিতেছে। এক দিনের সিরিজ়ে ৩-০ ব্যবধানে জিতেছে। ভারতে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। এটা আমাদের পরিকাঠামোর সুফল।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দল?‌
গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে ওঠার ব্যাপারে এগিয়ে ভারত এবং নিউ জ়িল্যান্ডকে। গ্রুপ ‘বি’তে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া আছে। আফগানিস্তানও ভাল দল। এ বার অস্ট্রেলিয়া একটু পিছিয়ে বোলিংয়ের জন্য। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হেজলউড নেই। অন্যদের খুব ভাল বল করতে হবে। তবু অস্ট্রেলিয়াকে হিসাবের বাইরে রাখা যায় না।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ?‌
সৌরভ :‌ দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনারেরা সুবিধা পাবে। অর্শদীপ সিংহের খেলার সম্ভাবনা দেখছি না। তিন জন স্পিনার থাকবেই দলে। কারণ পাকিস্তানের ব্যাটারেরা স্পিনের বিরুদ্ধে খুব ভাল নয়। হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসাবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই।

উইকেটরক্ষক রাহুল-‌ঋষভ বাছবেন কাকে?‌
সৌরভ :‌ দু’জনেই খুব ভাল ক্রিকেটার। যে কেউ খেলতে পারে। ভারতীয় দলের যে কাউকে যে কোনও জায়গায় খেলানো যায়। রাহুলকে খেলানোর মধ্যে ভুল নেই। কে খেলবে, তা কোচের সিদ্ধান্ত। এটা কোচের স্বাধীনতা।

শুভমন গিলের শতরান এবং মহম্মদ সামির পাঁচ উইকেট?‌
সৌরভ :‌ শুভমন ভাল খেলেছে। ভারতীয় দলের এক থেকে পাঁচ-ছ’নম্বর পর্যন্ত সকলেই শুভমন। সবাই সেঞ্চুরি করতে পারে। যে কেউ ম্যাচ জেতাতে পারে। অক্ষর পটেল পাঁচ নম্বরে ব্যাট করছে। লোকেশ রাহুল, হার্দিক, রবীন্দ্র জাদেজারা থাকছে। দলটার ব্যাটিং গভীরতা দারুণ। সামি ভাল বল করেছে। চোট সারিয়ে ফেরার পর পাঁচ উইকেট। এই প্রতিযোগিতায় জসপ্রীত বুমরাহ নেই। দু’দিক থেকে দু’জনকে পাওয়া গেলে খুব ভাল হত। তবে হর্ষিত রানা ভাল বল করছে। সামিকে এ ভাবেই সামনে থেকে বোলিংয়ে নেতৃত্ব দিতে হবে।

বিরাট কোহলির অফ ফর্ম?‌
সৌরভ :‌ কোহলির মতো ক্রিকেটারকে নিয়ে ভাবার কিছু নেই। ও জানে কী করে সমস্যা কাটিয়ে উঠতে হয়।

বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কনভয়?‌
সৌরভ :‌ ওটা আমার বন্ধুর গাড়ি। সে আমার সঙ্গেই সফর করছিল। আমার গাড়ির পিছনেই ওর গাড়ি ছিল। সামনে কনভয় ছিল, তারপর আমার, তারপর বন্ধুর গাড়ি ছিল। ওর গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স আর শেষে আরেকটা কনভয় ছিল। হাইওয়েতে একটা ট্রাক লেন চেঞ্জ করে হঠাৎ করেই। পুলিশের গাড়িটা দাঁড়িয়ে যায় তাতে। ভাগ্য ভালো ছিল যে ওই গাড়িটার সঙ্গে আমার গাড়ির ভাল দূরত্ব ছিল। তো আমিও দাঁড়িয়ে পড়ি। কিছু হয়নি। কিন্তু আমার পিছনে বন্ধুর যে গাড়িটি ছিল ওটা দাঁড় করাতে পারেনি। আসলে এসকর্টের সঙ্গে গেলে যেটা হয় গাড়িগুলোর মাঝে দূরত্ব তেমন থাকে না। কাছাকাছি থাকে। ওটাই এসে ঠুকে দেয়। কিন্তু ঠিক আছে। ও ঠিক আছে। আমরাও সবাই ঠিক আছি। সব ঠিক আছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক?‌
সৌরভ :‌ আমি যা শুনেছি, রাজকুমার রাও নাম ভূমিকায় অভিনয় করবেন। তবে তারিখ নিয়ে সমস্যা আছে। আর তাই এই ছবিটি তৈরি হতে এখনও বছর খানেক সময় লাগবে। আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ। আর ডোনার চরিত্র ডিফিক্যাল্ট ক্যারেক্টার। অনেক অপশান আছে, তবে বেছে উঠতে পারিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles