Wednesday, March 12, 2025
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কলকাতায় আইসিসি শতবর্ষী ম্যারাথন, ‘‌আবেগের সাথে দৌড়াও, উত্তরাধিকার উদযাপন করো’‌

আবার কলকাতায় ম্যারাথন। এবার আইসিসির আয়েজনে। উপস্থিত থাকবেন তারকারা। ক্রীড়া ও বিনোদন জগতের তারকা ছাড়াও উপস্থিত থাকবেন সকল স্তরের মানুষ। আয়োজনে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অর্থাৎ আইসিসি। ভারতের একমাত্র জাতীয় ব্যবসায়িক চেম্বার। যার সদর দপ্তর কলকাতায় অবস্থিত। একটি স্মরণীয় মাইলফলক, অর্থাৎ শতবর্ষ বর্ষ উদযাপনে ব্রতী। ঐতিহাসিক শতবর্ষ উদযাপনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে আইসিসি ২৩শে ফেব্রুয়ারী রবিবার কলকাতায় শতবর্ষ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণের জন্য সকল স্তরের উৎসাহী দৌড়বিদদের জন্য বিশেষ আয়োজন।

‘‌আবেগের সাথে দৌড়াও, উত্তরাধিকার উদযাপন করো’‌ থিমে আইসিসি শতবর্ষী ম্যারাথন দৌড়ে অভিজ্ঞ দৌড়বিদ এবং মজাদার, ফিটনেস-কেন্দ্রিক অভিজ্ঞতা সকলের জন্যই দুটি স্বতন্ত্র দৌড়ের আয়োজন। আইসিসি শতবর্ষী ম্যারাথন দৌড়। ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য আইসিসির ১০০ বছর উদযাপন অনুষ্ঠান। কলকাতায় প্রতিষ্ঠিত আইসিসি একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান। ভারতের প্রায় গুরুত্বপূর্ণ শহরে রাজ্য অফিস এবং বিদেশে আন্তর্জাতিক অফিস রয়েছে।

ম্যারাথনে অংশগ্রহনে উৎসাহী অংশগ্রহণকারী, সমর্থকদের প্রতিযোগিতামূলক ক্রীড়াবিদ হওয়ার সুযোগ প্রদান করে। রবিবারের সকালে আইসিসি শতবর্ষী ম্যারাথন দৌড় অবিস্মরণীয় দিনের সাক্ষী হতে চলেছে।
ম্যারাথন শুরু সকাল ৫.৩০ মিনিটে ১১ কিমি দৌড়। ৩.৫ কিমি দৌড় সকাল ৬.০০। রিপোর্টিং সময়: ভোর ৪.৩০ – ৫.০০ (১১ কিলোমিটারের জন্য) এবং ভোর ৫.০০ – ৫.৩০ (৩.৫ কিলোমিটারের জন্য) ১১ কিমি দৌড়ে বিজয়ীদের জন্য পুরস্কার, প্রথম ২০ হাজার, দ্বিতীয় ১৫ হাজার ও তৃতীয় ১০ হাজার টাকা। ৩.৫ কিমি দৌড়ে বিজয়ীদের জন্য পুরস্কার, প্রথম ১০ হাজার, দ্বিতীয় ৭ হাজার ও তৃতীয় ৫ হাজার টাকা।

অংশগ্রহনকারীরা নাম নথিভূক্ত করবেন শনিবার, ২২শে ফেব্রুয়ারী সকাল ১১.৩০ থেকে বিকাল ৩.৩০ পর্যন্ত মহমেডান স্পোর্টিং ক্লাবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএ সচিব ও আইসিসি স্পোর্টস কমিটির অনির্বাণ দত্ত। ম্যারাথন শুরুর সময়ে উপস্থিত থাকবেন ক্রীড়া ও বিনোদন জগতের নক্ষত্ররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles