আরব সাগরের পাড়ে আল জোহর এরিনা! সদ্য অনুষ্ঠিত হয়েছিল আইপিএল অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। চমক দেখালেন বাংলার পাড়ার ছেলেরাও। স্রোতস্বিনী গঙ্গার বুকে ভাসমান ‘ফ্লোটেলে’ পাড়া ক্রিকেটের মেগা নিলাম। চারতলার উপরে খোলা আকাশের নিচে আলোর ঝলকানিতে একের পর এক পাড়া ক্রিকেটারকে নিলামের ডাক। মেগা অকশনের উৎসবের নাম ‘বিপিসিএল’ অর্থাৎ বেঙ্গল পাড়া ক্রিকেট লিগ ২০২৫। প্রথম সংস্করণ হলেও ভাবনায় খামতি নেই। অনুকরণেও বিলম্বিত নয় পাড়া ক্রিকেটের মেগা নিলাম। শীত ও বসন্তের মাঝে গঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া স্বল্পশৈতিক বাতাসে আন্দেলিত আলোর ঝলকানির তালে তালে বেজে উঠছিল বিপিসিএল এর মেগা নিলামের সুর। একের পর এক ফ্র্যাঞ্চাইজি নিজেদের পকেটকে গড়ের মাঠ করে তুলে নিলেন পছন্দের সেরার ‘পাড়া’ সেরা ক্রিকেটারদের।
‘বিপিসিএল’ অর্থাৎ বেঙ্গল পাড়া ক্রিকেট লিগ ২০২৫ প্রথম সংস্করণের ট্রায়ালে প্রায় পাঁচ শতাধিক পাড়া ক্রিকেটার অংশ নেন। বাছাইপর্বে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক সম্বরণ ব্যানার্জ্জী ও শিল্পী নচিকেতা। মেগা অকশনের জন্য বেছে নেওয়া ৩২০ জন ক্রিকেটারের মধ্যে থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধারা দল গড়েন সেরাদের নিয়ে। নিলামের বেস প্রাইস ৫ হাজার টাকা থেকে শুরু। সর্বোচ্চ ৪০ হাজার টাকা। দলে নিতে পারেন ১৪ থেকে ১৬ জন ক্রিকেটার। ১৬ দল ল্যাংচা পাড়া, জমিদার পাড়া, রসগোল্লা পাড়া, টলি পাড়া, বই পাড়া থেকে জমিদার পাড়া। আবার ঘটি পাড়া থেকে বাঙাল পাড়া। নামকরণেও চমক। দলের বাজেটের উর্দ্ধসীমা ১ লক্ষ ৭০ হাজার টাকা। প্রথম থেকেই মেগা নিলামে ঝড় ওঠে। পাড়া ক্রিকেটের অন্যতম সেরা পিকু পল এক ঝটকায় চল্লিশ হাজার সোল্ড আউট। ‘বিপিসিএল’ অর্থাৎ বেঙ্গল পাড়া ক্রিকেট লিগ ২০২৫ প্রথম সংস্করণের প্রথম নিলাম হওয়া ক্রিকেটার পিকু পল। এরপরই অলরাউন্ডার সরোজ প্রামানিক একই চাহীদায় পাড়া ক্রিকেটে সেরা বাছাইয়ে সোল্ড আউট। শেষমেস ২৪০ সোল্ড আউট ক্রিকেটার পাড়া ক্রিকেটের মেগা নিলামে। উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিবশঙ্কর পাল। বাংলা যাঁকে ম্যাকো নামেই চেনে।
রাজারহাটের যুবরাজ সিং অ্যাকাডেমির মাঠে অনুষ্ঠিত হবে ‘বিপিসিএল’ অর্থাৎ বেঙ্গল পাড়া ক্রিকেট লিগ ২০২৫ প্রথম সংস্করণের মেগা ম্যাচগুলো। ৪ থেকে ১০ মার্চ দূপুর ২টো থেকে রাত দশটা ম্যাচের নির্ধারিত সময়। উপস্থিত থাকার কথা তারকাদের। বিজয়ী দল পাবেন ১৬ লাখ টাকা এবং বিজিত ১১ লাখ টাকা। সেমিফাইনাল থেকে প্রত্যেক ম্যাচের সেরা পাবেন স্কুটি মোটর সাইকেল। থাকছে টুর্ণামেন্টের সেরার পুরস্কার ছাড়াও আরও চমক, জানালেন বেঙ্গল পাড়া ক্রিকেট লিগের আয়োজক তন্ময় রায়, বিশ্বজিৎ দাস ও দীপঙ্কর গুহ। সব মিলিয়ে আইপিএল নিলামের অনুকরণে অনুষ্ঠিত হওয়া পাড়া ক্রিকেটের মেগা অকশন বেশ জমজমাট।