মদ বিক্রি থেকে আয় বৃদ্ধি। ঢালাও লাইসেন্স। মদ শিল্পের উপর জোর বাংলার। শিল্প, কল কারখানা বন্ধের মুখে। সাধারন মানু্যের রোজগার কমে যাচ্ছে ধীরে ধীরে। মদ কিনতে কারুর হাত কাঁপে না। ২০২৫-২৬ সালের বাজেট নথি অনুযায়ী ব্যাক্ত করা হয়েছে জমি-বাড়ির রেজিস্ট্রেশনের পাশাপাশি মদ বিক্রি থেকে আয় বৃদ্ধির হার সবচেয়ে বেশি হবে বলে আশা করছে রাজ্য। জিএসটির জন্য কমেছে রোজগার। আয় বৃদ্ধি করতে রাজ্যের বাড়তে নজরে মদ। বাজেট নথিতে স্পষ্ট, জমি-বাড়ি বিক্রির রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি থেকে আগামী অর্থবর্ষে ১০,১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০২৫-২৬ সালে মদ বিক্রির পরিমান বৃদ্ধিতে আয়ের হার সবচেয়ে বেশি হবে বলে আশা করছে রাজ্য।
জিএসটি-র যাঁতাকলে পড়ে রাজ্যের নিজস্ব আয়ের রাস্তা সঙ্কীর্ণ। তৃণমূল সরকার সবচেয়ে বেশি গুরুত্ব, আবাসন ও আবগারিতে। সরকারের আশা, আবগারি ক্ষেত্রে অর্থাৎ মদ বিক্রি থেকে আয় ১০.৩% বেড়ে ২২,৫৫০ কোটিতে ছুঁতে পারে। এ বছরের সংশোধিত আয় ২০,৪৪৪ কোটির পাশাপাশি, জিএসটি খাতে আয় ৮.৫% বেড়ে ৪৯,৭৭২ কোটি টাকা হতে পারে বলে মনে করছে রাজ্য। আর এক বড় আয়ের পথ বিক্রয় কর। রাজ্যের দাবি, এই খাতে রাজস্ব ৮.৯% বেড়ে ১৩,৯০৫ কোটি টাকা হতে পারে। গত কয়েক বছরে এ রাজ্যেও দামি আবাসনের পাশাপাশি বিক্রি বেড়েছে মদেরও। তাই মদকেই আয়ের লক্ষ্যমাত্রা তৈরি করেছে রাজ্য সরকার।
আবগারি দফতর সূত্রে হিসাব বলছে, ২০২২ সালে মোট মদ বিক্রি ২১,০০০ কোটি টাকা থেকে রাজ্যের এক্সাইজ ডিউটির আয় ১৫,০০০ কোটি টাকা। ২০২২ সালে দুর্গাপুজোয় মদ বিক্রির পরিমাণ ছিল ৫০০ কোটি। ২০২৩ সালে বেড়ে ৬০০ কোটি। ইতিহাসে প্রথমবার বাংলায় মদ বিক্রির পরিমাণ ২০,০০০ কোটির গণ্ডি টপকাচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক আবগারি দফতরের অফিসারের কথায়, ‘২০২২–২৩ অর্থবর্ষে রেকর্ড গড়েছে বাংলা। সাড়ে ২৩,০০০ কোটি টাকার মদ বিক্রি আগে কখনও হয়নি। দেশি মদ উন্নত করা হচ্ছে’। ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সিইও নীতা কাপুরের কথায় বাংলায় মদ শিল্প বেশ উন্নত!
মদ্যপানে শীর্ষে বাংলা, ২০২২-২৩ অর্থবর্ষে সাড়ে ২৩ কোটি টাকার মদ বিক্রি হওয়ায় মদ্যপানে রেকর্ড গড়ল বাংলা। ২০২২-২৩ অর্থবর্ষে বিয়ারের বিক্রির পরিমাণ বৃদ্ধি ৪,০০০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে পরিমাণ ছিল ১,৮০০ কোটি। বিয়ারের পরিমাণ ৯ শতাংশ থেকে বেড়ে ১ এপ্রিল ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ সালে হয় ১৮ শতাংশ। ২০১৪!১৫ অর্থবর্ষে রাজ্যের আবগারি রাজস্ব ছিল ৩,৫৮৭ কোটি। উৎসবের মরশুম তো দূর অস্ত। গোটা অর্থবর্ষে মদ্যপানে রেকর্ড বাংলার। এই অর্থবর্ষে আবগারি দফতরের হিসাব অনুযায়ী, ২৩,৫০০ কোটি টাকার মদ বিক্রি করে রেকর্ড গড়েছে বাংলা। ডিসেম্বর মাসেই ২,৩৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে। মদ শিল্প থেকে রাষ্ট্রীয় কোষাগারে ১৮,৫০০ কোটি টাকার বেশি এসেছে।